The Eken: 'দ্য একেন'-এ অনির্বাণের সঙ্গী পায়েল, দার্জিলিংয়ে জোরকদমে চলছে শ্যুটিং
'দ্য একেন'-এ অভিনয় করছেন পায়েল সরকার! সোশ্যাল মিডিয়ায় অনির্বাণ চক্রবর্তীর সঙ্গে ছবি পোস্ট করলেন অভিনেত্রী। ক্যাপশানে লেখেন, 'খুব তাড়াতাড়ি বড় পর্দায় আসছে দ্য একেন।'
![The Eken: 'দ্য একেন'-এ অনির্বাণের সঙ্গী পায়েল, দার্জিলিংয়ে জোরকদমে চলছে শ্যুটিং The Eken: Paayel Sarkar starts shooting of the film The Eken The Eken: 'দ্য একেন'-এ অনির্বাণের সঙ্গী পায়েল, দার্জিলিংয়ে জোরকদমে চলছে শ্যুটিং](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/01/0fa41bea4149447528a311e3ea72d8ad_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: 'দ্য একেন'-এ অভিনয় করছেন পায়েল সরকার (Paayel Sarkar)! সোশ্যাল মিডিয়ায় অনির্বাণ চক্রবর্তীর সঙ্গে ছবি পোস্ট করলেন অভিনেত্রী।
আজ সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেন পায়েল। ক্যাপশানে লেখেন, 'খুব তাড়াতাড়ি বড় পর্দায় আসছে দ্য একেন।' আপাতত দার্জিলিং-এ শ্যুটিং চলছে 'দ্য একেন'-এর। গত ২৮ তারিখ থেকেই দার্জিলিংয়ে আস্তানা গেড়েছে টিম 'দ্য একেন'। পাহাড়ের কোলে কেমন শ্যুটিং চলছে তা জানতে পর্দার একেনবাবু অর্থাৎ অনির্বাণ চক্রবর্তীর সঙ্গে যোগাযোগ করেছিল এবিপি লাইভ। অনির্বাণ বললেন, 'খুব মজা করে শ্যুটিং করছি। এখানে প্রচণ্ড ঠান্ডা। যদিও চিত্রনাট্য অনুযায়ী এখন শীতকালের দৃশ্যই শ্যুটিং হচ্ছে। ফলে শীতপোশাক ব্যবহার করতে পারছি। আমাদের আশেপাশে যে মানুষেরা থাকছেন তাঁদের গায়েও শীতপোশাক থাকছে। রাস্তায় শ্যুটিং হচ্ছে অনেক সময়। পরিবেশের সঙ্গে আমাদের বেশ মানিয়েই যাচ্ছে। তবে সন্ধেবেলা এখানে প্রচণ্ড ঠান্ডা। অন্ধকার নামলেই রাস্তাঘাট ফাঁকা হয়ে যাচ্ছে। ঠাণ্ডার প্রকোপে সাধারণ মানুষ সবাই ঘরের ভিতরে। আমাদের খুব চিন্তা ছিল সন্ধের দৃশ্যগুলো শ্যুটিং করব কী করে। সেইদিক থেকে প্রকৃতিই আমাদের ভীষণভাবে সাহায্য করছে। সবাই ঠান্ডার ভয়ে ঘরে আর আমরা ফাঁকা রাস্তায় দারুণ শ্যুটিং করছি।' কথা শেষ করে হেসে ফেললেন অনির্বাণ।
আরও পড়ুন: ফের প্রেমে পড়েছেন কার্তিক আরিয়ান, ভালোবাসার নাম জানিয়ে দিলেন ছবি
আপাতত দার্জিলিংয়ে ১৩ দিনের শ্যুটিং করার পরিকল্পনা রয়েছে টিম 'দ্য একেন'-এর। বাকি শ্যুটিং আবার অন্য জায়গায়। অনির্বাণ বলছেন, 'আমরা ভীষণ মজা করে শ্যুটিং করছি। তবে সারাদিনই কাজ চলছে। গল্প বা আড্ডার সময় পাওয়া যাচ্ছে না তেমন। রাতে ফিরে ক্লান্ত হয়ে হোটেলে শুয়ে পড়ছি। পরেরদিন খুব সকালে আবার কল টাইম থাকছে। তবে কাজ করতে গিয়ে খুব ভালো লাগছে।'
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)