সোনাক্ষী সিনহা ছবিতে অভিনয়ের জন্য চুক্তি করার আগে বলে নেন, কোনও চুম্বনদৃশ্যে অভিনয় করবেন না। এই শর্ত থেকে সরে না আসায় বেশ কয়েকটি ছবিতে অভিনয়ও করেননি শত্রুঘ্ন সিনহার মেয়ে। ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম
2/9
চমকপ্রদ তথ্য হল, একদা পর্নস্টার সানি লিওনও সোনাক্ষীর মতোই শর্ত দিয়েছেন, ক্যামেরার সামনে সহ-অভিনেতাকে চুমু খাবেন না। ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম
3/9
প্রবীণ অভিনেত্রী রেখা ফিতুর ছবিতে অভিনয় করছিলেন। কিন্তু তিনি মাঝপথেই সরে দাঁড়ান। কারণ, তাঁর মনে হয়েছিল, ওই চরিত্রে তাঁকে মানাচ্ছে না। এরপর বাধ্য হয়ে রেখার চরিত্রে তব্বুকে নেন নির্মাতারা। ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম
4/9
প্রিয়ঙ্কা চোপড়া যে কোনও ছবিতে অভিনয়ের জন্য শর্ত দেন, নগ্ন দৃশ্যে অভিনয় করবেন না। ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম
5/9
করিনা কপূর খান যে কোনও ছবিতে অভিনয় করার জন্য রাজি হন শুধু এই শর্তে, তার বিপরীতে কোনও প্রথমসারির অভিনেতাকে নিতে হবে। ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম
6/9
ফিতুর ছবির শ্যুটিং শেষ হওয়ার পর বেশ খানিকটা ওজন কমিয়ে ফেলেন ক্যাটরিনা কাইফ। এরপর তিনি দাবি করে বসেন, ফের কয়েকটি দৃশ্যের শ্যুটিং করতে হবে। এই দাবিতে পরিচালকের উপর চাপ সৃষ্টি করেন তিনি। এমনও দাবি করেন, তাঁর পছন্দের চিত্রগ্রাহককে দিয়েই শ্যুটিং করতে হবে। ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম
7/9
দীপিকা পাড়ুকোন একবার অভিনেতা ভিকি কৌশলের সঙ্গে কাজ করতে অস্বীকার করেন। তাঁর দাবি ছিল, ভিকি প্রথমসারির অভিনেতা নন। তাঁকে ছবি থেকে বাদ দেওয়ার জন্য নির্মাতাদের উপর চাপ সৃষ্টি করেন দীপিকা। ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম
8/9
বলিউডে নায়কদের মতোই নায়িকাদের সামলানোও পরিচালক-প্রযোজকদের কাছে মাঝেমধ্যে রীতিমতো কঠিন হয়ে যায়। তাঁদের দেওয়া শর্ত পূরণ করা সহজ হয় না। ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম
9/9
ঐশ্বর্য রাই বচ্চনও মাঝেমধ্যে অদ্ভুত শর্ত আরোপ করেন। কিছুদিন আগে তিনি এক বিমানকর্মীকে বলে বসেন, যত খাবার আছে, সব তাঁর সামনে নিয়ে আসতে হবে। তিনি দেখে ঠিক করবেন, কী খাবেন। ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম