The Kerala Story: বক্স অফিসে দুরন্ত 'দ্য কেরালা স্টোরি', এই সপ্তাহান্তেই ১০০ কোটির গণ্ডি পারের সম্ভাবনা
Box Office Collection: ট্রেড অ্যানালিস্ট ও ফিল্ম সমালোচক তরণ আদর্শের হিসেব অনুযায়ী, দ্বিতীয় সপ্তাহে এই ছবি প্রবেশ করেছে দুর্দান্তভাবে। মনে করা হচ্ছে আজ, শনিবারই এই ছবি ১০০ কোটির গণ্ডি পেরিয়ে যাবে।
নয়াদিল্লি: বক্স অফিসে দুরন্ত গতিতে চলছে 'দ্য কেরালা স্টোরি' (The Kerala Story)। খুব পরিষ্কার যে এত বিবিধ বিতর্ক কোনও নেতিবাচক প্রভাব ফেলতে পারেনি ছবির সাফল্যে। প্রথম সপ্তাহান্তের (first weekend) শেষেই ট্রেড অ্যানালিস্টরা (trade analyst) জানিয়েছিলেন, এই ব্যবসার ধারা বজায় থাকলে ক্রমেই ঊর্ধ্বমুখী ছবির ব্যবসা। দৃশ্যত হচ্ছেও তাই। এক সপ্তাহ পরেও অটল ছবির সাফল্য। যদিও দিনের হিসেব করলে সপ্তম ও অষ্টম দিনে ব্যবসার বিশেষ হেরফের হয়নি। তবে মনে করা হচ্ছে ১০০ কোটির গণ্ডি পার (100 Crore) হতে আর একদিনের অপেক্ষা।
অষ্টম দিনে কত টাকা আয় করল 'দ্য কেরালা স্টোরি'
ছবিটি মুক্তি পায় ৫ মে। ৮ দিন পর, দ্বিতীয় শুক্রবার, ১২ মে, এই ছবি দেশীয় বাজারে ১২.২৩ কোটি টাকার ব্যবসা করেছে। ফলে দেশে মোট আয়ের পরিমাণ দাঁড়িয়েছে ৯৩.৩৭ কোটি টাকায়। ইতিমধ্যেই দেশের বাইরেও মুক্তি পেয়েছে এই ছবি। দেশের বাইরে এই ছবি ১০৯.২৫ কোটি টাকা আয় করে ফেলেছে। প্রসঙ্গত, অপর একটি হিন্দি ছবি, বিদ্যুৎ জামওয়ালের 'আইবি ৭১' মুক্তি পেয়েছে। তা সত্ত্বেও ব্যবসায় উড়ান সুদীপ্ত সেনের ছবির।
ট্রেড অ্যানালিস্ট ও ফিল্ম সমালোচক তরণ আদর্শের হিসেব অনুযায়ী, দ্বিতীয় সপ্তাহে এই ছবি প্রবেশ করেছে দুর্দান্তভাবে। মনে করা হচ্ছে আজ, শনিবারই এই ছবি ১০০ কোটির গণ্ডি পেরিয়ে যাবে। এখনও পর্যন্ত মুক্তি প্রাপ্ত হিন্দি ছবির সর্বোচ্চ আয়ের নিরিখে দ্বিতীয় স্থানে পৌঁছতে চলেছে 'দ্য কেরালা স্টোরি'।
গোটা সপ্তাহের হিসেব খানিকটা এরকম, শুক্রবার ৮.০৫ কোটি টাকা, শনিবার ১১.০১ কোটি, রবিবার ১৬.৪৩ কোটি টাকা, সোমবার ১০.০৩ কোটি, মঙ্গলবার ১১.০৭ কোটি, বুধবার ১২.০১ কোটি, বৃহস্পতিবার ১২.৫৪ কোটির ব্যবসা করে এই ছবি।
View this post on Instagram
শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহাম অভিনীত 'পাঠান'-এর পর রণবীর কপূর ও শ্রদ্ধা কপূর অভিনীত 'তু ঝুঠি ম্যায় মক্কার', অজয় দেবগণ ও তব্বুর 'ভোলা', সলমন খান ও পূজা হেগড়ের 'কিসি কা ভাই কিসি কি জান' ছবির পর 'দ্য কেরালা স্টোরি' তৃতীয় বলিউড ছবি যা বিশ্বজুড়ে ব্যবসার নিরিখে ১০০ কোটি আয় করতে চলেছে।
পশ্চিমবঙ্গে এই ছবিকে নিষিদ্ধ ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী, তামিলনাড়ুর বেশ কিছু প্রেক্ষাগৃহে ছবির প্রদর্শনী বাতিল করে দেওয়া হয়েছে। অন্যদিকে হরিয়ানা, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড ও মধ্যপ্রদেশে এই ছবিকে করমুক্ত ঘোষণা করা হয়েছে।