The Kerala Story: দ্বিতীয় রবিবারে সর্বোচ্চ দৈনিক আয় 'দ্য কেরালা স্টোরি'র, দ্রুত ১৫০ কোটির ক্লাবে প্রবেশ?
Box Office Collection: ইতিমধ্যেই প্রেক্ষাগৃহে ১০ দিন পার করে ফেলেছে 'দ্য কেরালা স্টোরি'। ৯ দিনের মাথায় ১০০ কোটির গণ্ডিতে প্রবেশ করেছে এই ছবি। দ্বিতীয় রবিবার সবচেয়ে বেশি টাকার ব্যবসা করেছে ছবিটি।
নয়াদিল্লি: বিতর্ক যতই হোক, বক্স অফিসে (box office) 'দ্য কেরালা স্টোরি'র (The Kerala Story) সাফল্য থামানো একপ্রকার অসম্ভব। মুক্তির ৯ দিনের মাথায় এই ছবি ১০০ কোটির (100 crore club) গণ্ডি পার করেছে দেশের বাজারে। উল্লেখ্য বিষয় প্রথম রবিবারের তুলনায় দ্বিতীয় রবিবারে এই ছবি বেশি আয় করেছে। উল্লেখ্য এক দিনের নিরিখে এটি সর্বোচ্চ আয় এই ছবির।
'দ্য কেরালা স্টোরি'র বক্স অফিস আয়ের পরিমাণ কত?
ইতিমধ্যেই প্রেক্ষাগৃহে ১০ দিন পার করে ফেলেছে 'দ্য কেরালা স্টোরি'। ৯ দিনের মাথায় ১০০ কোটির গণ্ডিতে প্রবেশ করেছে এই ছবি। দ্বিতীয় রবিবার সবচেয়ে বেশি টাকার ব্যবসা করেছে ছবিটি। রবিবার এই ছবি মোট ২৩.৭৫ কোটি টাকা আয় করেছে যা এখনও পর্যন্ত একদিনের নিরিখে সবচেয়ে বেশি আয় ছবির। 'দ্য কেরালা স্টোরি' ১০ দিনের পর মোট ১৩৬ কোটি টাকা আয় করল। খুব শীঘ্রই এই ছবি ১৫০ কোটির ক্লাবে প্রবেশ করবে বলে মনে করছেন ট্রেড অ্যানালিস্টরা।
ছবিটি যদি ব্যবসার এই ধারা বজায় রাখতে পারে তাহলে খুব শীঘ্রই রণবীর কপূর ও শ্রদ্ধা কপূরের ছবি 'তু ঝুঠি ম্যায় মক্কার'কে টপকে যাবে। আপাতত রণবীর-শ্রদ্ধার ছবি এই বছরের দ্বিতীয় সর্বোচ্চ আয় করেছে। দেশে 'তু ঝুঠি ম্যায় মক্কার' ১৭৭ কোটি টাকার ব্যবসা করেছে।
View this post on Instagram
সূত্রের খবর, রবিবার বিতর্কিত 'দ্য কেরালা স্টোরি' হিন্দি ভাষার অঞ্চলে ৫৪.৬৮ শতাংশ বুকিং পেয়েছিল। দ্বিতীয় শনিবার হিন্দিভাষী অঞ্চলে এই ছবির টিকিট বুকিংয়ের পরিমাণ ছিল ৪৫.৬০ শতাংশ। 'পাঠান' ও 'তু ঝুঠি ম্যায় মক্কার' ছবির পর ২০২৩ সালের অন্যতম বড় হিট এই ছবি। 'দ্য কেরালা স্টোরি' ইতিমধ্যেই সলমন খানের 'কিসি কা ভাই কিসি কি জান' ছবির মোট আয়কে ছাড়িয়ে গেছে। সলমনের ছবি প্রেক্ষাগৃহে ১০৭.৭১ কোটি টাকার ব্যবসা করে দৌড় শেষ করেছে। এছাড়া তারকাদের নিয়ে তৈরি 'ভোলা' (৮২.০৪ কোটি), 'সেলফি' (১৬.৮৫ কোটি) ও 'শেহজাদা' (৩২.২০ কোটি)-র মতো ছবিকেও পিছনে ফেলেছে 'দ্য কেরালা স্টোরি'। তবে এখনও এই ছবি অপর বিতর্কিত ছবি বিবেক অগ্নিহোত্রীর 'দ্য কাশ্মীর ফাইলস'কে টক্কর দিতে পারেনি।
আরও পড়ুন: Lychee Benefits: ভিটামিন সি-তে ভরপুর লিচু, ভাল রাখে লিভার, সমাধান করে আরও অনেক সমস্যার
প্রসঙ্গত, পশ্চিমবঙ্গে এই ছবিকে নিষিদ্ধ ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী, তামিলনাড়ুর বেশ কিছু প্রেক্ষাগৃহে ছবির প্রদর্শনী বাতিল করে দেওয়া হয়েছে। অন্যদিকে হরিয়ানা, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড ও মধ্যপ্রদেশে এই ছবিকে করমুক্ত ঘোষণা করা হয়েছে।