এক্সপ্লোর
আত্মহত্যা তেলুগু টেলি অভিনেত্রীর, বয়ফ্রেন্ডের বিরুদ্ধে হয়রানির অভিযোগ পরিবারের
নিজের বাড়িতেই আত্মঘাতী হলেন তেলুগু টেলিভিশন অভিনেত্রী কোন্ডাপল্লি শ্রাবণী। পুলিশ বুধবার এ কথা জানিয়েছে। ২৬ বছরের শ্রাবণীকে মঙ্গলবার হায়দরাবাদের মধুরনগরে নিজের বাড়িতে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।
![আত্মহত্যা তেলুগু টেলি অভিনেত্রীর, বয়ফ্রেন্ডের বিরুদ্ধে হয়রানির অভিযোগ পরিবারের Telugu tv actress kondapalli sravani commits suicide family accuses boyfriend of harassment আত্মহত্যা তেলুগু টেলি অভিনেত্রীর, বয়ফ্রেন্ডের বিরুদ্ধে হয়রানির অভিযোগ পরিবারের](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/09/09231725/Untitled.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
হায়দরাবাদ: নিজের বাড়িতেই আত্মঘাতী হলেন তেলুগু টেলিভিশন অভিনেত্রী কোন্ডাপল্লি শ্রাবণী। পুলিশ বুধবার এ কথা জানিয়েছে। ২৬ বছরের শ্রাবণীকে মঙ্গলবার হায়দরাবাদের মধুরনগরে নিজের বাড়িতে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। পরিবারের সদস্যরা জানিয়েছেন, অভিনেত্রী নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেন। তাঁদের মনে হয়েছিল, শ্রাবণী হয়ত স্নান করতে ঢুকেছেন। কিন্তু দীর্ঘক্ষণ বেরিয়ে না আসায় তাঁরা দরজা ভেঙে শ্রাবণীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
এই ঘটনায় শ্রাবণীর পরিবারের অভিযোগ, তাঁর প্রাক্তন প্রেমিক দেবরাজ রেড্ডির নির্যাতনে অতিষ্ঠ হয়েই এই চরম পদক্ষেপ নিয়েছেন শ্রাবণী।
আরএস নগর সার্কেল ইন্সপেক্টর নরসিমা রেড্ডি বলেছেন, প্রাথমিক তদন্তে জানা গিয়েছে যে, কয়েকমাস আগে পুলিশের কাছে অভিযোগ দায়েরের পরও দেবরাজের সঙ্গে ঘোরাঘুরি নিয়ে শ্রাবণীর সঙ্গে তাঁর মা ও ভাইয়ের বচসা বাঁধে মঙ্গলবার রাতে। এরপরই অভিনেত্রী ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।
দেবরাজকে গ্রেফতার করতে পুলিশ অন্ধ্রপ্রদেশের কাকিনাডা শহরে একটি দল পাঠিয়েছে। সার্কেল ইন্সপেক্টর বলেছেন, শ্রাবণীর পরিবার দেবরাজের বিরুদ্ধে অভিযোগ করেছে। এজন্য তাঁকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হবে।
পুলিশ জানিয়েছে, গত জুনে শ্রাবণীর অভিযোগ দায়েরের পর দেবরাজকে গ্রেফতার করা হয়েছিল। অভিযোগ করা হয়েছিল যে, দেবরাজ শ্রাবণীকে বিয়ের জন্য জোরাজুরি করছিলেন।
পরিবারের সদস্যদের অভিযোগে, দেবরাজের বিরুদ্ধে অভিযোগ সত্ত্বেও পুলিশ ব্যবস্থা নেয়নি।কয়েকমাস আগে টিকটকের মাধ্যমে শ্রাবণীর সঙ্গে সম্পর্ক গড়ে উঠেছিল দেবরাজের। পরে দুজনের বন্ধুত্ব প্রেমে পরিণত হয়।
শ্রাবণীর পরিবারের অভিযোগ, টাকাপয়সার জন্য দেবরাজ শ্রাবণীকে হয়রান করতেন। এমনতি শ্রাবণীর ব্যক্তিগত ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করারও হুমকি দেওয়া হত। গুগল পে-র মাধ্যমে দেবরাজকে পরিবার একলক্ষ টাকা দিয়েছিল বলেও দাবি। কিন্তু এরপরও দেবরাজের হয়রানি বন্ধ হয়নি। এর বিরুদ্ধে গত ২২ জুন এসআর নগর থানায় অভিযোগ দায়ের করা হয়। পুলিশ অবশ্য জানিয়েছে, অভিযোগে ভিডিও ও ছবির উল্লেখ ছিল না।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
শিক্ষা
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)