Super Singer: গানের মঞ্চে ম্যাজিকের ছোঁয়া, সঙ্গী মহালক্ষ্মী আইয়ার
সঙ্গীতের মঞ্চে এবার ম্যাজিকের ছোঁয়া! 'সুপার সিঙ্গার'-এর মঞ্চে অতিথি হয়ে আসছেন মহালক্ষ্মী আইয়ার। অনুষ্ঠানের থিম ম্যাজিক। প্রতিযোগীদের পারফরম্যান্সের পাশাপাশি থাকবে ম্যাজিকে ছোঁয়াও।
কলকাতা: সঙ্গীতের মঞ্চে এবার ম্যাজিকের ছোঁয়া! 'সুপার সিঙ্গার'-এর মঞ্চে অতিথি হয়ে আসছেন মহালক্ষ্মী আইয়ার (Mahalakshmi Iyer)। অনুষ্ঠানের থিম ম্যাজিক। প্রতিযোগীদের পারফরম্যান্সের পাশাপাশি থাকবে ম্যাজিকে ছোঁয়াও।
ইতিমধ্যেই চ্যানেলের তরফ থেকে সোশ্যাল মিডিয়ায় দেখা গিয়েছে অনুষ্ঠানের ঝলক। সেখানে উচ্ছ্বসিত দেখাল 'মহালক্ষ্মী আইয়ার'-কে। প্রতিযোগীদের গান শুনতে উৎসাহী তিনিও। এর আগে, ভালোবাসার বিশেষ পর্বে 'সুপার সিঙ্গার'-এর মঞ্চে হাজির ছিলেন আকৃতি কক্কর। ভালোবাসার গানে মঞ্চ ভরিয়ে তোলেন তিনিও। বিচারকের আসনে হাজির ছিলেন অনু মালিক, কৌশিকী চক্রবর্তী ও কুমার শানু।
আরও পড়ুন: পর্দায় যেন তাঁদেরই গল্প, সিঙ্গল ফাদারদের জন্য বিশেষ স্ক্রিনিয়ের আয়োজন টিম 'বাবা বেবি ও'-র
'সুুপার সিঙ্গার'-এর মঞ্চে হামেশাই খুনসুটিতে মাতেন যীশু ও বিচারক কুমার শানু, কৌশিকী চক্রবর্তী ও কুমার শানু। এর আগে, ভাইফোঁটার শ্যুটিংয়ে যীশুর কপালে ফোঁটা দেন কৌশিকী। ফোঁটা নিতে একেবারেই রাজি ছিলেন না যীশু। তাই তিনি যাতে পালাতে না পারেন, প্রতিযোগীদের গোল করে দাঁড়ানের নির্দেশ দিয়েছিলেন কৌশিকী। এরপর যীশুর কপালে ফোঁটা দিয়ে, কবিতা বলে তাঁকে বরণও করেন কৌশিকী। বিচারকের আসনে বসে হাসিতে ফেটে পড়লেন কুমার শানু, সোনু নিগম ও মোনালী ঠাকুর।
'সুপার সিঙ্গার'-এর মঞ্চ রোজই যেন নতুন গল্প বলে। সম্প্রতি সঙ্গীতের লড়াইয়ের মঞ্চে অতিথি হয়ে এসেছিলেন মোনালি ঠাকুর। বিচারকের আসনে বসে ছোটবেলার গল্পে মজলেন দুই সঙ্গীতশিল্পী। মোনালি বললেন, 'আমি পুতুলদির কাছেই গান শিখেছি।' কৌশিকী চক্রবর্তীর ডাকনাম পুতুল নিয়ে মঞ্চে রসিকতাও করেন যীশু সেনগুপ্ত। এরপর কৌশিকি জানান, ছোটবেলায় সত্যিই তাঁর কাছে গান শিখতেন মোনালি ঠাকুর। আর ছোটবেলায় তাঁর নখ খাওয়ার অভ্যাস ছিল বলে তাঁকে নেলপলিশ পরিয়ে দিতেন কৌশিকী। যাতে তাঁর নখ খাওয়া বন্ধ হয়। সেইসঙ্গে কৌশিকী যোগ করেন, মোনালিকে ছোট থেকে বড় হতে দেখেছেন তিনি। আর মোনালীকে আজ এই জায়গায় দেখে তিনি গর্বিত। অন্যদিকে আজ মোনালীর ঠাকুরের জন্মদিন। অনুষ্ঠানের এই ছোট্ট ক্লিপিংস পছন্দ হল অনুরাগীদেরও।