(Source: ECI/ABP News/ABP Majha)
Super Singer: বিচারকদের আসনে রূপম, শান, মোনালি, নতুন গানের প্রতিযোগিতার মঞ্চ নিয়ে আসছেন যীশু
Jisshu Sengupta: আগামীকাল অর্থাৎ শনিবার থেকে শুরু হবে এই অনুষ্ঠান। প্রতি সপ্তাহান্তে অর্থাৎ শনি ও রবিবার রাত সাড়ে ৯টা থেকে সম্প্রচারিত হবে এই অনুষ্ঠান
কলকাতা: ফের গানের মঞ্চে নতুন লড়াই। শুরু হচ্ছে সুপার সিঙ্গার (Super Singer)-এর নতুন সিজন। সঞ্চালকের ভূমিকায় থাকছেন যীশু সেনগুপ্তই (Jissu Sengupta)। তবে এবার বদল আসছে বিচারকের প্যানেলে। এবার বিচারক হিসেবে থাকছেন শান (Shaan), মোনালি ঠাকুর (Monali Thakur), ও রুপম ইসলাম (Rupam Islam)।
আগামীকাল অর্থাৎ শনিবার থেকে শুরু হবে এই অনুষ্ঠান। প্রতি সপ্তাহান্তে অর্থাৎ শনি ও রবিবার রাত সাড়ে ৯টা থেকে সম্প্রচারিত হবে এই অনুষ্ঠান। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে অনুষ্ঠানে প্রতিযোগিদের ঝলকও। খাস কলকাতা থেকে শুরু করে শান্তিপুর ও অনেক অন্যান্য জেলার প্রতিযোগীরাও।
আরও পড়ুন: Ramdhonu: মিউজিক ভিডিওয় সমকামী প্রেমের উপাখ্যান শোনাবেন প্রান্তিক
এর আগে এই স্লটেই দেখা যেত নাচের প্রতিযোগিতা 'ডান্স ডান্স জুনিয়র' (Dance Fance Junior)-এর অনুষ্ঠান। এই অনুষ্ঠানে বিচারকের ভূমিকায় ছিলেন দেব (Dev), রুক্মিণী মৈত্র (Rukmini Maitra) ও মনামী ঘোষ (Monami Ghosh)। ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে এই অনুষ্ঠান। দর্শকদের পছন্দ ও বিচারকের পছন্দ অনুযায়ী বেছে নেওয়া হয়েছে একজন প্রতিযোগীকে। আর এবার সুরের জগতের সেরাকে বেছে নেওয়ার পালা।
View this post on Instagram