Sushant Singh Rajput: সুশান্তের কাছে চলে গেল তাঁর প্রিয়জন, শোকের ছায়া পরিবারে
Fudge Passes Away: অভিনেতার অত্যন্ত প্রিয়জন। সুশান্তের মৃত্যুর পর থেকেই শোকাহত ছিল সে। অবশেষে প্রিয়জনের কাছেই চলে গেল। অভিনেতার দিদি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে ছবি পোস্ট করে শোকের খবরটা দিয়েছেন।
মুম্বই: আর মাত্র কয়েকটা দিন পরই প্রয়াত বলিউড অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের (Sushant Singh Rajput) জন্মবার্ষিকী। তার আগেই শোকের ছায়া নেমে এল তাঁর পরিবারে। প্রয়াত অভিনেতার অত্যন্ত প্রিয়জন। সুশান্তের মৃত্যুর পর থেকেই শোকাহত ছিল সে। অবশেষে প্রিয়জনের কাছেই চলে গেল। অভিনেতার দিদি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে ছবি পোস্ট করে শোকের খবরটা দিয়েছেন।
মৃত্যু হল সুশান্ত সিংহ রাজপুতের প্রিয়জন ফাজের-
আগামী ২১ জানুয়ারি জন্মবার্ষিকী প্রয়াত বলিউড অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের। তার আগেই মৃত্যু হল অভিনেতার প্রিয় পোষ্য ল্যাব্রাডর ফাজের (Fudge)। সুশান্তের অকাল মৃত্যুর পর থেকেই মন মরা ছিল সে। শোকে দুঃখে চুপচাপ থাকছিল। অবশেষে সে তার প্রিয় সুশান্তের কাছে চলে গেল। অভিনেতার দিদি নিজের সোশ্য়াল মিডিয়া হ্যান্ডলে শোকবার্তাটি শেয়ার করেছেন। প্রিয়ঙ্কা সিংহ, সুশান্ত সিংহ রাজপুতের দিদি, এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে অভিনেতার সঙ্গে ফাজের ছবি শেয়ার করেছেন। সঙ্গে লিখেছেন, 'ফাজ, তুমি তোমার বন্ধুর সঙ্গে স্বর্গে যোগ দিলে। তোমাদের অনুসরণ করব শীঘ্রই। ততক্ষণ পর্যন্ত হৃদয় ভাঙা থাকবে।'
So long Fudge! You joined your friend’s Heavenly territory… will follow soon! Till then… so heart broken 💔 pic.twitter.com/gtwqLoELYV
— Priyanka Singh (@withoutthemind) January 16, 2023">
আরও পড়ুন - Bollywood Celebrity Updates: 'বিগ বস'-এর ঘর থেকে বেরিয়ে ফের একসঙ্গে সাজিদ-আব্দু
প্রসঙ্গত, সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যু আজও মেনে নিতে পারেন না তাঁর অনুরাগীরা। তিনি যে আমাদের মধ্যে নেই, তা বিশ্বাস করা যায় না। দেখতে দেখতে কেটেও গিয়েছে প্রায় আড়াই বছর। জানা যায়, অভিনেতার মৃত্যুর পর মুম্বই থেকে ফাজকে পটনায় নিয়ে এসেছিলেন তাঁর বাবা। সুশান্তের মৃত্যুর পর থেকে মনমরা ছিল সে।
“If you remember me, then I don't care if everyone else forgets.”#mylove #Fudge 💫❤️
~ Kafka on the Shore#murakami pic.twitter.com/LZAURReLg7
">
২০২০ সালের ১৪ জুন প্রয়াত হল সুশান্ত সিংহ রাজপুত। অভিনেতার বান্দ্রার অ্যাপার্টমেন্ট থেকে উদ্ধার হয় তাঁর ঝুলন্ত দেহ। সুশান্তের মৃত্যুর কারণ নিয়ে তদন্ত চলছে এখনও। কিছুদিন আগেই যে হাসপাতালে অভিনেতার ময়নাতদন্ত হয়েছিল, সেখানকার এক মর্গকর্মীর বিস্পোরক সাক্ষাৎকার সামনে আসে। তাঁর দাবি, অভিনেতা দেহ দেখে তাঁর আত্মহত্যা মনে হয়নি। বরং মনে হয়েছিল যে, তাঁকে খুন করা হয়েছে।