Baba, Baby O: পর্দায় যেন তাঁদেরই গল্প, সিঙ্গল ফাদারদের জন্য বিশেষ স্ক্রিনিয়ের আয়োজন টিম 'বাবা বেবি ও'-র
Baba, Baby O: পর্দায় যে গল্প তুলে ধরা হয়েছে, সেই গল্প যেন তাঁদেরই জীবনের। একদিনে অফিস, অন্যদিকে একরত্তি.. ছেলেরা বুঝি দশভূজা হতে পারে না? এই প্রশ্নেরই উত্তর খুঁজেছে 'বাবা বেবি ও'।
কলকাতা: পর্দায় যে গল্প তুলে ধরা হয়েছে, সেই গল্প যেন তাঁদেরই জীবনের। একদিনে অফিস, অন্যদিকে একরত্তি.. ছেলেরা বুঝি দশভূজা হতে পারে না? এই প্রশ্নেরই উত্তর খুঁজেছে শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায় প্রযোজিত আর অরিত্র মুখোপাধ্যায় পরিচালিত 'বাবা বেবি ও'। গত ৪ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে এই ছবি। আর এবার এই ছবির দেখতেই শহরের সব 'সিঙ্গল ফাদার'-দের জন্য বিশেষ স্ক্রিনিংয়ের আয়োজন করা হল উইন্ডোজ-এর তরফে।
বৃহস্পতিবার সন্ধেয় ‘অল বেঙ্গল মেন’স ফোরাম’-এর জন্য আয়োজন করা হয়েছিল একটি বিশেষ স্ক্রিনিংয়ের। শহরের সমস্ত একা বাবাদের জন্যই সেদিন সেই মাল্টিপ্লেক্সের প্রেক্ষাগৃহ। ‘অল বেঙ্গল মেন’স ফোরাম’-এর পক্ষ থেকে প্রযোজক নন্দিনী ভৌমিক বলেন, ‘ছেলে এবং পুরুষদের প্রতি সমাজের দৃষ্টিভঙ্গির মৌলিক পরিবর্তন আনতে চাই আমরা। ‘সিঙ্গল ফাদার’ এবং সারোগেসি সম্পর্কেও মানুষের মনে নানা রকমের ধারণা রয়েছে। আমি যখন জানতে পারি, বাংলা ছবিতে এক সিঙ্গেল ফাদারের গল্প দেখানো হচ্ছে যিনি সারোগেসির মাধ্যমে পিতৃত্ব গ্রহণ করেছেন, তখনই আমার ফোরামের পুরুষ সদস্যদের জন্য একটি বিশেষ স্ক্রিনিং করার কথা ভাবলাম। কথা বললাম প্রযোজনা সংস্থার সঙ্গে। তারপরেই এই আয়োজন করা হয়। খুব ভালো লাগছে এটা দেখে যে, অনেক পুরুষ সদস্যরা এখানে এসেছেন।’
আরও পড়ুন: Sandhya Mukherjee Exclusive: গান শুনতে শুনতেই সুরলোকে গীতশ্রী, বাজছিল 'এই শহর ছেড়ে...'
বাবা হওয়া সহজ নয়, কিন্তু পর্দায় দুই একরত্তির বাবা হয়ে ওঠা থেকে শুরু করে কাজ সামলানো, সবটাই করে দেখিয়েছেন মেঘ রোদ্দুর চট্টোপাধ্যায় ওরফে যীশু সেনগুপ্ত। আর সেই গল্প জানার জন্যই বাস্তবের ‘মেঘ’দের তাই এক জায়গায় নিয়ে এল উইন্ডোজ প্রোডাকশনস।
গত ৪ ফেব্রুয়ারি মুক্তি পেলেও অরিত্র মুখোপাধ্যায় পরিচালিত, নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায় প্রযোজিত ‘বাবা বেবি ও’ ছবি নিয়ে মাতামাতি এখনও কমেনি দর্শকদের মধ্যে। দুই শিশুশিল্পী কাইজান এবং অভিরাজের অভিনয়েও মুগ্ধ দর্শক। ছবির মুখ্যভূমিকায় রয়েছেন যীশু সেনগুপ্ত (Jisshu U Sengupta) ও সোলাঙ্কি রায় (Solanki Roy)। এই ছবির হাত ধরেই বড়পর্দায় পা রেখেছেন শোলাঙ্কি।