এক্সপ্লোর
Advertisement
'স্বল্পপরিচিতা' ম্যানেজারের মৃত্যুতে কেঁদেছিলেন হাউহাউ করে, বলেছিলেন 'সব ছেড়ে চলে যাবেন', চাঞ্চল্যকর দাবি সুশান্তের বন্ধুর
' খুব কম সময়ের জন্যেই দিশা সুশান্তের ম্যানেজারের কাজ সামলেছেন। কিন্তু মৃত্যুর পর দিশাকে সব জায়গায় সুশান্তের প্রাক্তন ম্যানেজার হিসেবেই উল্লেখ করা হচ্ছিল। '
মুম্বই: সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর কয়েকদিন আগেই 'আত্মহত্যা' করেন তাঁর একসময়ের ম্যানেজার দিশা স্যালিয়ান। তাঁর মৃত্যুর পর সুশান্তের নামও উঠে আসে বিভিন্ন আলোচনায়। তাতে রীতিমতো ভেঙে পড়েছিলেন অভিনেতা। সুশান্তের ঘনিষ্ঠ বন্ধু সিদ্ধার্থ পিঠানির দাবি, দিশার মৃত্যুর সঙ্গে সুশান্তের নাম জড়ানোয় মানসিক ভাবে ভেঙে পড়েছিলেন সুশান্ত।
সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যু হয় ১৪ জুন। আর দিশার 'আত্মহত্যা'র ঘটনা ঘটে ৮ জুন।
সিদ্ধার্থ সম্প্রতি এক সাক্ষাৎকারে জানান, খুব কম সময়ের জন্যেই দিশা সুশান্তের ম্যানেজারের কাজ সামলেছেন। কিন্তু মৃত্যুর পর দিশাকে সব জায়গায় সুশান্তের প্রাক্তন ম্যানেজার হিসেবেই উল্লেখ করা হচ্ছিল।
“জীবনে সুশান্ত, দিশার সাক্ষাৎ হয়েছিল একবারই। তাও খুবই অল্প সময়ের জন্যই। সেই দিশার মৃত্যুর কথা শুনেই সারাদিন কেঁদে চলেন অভিনেতা।”
সিদ্ধার্থের দাবি, সেই সময় সুশান্তের পাশে ছিলেন তাঁর দিদি। কারণ তখন রিয়া তাঁর বাড়ি ছেড়ে চলে গিয়েছেন। অভিনেতাকে সামলান দিদিই। তাঁকে জোর করে খাওয়ান। রিয়া ছেড়ে চলে যাওয়ার পরদিনই মারা যান দিশা। এই ঘটনা সম্পর্কিত প্রতিবেদনে বারবার তাঁকে সুশান্তের প্রাক্তন ম্যানেজার হিসেবে উল্লেখ করা হয়। বিষয়টি সুশান্তের উপর কতটা প্রভাব বিস্তার করেছিল, তার সাক্ষী সিদ্ধার্থ ও অভিনেতার দিদি।
পরবর্তীতে দিশার মা-ও এক সাক্ষাৎকারে দাবি করেন, খুব অল্প সময়ের জন্যই সুশান্তের ম্যানেজারের কাজ করেছিলেন রিয়া। এতটাই কম সময় যে, তাঁর পরিবারও জানত না এই বিষয়ে। পরে দিশা তাঁকে জানান, সুশান্তের বাড়িতে তিনি ম্যানেজারের কাজের জন্য গিয়েছিলেন। তাই তাঁর মৃত্যুর সঙ্গে সুশান্তের নাম টেনে আনার অযৌক্তিক বলে মনে করেন দিশার মা-ও।
দিশার মৃত্যুর পর রাতে সুশান্তের সঙ্গেই ঘুমোতে যান বন্ধু সিদ্ধার্থ। ডিপ্রেশন কাটাতে ধ্যান করতেন অভিনেতা, ওষুধও খেতেন, জানিয়েছেন বন্ধু।
জানুয়ারি মাস নাগাদ, সুশান্ত নাকি তাঁকে একবার দুঃখ করে বলেছিলেন, তিনি একা, কেউ নেই। তিনি এই সব কিছু ছেড়ে চলে যাবেন।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
বিনোদনের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement