Swastika Mukherjee: শরীর সুস্থ রাখতে জিমে স্বস্তিকা, অনুপ্রেরণা দিলেন মীর!
Swastika Mukherjee Update: ছবির শেষে সব 'শ্রীমতী'দের আহ্বান জানিয়েছেন স্বস্তিকা। যদি অভিনেত্রীর সঙ্গে সময় কাটাতে চান তাহলে জিমে হাজির হতে হবে।
কলকাতা: আপাতত নিজের পরবর্তী ছবি 'শ্রীমতী'র প্রচারে ব্যস্ত অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee)। আর এমন ব্যস্ত শিডিউলে শরীর ঠিক রাখাও তো প্রয়োজন। ফলে নিয়মিত শরীরচর্চাও একান্ত প্রয়োজন। তাই জিমেই (Gym) ঘাম ঝরাচ্ছেন অভিনেত্রী। তবে এই কাজের অনুপ্রেরণা (inspiration) পেলেন কার থেকে? সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে লিখলেন তাও।
'হেলদি অ্যান্ড ফিট' স্বস্তিকা, অনুপ্রেরণা মীরের
আজ সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ জিমের ছবি পোস্ট করে অভিনেত্রী লেখেন, 'শ্রীমতী চট্টোপাধ্যায়ের থেকে অনুপ্রেরণা নিচ্ছি। আমি পরাজিত হই এবং রোজ আরও জোর করে চেষ্টা করি। রোগা হওয়ার জন্য নয়, তবে সুস্থ ও ফিট থাকার জন্য।' একইসঙ্গে মীরের নাম উল্লেখ করে অভিনেত্রী লেখেন, 'মীর খুব ফিট হয়ে গেছে। বড় অনুপ্রেরণা।'
ছবির শেষে সব 'শ্রীমতী'দের আহ্বান জানিয়েছেন স্বস্তিকা। যদি অভিনেত্রীর সঙ্গে সময় কাটাতে চান তাহলে জিমে হাজির হতে হবে।
View this post on Instagram
প্রসঙ্গত, বেশ কিছুদিন ধরেই টলিপাড়ায় কান পাতলে নানা গুঞ্জন শোনা যাচ্ছে। মীর-স্বস্তিকার সম্পর্ক নিয়ে গল্প নেহাত কম হচ্ছে না। তারই মাঝে স্বস্তিকার এই পোস্ট আলোচনায় যে ঘি ঢালল তা বলাই বাহুল্য।
আরও পড়ুন: Academy of Motion Picture: 'অ্যাকাডেমি অফ মোশন পিকচার'-এর সদস্য হওয়ার আমন্ত্রণ পেলেন কাজল-সূরিয়া
'শ্রীমতী' ছবির গল্প নিতান্ত সাদামাটা এক গৃহবধূর। সারাদিন সংসারের সমস্ত দায়িত্ব সামলান যিনি, তাঁর নিজেকে সামলানো হয় কি? একটা ছোট্ট পরিবার, সারাদিনের কাজ সামলে কি হারিয়ে যাচ্ছেন গৃহবধূরা? এই ছবির হাত ধরে প্রথমবার রুপোলি পর্দায় জুটি বাঁধছেন সোহম চক্রবর্তী (Soham Chakraborty) ও স্বস্তিকা মুখোপাধ্যায়।