এক্সপ্লোর
Advertisement
সুশান্ত মামলা: সিদ্ধার্থ পিঠানি ও কুককে ১১ ঘন্টা জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের; ফরেন্সিক রিপোর্ট ও বয়ানে গরমিল! খবর সূত্রের
সুশান্ত সিংহ রাজপুত মৃত্যু মামলায় চাঞ্চল্যকর তথ্য। সুশান্ত--মামলায় বয়ানের সঙ্গে মিলছে না ফরেন্সিক রিপোর্ট। খবর সূত্রের। গতকাল সিবিআইয়ের তদন্তকারী দল ও ফরেন্সিক দলের মধ্যে দু’ দফা বৈঠক হয়। সূত্রের খবর, তখনই সামনে আসে জিজ্ঞাসাবাদে মেলা বয়ান ও ফরেন্সিক রিপোর্টের গরমিলের কথা।
নয়াদিল্লি: সুশান্ত সিংহ রাজপুত মৃত্যু মামলায় চাঞ্চল্যকর তথ্য। সুশান্ত--মামলায় বয়ানের সঙ্গে মিলছে না ফরেন্সিক রিপোর্ট। খবর সূত্রের।
গতকাল সিবিআইয়ের তদন্তকারী দল ও ফরেন্সিক দলের মধ্যে দু’ দফা বৈঠক হয়। সূত্রের খবর, তখনই সামনে আসে জিজ্ঞাসাবাদে মেলা বয়ান ও ফরেন্সিক রিপোর্টের গরমিলের কথা। এই পরিস্থিতিতে আজ ফের বান্দ্রায় সুশান্তের ফ্ল্যাটে যাবে ফরেন্সিক দল। বয়ানের ভিত্তিতেও তথ্যপ্রমাণ যাচাইয়ের চেষ্টা করা হবে। পাশাপাশি, আজ সিবিআইয়ের মুখোমুখি অভিনেতার চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট সন্দীপ শ্রীধর, রুম মেট সিদ্ধার্থ পিঠানি ও রাঁধুনি নীরজ। গতকাল সিদ্ধার্থ ও নীরজকে ১১ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। উল্লেখ্য, এই মামলায় সিদ্ধার্থ পিঠানির বয়ান সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। গত তিন দিন তাঁকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই।
সিবিআইয়ের তদন্তে এখনও পর্যন্ত জিজ্ঞাসাবাদ থেকে প্রাক্ত তথ্যের সঙ্গে ফরেন্সিক রিপোর্টে গরমিল দেখা যায়। এর তদন্তের জন্য সিবিআইয়ের দল কুপার হাসপাতালে যায়। সেখানে ময়নাতদন্তকারী চিকিত্সকদের প্রায় এক ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়। এই হাসপাতালেই সুশান্তর দেহর ময়নাতদন্ত হয়েছিল।
ফরেন্সিক বিভাগ সিবিআইয়ের হাতে তথ্য তুলে দিয়েছে। সিএফএসএল-র রিপোর্ট অনুসারে যে কাপড়ে সুশান্তর দেহ ঝুলেছিল, তা তাঁর দেহের ওজন বইতে সক্ষম। বিছানা ও সিলিং ফ্যানের দূরত্ব পর্যাপ্ত ছিল।
সুশান্তর কামরার সাউন্ড টেস্ট রিপোর্টও সিএএফএসএল জমা দিয়েছে। এত জানানো হয়েছে, কামরার ভেতরে কতটা শব্দ বেরোতে পারত এবং কতটা বাইরে থেকে ভেতরে আসতে পারত। দীপেশ, নীরজ ও সিদ্ধার্থ পিঠানির আঙুলের নমুনাও ফরেন্সিক দল নিয়েছিল। এগুলির সঙ্গে সুশান্তর ঘরের ফিঙ্গার প্রিন্ট মিলিয়ে দেখা হবে।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ক্রিকেট
Advertisement