এক্সপ্লোর
Advertisement
পটনার বাড়িতে রয়েছে সুশান্তর পোষা কুকুর 'ফাজ', ছবি শেয়ার করলেন প্রয়াত অভিনেতার দিদি
Sushant Singh Rajput Dog Photos| বলিউড অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের মৃত্য তাঁর অনুরাগী, পরিবার ও চলচ্চিত্র মহলকে শোকবিহ্বল করে তুলেছে। সুশান্তের আকস্মিক প্রয়াণের পর তাঁর পোষা কুকুর 'ফাজ'ও শোকে কাতর হয়ে উঠেছিল বলে খবর।
পটনা: বলিউড অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের মৃত্য তাঁর অনুরাগী, পরিবার ও চলচ্চিত্র মহলকে শোকবিহ্বল করে তুলেছে। সুশান্তের আকস্মিক প্রয়াণের পর তাঁর পোষা কুকুর 'ফাজ'ও শোকে কাতর হয়ে উঠেছিল বলে খবর। প্রভু এভাবে চলে যাওয়ায় সে একাকী হয়ে পড়েছিল। 'ফাজ'কে নিয়েও সুশান্তর অনুরাগীদের একাংশ উদ্বিগ্ন হয়ে উঠেছিলেন। কিন্তু মনখারাপের মধ্যে ভালো খবর। ফাজ এখন পটনায় সুশান্তর পরিবারের সঙ্গে রয়েছেন।
সুশান্তর দিদি শ্বেতা কীর্তি সিংহ ইনস্টাগ্রামে 'ফাজে'র একটা ছবি শেয়ার করেছেন। ছবিতে 'ফাজ'কে দেখা যাচ্ছে প্রয়াত অভিনেতার বাবা কেকে সিংহর সঙ্গে।
আর এই ছবি দেখে সুশান্ত অনুরাগীরা তাঁদের প্রতিক্রিয়া জানিয়েছেন।
সুশান্তর শেষ ছবি 'দিল বেচারা' গতকালই ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে। গত ১৪ জুন মুম্বইয়ের বান্দ্রায় নিজের বাসভবনে মৃত অবস্থায় পাওয়া যায়। মুম্বই পুলিশ এই ঘটনার তদন্ত করছে। অভিনেতা আত্মহত্যা করেছেন বলে জানানো হয়েছে। যদিও অভিনেতার অনুরাগীরা এই ঘটনায় সিবিআই তদন্তের দাবিকে সরব হয়েছেন। সুশান্তের মৃত্যুর ঘটনায় পুলিশ ৩৭ জনের বেশি ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করেছে।View this post on Instagram
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement