এক্সপ্লোর
'শ্বশুর যদি এই অবস্থায় আপনাদের দেখেন!' ঘনিষ্ঠ ছবি পোস্ট করে ট্রোলড রাজীব-চারু
সম্প্রতি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন সুস্মিতা সেনের ভাই রাজীব সেন ও চারু আসোপা। কোয়ারেন্টাইনে একসঙ্গে রয়েছেন তাঁরা। তাই তাঁরা বিভিন্ন মুহূর্তের ছবি শেয়ার করছেন সোশ্যাল মিডিয়ায়। কিন্তু অত্যন্ত ঘনিষ্ট মুহূর্তের কিছু ছবি পোস্ট করে অনুরাগীদের কটাক্ষের মুখে পড়লেন চারু ও রাজীব।
মুম্বই: লকডাউনের জেরে বাড়িতে বন্দি সাধারণ মানুষ থেকে তারকারা। সমস্ত মানুষের মধ্যে যোগাযোগের এখন একমাত্র মাধ্যম হল সোশ্যাল মিডিয়া। তাই সাধারণ মানুষ থেকে সেলেবরা, সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ছবি পোস্ট করছেন সবাই। তেমন করেই সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করেছিলেন চারু ও রাজীব।
সম্প্রতি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন সুস্মিতা সেনের ভাই রাজীব সেন ও চারু আসোপা। কোয়ারেন্টাইনে একসঙ্গে রয়েছেন তাঁরা। তাই তাঁরা বিভিন্ন মুহূর্তের ছবি শেয়ার করছেন সোশ্যাল মিডিয়ায়। কিন্তু অত্যন্ত ঘনিষ্ট মুহূর্তের কিছু ছবি পোস্ট করে অনুরাগীদের কটাক্ষের মুখে পড়লেন চারু ও রাজীব।
সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ঘনিষ্ঠ ছবি পোস্ট করেছেন তাঁরা। ছবিতে হালকা বেগুনি রঙের রাতপোশাক পড়েছেন। শার্ট ছাড়া রয়েছেন স্বামী রাজীব।
এই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার পরেই বিভিন্ন মন্তব্য করেন অনুরাগীরা। অনেকে বলেন, 'এত ঘনিষ্ঠ ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা উচিত না।' কেউ বলেন, 'এই ছবি যদি তাঁদের শ্বশুর বা অন্য গুরুজন দেখেন তবে কী প্রভাব পড়বে তাঁদের ওপর! এত দেখনাদারি করার কি প্রয়োজন!' কেউ বলেন, 'একটা ঘরে যান ও কিছুটা ভদ্রতা বজায় রাখুন!'
শেষ পর্যন্ত ছবির কমেন্ট বক্স অফ করে দেন রাজীব-চারু। চারু লেখেন, কোয়ারেন্টাইন উপভোগ করছেন তাঁরা। সবাইকে বাড়িতে থাকারও বার্তা দিয়েছেন তাঁরা। একই ছবি পোস্ট করেন রাজীবও। এছাড়াও কিছু মজার টিকটক ভিডিও পোস্ট করেছেন তাঁরা।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement