এক্সপ্লোর
এবার সিনেমায় আরবাজের সঙ্গে রোমান্স করবেন সানি লিওন

মুম্বই: বলিউডে সানি লিওনের আরও এক নতুন সিনেমা আসছে। এবার আরবাজ খানের সঙ্গে জুটি বাঁধছেন প্রাক্তন পর্নস্টার। ‘তেরা ইন্তেজার’ সিনেমা আরবাজের সঙ্গে রোমান্স করতে দেখা যাবে সানিকে। গুজরাতে কচ্ছের রনে আগামী আগস্ট থেকে সিনেমার জন্য শ্যুটিং শুরু করবেন আরবাজ ও সানি। দুজনকে রিয়েলিটি শো স্পিটসভিলা ৯-এও দেখা যাবে। সানি বলেছেন, আরবাজের সঙ্গে কাজ করতে আমি মুখিয়ে আছি। কচ্ছের রনে রাজীব বালিয়া নির্দেশিত ‘তেরা ইন্তেজার’ ছবির শ্যুটিং হবে ২৫ দিন ধরে। এছাড়াও বিদেশেও শ্যুটিং হবে। সূত্রের খবর, এই সিনেমার জন্য প্রথম থেকেই উত্সাহিত ছিলেন আরবাজ। সানি চিত্রনাট্য শুনেই এক কথায় রাজি হয়ে যান।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন





















