The Eken: পাহাড় নয়, এবার একেনের অভিযান রাজস্থানে
The Eken News: আজ সোশ্যাল মিডিয়ায় এই ছবির ঘোষণা করেছেন অনির্বাণ। ডিসেম্বরে জয়সলমের এবং যোধপুরে শ্যুটিং হবে এই ছবির। আগের সব ছবির মতোই এই ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছে এসভিএভ
কলকাতা: এবার আর পাহাড় নয়, একেনবাবুর সফর এবার রাজস্থানের মরুভূমিতে। 'দ্য একেন'-এর (The Eken) পরে বড়পর্দায় দ্বিতীয়বার নতুন গল্প নিয়ে হাজির হবেন অনির্বাণ চক্রবর্তী (Anirban Chakraborty)। গল্পের নাম, দ্য একেন-রুদ্ধশ্বাস রাজস্থান (Ruddhoswash Rajasthan)।
জয়দীপ মুখোপাধ্যায়ের পরিচালনায় এই ছবিতে থাকছেন সুহোত্র মুখোপাধ্যায় (Suhotra Mukherjee), রজতাভ দত্ত (Rajatabha Dutta), রাজেশ শর্মা (Rajesh Sharma), সন্দীপ্তা সেন (Shandipta Sen), সুব্রত দত্ত (Subrata Dutta) ও অন্যান্যরা। ডিসেম্বর মাসে জয়সলমের এবং যোধপুরে ছবির শ্যুটিং হবে। ছবি মুক্তির দিন নিয়ে অবশ্য এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। সুজন দাশগুপ্তর (Sujon Dashgupta) উপন্যাসকে ফের একবার পর্দায় দেখার অপেক্ষায় উৎসুক দর্শকেরা।
আজ সোশ্যাল মিডিয়ায় এই ছবির ঘোষণা করেছেন অনির্বাণ। ডিসেম্বরে জয়সলমের এবং যোধপুরে শ্যুটিং হবে এই ছবির। আগের সব ছবির মতোই এই ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছে এসভিএভ (SVF)।
আরও পড়ুন: Sonali Chakraborty: চিরঘুমের দেশে অভিনেত্রী সোনালি চক্রবর্তী, স্ত্রীর মৃত্যুতে স্মৃতির শহরে শঙ্কর
View this post on Instagram