Swarnendu Shruti: শ্যুটিংয়ে ব্যস্ত স্বর্ণেন্দু, দূর থেকেই ভালোবাসার বার্তা শ্রুতির
সোশ্যাল মিডিয়ায় ভালোবাসার ছবির কোলাজ, ছোট্ট ভিডিও। 'ভ্যালেন্টাইন্স ডে'-তে সোশ্যাল মিডিয়ায় স্বর্ণেন্দু সমাদ্দারের (Swarnendu Samaddhar) সঙ্গে ছবি পোস্ট করলেন শ্রুতি দাস
কলকাতা: সোশ্যাল মিডিয়ায় ভালোবাসার ছবির কোলাজ, ছোট্ট ভিডিও। 'ভ্যালেন্টাইন্স ডে'-তে সোশ্যাল মিডিয়ায় স্বর্ণেন্দু সমাদ্দারের (Swarnendu Samaddhar) সঙ্গে ছবি পোস্ট করলেন শ্রুতি দাস (Shruti Das)। আপাতত শ্যুটিংয়ের কাজে শহরে নেই স্বর্ণেন্দু। আর তাই দূর থেকেই তাঁকে ভালোবাসায় ভরালেন শ্রুতি।
নতুন ধারাবাহিকের কাজে হাত দিয়েছেন স্বর্ণেন্দু। জি বাংলার নতুন ধারাবাহিক 'গৌরী এল'-তে পরিচালনা ও প্রযোজনা করছেন তিনি। আপাতত বীরভূমে ধারাবাহিকের শ্যুটিং চলছে। ভালোবাসার দিনে তাই শ্রুতির কাছে থাকতে পারেননি স্বর্ণেন্দু। সোশ্যাল মিডিয়ায় মিষ্টি রিল ভিডিও শেয়ার করে শ্রুতি লিখেছেন, 'শুভ ভালোবাসার দিন প্রিয়। আমি এখন তোমার থেকে ১৬০ কিলোমিটার দূরে আছি। আশা করি খুব তাড়াতাড়ি আমাদের দেখা হবে আর তোমায় আলিঙ্গন করব। ভালোবাসি স্বর্ণেন্দু।'
তিনি চিরকালই বিতর্কের কেন্দ্রে। গায়ের রঙ থেকে শুরু করে বয়সে অনেকটা বড় পরিচালকের সঙ্গে প্রেম, শ্রুতিকে নিয়ে সমালোচনার ঝড় উঠেছে বার বার। 'ত্রিনয়নী' ধারাবাহিকে অভিনয় করার সময়ই পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দারের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান শ্রুতি। ইন্ডাস্ট্রির অনেকে সেই সম্পর্কে খুশি হলেও, স্বর্ণেন্দু আর শ্রুতির বয়সের পার্থক্য় নিয়ে চরম কটাক্ষের মুখে পড়েন শ্রুতি। যদিও সেই সমস্ত ট্রোলিং-এর যোগ্য জবাব দেন নায়িকা। প্রেম নিয়ে কখনোই লুকোচুরি করেননি শ্রুতি। তাঁর সোশ্যাল মিডিয়া খুললেই ঝলমল করে ওঠে স্বর্ণেন্দুর সঙ্গে কাটানো তাঁর বিভিন্ন প্রেমের মুহূর্তের ছবি। অন্যদিকে শ্রুতির প্রেমের ছোঁয়া স্বর্ণেন্দুর প্রোফাইলেও। তাঁর রিলেসানশিপ স্টেটাসে লেখা, 'এনগেজডট'।
আরও পড়ুন: Rakhi Sawant: স্বামীর সঙ্গে বিচ্ছেদ? ভ্যালেন্টাইনস ডে-এর আগেই বড় সিদ্ধান্ত রাখী সবন্তের
সদ্য ইনস্টাগ্রামে একটি ছোট্ট রিল পোস্ট করেছিলেন শ্রুতি। সাদা কালো সেই ভিডিওতে দেখা যাচ্ছে, একটি দোলনায় বসে রয়েছেন শ্রুতি ও স্বর্ণেন্দু। কখনও শ্রুতি আদর করে মাথা রাখছেন স্বর্ণেন্দুর কাঁধে। আবার কখনও গাল টিপে খুনসুটি করছেন। ক্যাপশানে অভিনেত্রী লিখছেন, 'বয়স শুধুমাত্র একটা সংখ্যা। আমার সঙ্গীর বয়স প্রায় ৪০ আর তাতে আমি গর্বিত। ও কখনও আমার সবচেয়ে প্রিয় বন্ধু, কখনও শিক্ষক, কখনও প্রেমিক, কখনও স্বামী কখনও পথপ্রদর্শক আবার কখনও আমার সন্তানও। ও আমায় যেভাবে ভালোবাসে সেটাকে আমি ভালোবাসি। সমস্ত সমালোচনা, খারাপ মন্তব্য, মৃত্যুকামনা, কদর্য ভাষায় আক্রমণ, সবকিছু পেরিয়েও ওকে আমি ভালোবাসি। স্বর্ণেন্দু, একটা কথা মনে রেখো, আমি তোমায় ভালোবাসি।'