এক্সপ্লোর
Advertisement
এমন কী হল! এই নায়কদের সঙ্গে কাজ করতে রাজি নন বলিউডের কোনও নায়িকা
মুম্বই: বলিউডে নায়িকা কম পড়িয়াছে।
নায়কদের আর সেই সুখের দিন নেই যে তাঁরা ছবির জন্য ইচ্ছেমত নায়িকা বেছেবুছে নেবেন। চাকা ঘুরেছে। নয়া জমানার নায়িকাদের দাপটে বলিউডের এক সময়কার সেরা নায়কদের হিরোইন জুটছে না।
যেমন ধরুন সানি দেওল। তাঁর ঢাই কিলো কা হাথ অসংখ্য ভিলেনের রাতের ঘুম কেড়ে নিয়েছিল। নব্বইয়ের দশকের এই অন্যতম সেরা হিরো ফের বলিউডে ফিরছেন। কিন্তু তাঁর নায়িকা মিলছে না। এখনকার মেয়েদের কথা তো ছেড়েই দিন, তাঁর সমসাময়িক রবিনা ট্যান্ডন, শিল্পা শেট্টিরাও সানির সঙ্গে কাজের অফার ফিরিয়ে দিয়েছেন। শেষমেষ ঊর্বশী রাউতেলা আর ঈশা কোপিকরকে সঙ্গে নিয়ে সিং সাব দ্য গ্রেট আর রাইট ইয়া রং-য়ে কাজ শুরু করেছেন সানি।
একই অবস্থা সঞ্জয় দত্তেরও। সুনীল দত্ত ও নার্গিস দত্তের একসময়ের অসামান্য হ্যান্ডসাম ছেলের এখন বয়স হয়েছে যথেষ্ট। জেল থেকেও ঘুরে এসেছেন। তাঁর বিপরীতে কাজ করার জন্যও নায়িকা মিলছে না। কারও নাকি আগ্রহই নেই তাঁর সঙ্গে ছবির কথা ভাবতে। শেষমেষ মালাং ছবির জন্য তিনি কাজ করতে চলেছেন বলিউডে সদ্য পা রাখচে চলা টিভি অভিনেত্রী অঙ্কিতা লোখণ্ডের সঙ্গে।
সুরজ পাঞ্চলির ব্যাপারটা অবশ্য আলাদা। তিনি একেবারে নতুন, গডফাদার সলমন খান, বাবা আদিত্য পাঞ্চলির পৃষ্ঠপোষকতাও রয়েছে। কিন্তু একটাও ছবিতে সাইন করার আগেই সঙ্গী হয়েছে জিয়া খান কেলেঙ্কারি। বছর তিনেক আগে নিখিল আডবানির হিরো-র রিমেক করেছেন ঠিকই কিন্তু তা ফ্লপ করেছে। তাঁর সঙ্গে কাজ করতে তৈরি নন কোনও নায়িকা। এক বিখ্যাত পরিচালক ঠিক করেছিলেন, সুরজকে নিয়ে একটা লাভ স্টোরি নামাবেন। কিন্তু একজনও নায়িকা রাজি হননি তাঁর সঙ্গে কাজ করতে। এমনকী নতুন মেয়েরাও সুরজের নাম শুনেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
মালদা
শিক্ষা
জেলার
Advertisement