Swastika Mukherjee: 'এখনও মনে হয় পাঞ্জাবি বানাতে দিই তোমার জন্য..', বাবার জন্মদিনে কলম ধরলেন স্বস্তিকা
Swastika Mukherjee on Santu Mukherjee: সোশ্যাল মিডিয়ায় বাবাকে জড়িয়ে ধরে একটি পুরনো ছবি শেয়ার করে নিয়েছেন স্বস্তিকা।

কলকাতা: তিনি চিরকালই ভীষণ বাবার কথা বলেন, ভীষণ মিস করেন বাবাকে। সোশ্যাল মিডিয়ায় হামেশাই তাঁর কথায়, তাঁর লেখায় ভেসে ওঠে বাবা আর মায়ের কথা। আর বাবার জন্মদিনে স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika MUkherjee) যেন ফের একবার ঘুরে দেখলেন স্মৃতির পাতাগুলোকে। যে স্মৃতির পাতার ছত্রে ছত্রে জড়িয়ে রয়েছে তাঁর বাবার কথা, মায়ের কথা। বাবা সন্তু মুখোপাধ্যায়ের জন্মদিনে, সোশ্যাল মিডিয়ায় মনখারাপ করা লেখা লিখলেন স্বস্তিকা।
সোশ্যাল মিডিয়ায় বাবাকে জড়িয়ে ধরে একটি পুরনো ছবি শেয়ার করে নিয়েছেন স্বস্তিকা। লিখেছেন, 'শুভ জন্মদিন বাবা। কোথায় আছো সে তো জানি না। কে আলমারি থেকে নতুন জামা বের করে জোর করে পরিয়ে দেবে তাও জানি না। আশা করি কেউ নিশ্চয়ই আছে, আমার মতন করে তোমায় আগলে রেখেছে। প্রতি বছরের মতন, এবারেও নতুন ফতুয়া-লুঙ্গি পোরো। খাদির দোকানে গেলে, গেরুয়া রং এর কোনও কাপড় দেখলেই মনে হয় তোমার জন্য একটা পাঞ্জাবি বানাতে দি, তারপরের মুহূর্তেই মনে পড়ে তুমি তো নেই।'
ছত্রে ছত্রে শুধুই মনখারাপের কথা। স্বস্তিকা আরও লিখছেন, তোমার আর মা এর না থাকাতে বাড়িতে খাওয়া দাওয়া, লোকজন এর আসা যাওয়া, আনন্দ উৎসব প্রায় উঠে গেছে বললেই চলে। ঠিক ওই গান টার মতন - 'এত আনন্দ আয়োজন সবই বৃথা তোমায় ছাড়া।' ১৩ ই জানুয়ারি- এই দিনটা আমার কাছে আজীবন “আমার বাবার জন্মদিন” হয়েই রয়ে যাবে। অবশ্য শুধু একটা দিন কেন? বাকি বছরের অজস্র দিনগুলো ও তোমাদের দুজনের দিন হয়েই রয়ে গেছে। জন্মদিন, বেড়াতে যাওয়ার দিন, অসুখ করার দিন, হাসপাতালে যাওয়ার দিন, সেখান থেকে ফেরার দিন, না ফেরার দিন এইসব।'
মেয়ে কাজের সূত্রে দূরে। বর্তমানে কলকাতায় একাই থাকেই স্বস্তিকা। আর সেই কারণেই হয়তো অভিনেত্রীর বারে বারে মনে পড়ে বাবা মায়ের কথা। আর বাবার জন্মদিনে সেই মনে পড়ার পাল্লাটা যেন আরও একটু বেশি ভারী। সোশ্যাল মিডিয়ায় স্বস্তিকার এই লেখা দেখে আবেগে ভেসেছেন অনেকেই।
View this post on Instagram
আরও পড়ুন: Rupam on Chandramauli: 'আমি মৃতদেহের মুখে তোকে দেখব না'.. চন্দ্রমৌলির প্রয়াণে হাহাকার রূপমের






















