এক্সপ্লোর
ইনি প্রিয়ঙ্কা চোপড়ার প্রাক্তন প্রেমিক, দেখতে ছিলেন হৃত্বিকের মতো, এখন কেমন দেখতে হয়েছেন দেখুন
মুম্বই: ৯ বছর আগে 'লভ স্টোরি ২০৫০'-র সৌজন্যে গ্ল্যামার জগতে আত্মপ্রকাশ অভিনেতা হরমন বাওয়েজার। তাঁকে নিয়ে প্রথম ছবিতেই মারাত্মক শোরগোল পড়ে গিয়েছিল। কারণ, তিনি দেখতে অনেকটা বলিউড অভিনেতা হৃত্বিক রোশনের মতো। দ্বিতীয়ত, হরমন এক সময় ছিলেন প্রিয়ঙ্কা চোপড়ার প্রাক্তন প্রেমিকও।
তবে ৯ বছর বাদে এখন তিনি কেমন দেখতে হয়েছেন দেখুন
সম্প্রতি তাঁকে মুম্বইয়ের বাইরে এক রেস্তোরাঁয় দেখা গিয়েছিল। ছবিতে ৩৬ বছরের অভিনেতার সঙ্গে ৯ বছর আগের তাঁর চেহারার কার্যত কোনও সাদৃশ্যই পাওয়া যায়নি। প্রথম ছবিতেই হরমনের প্রিয়ঙ্কার বিপরীতে আবির্ভাব ঘটেছিল। খুব অল্প সময়ের মধ্যেই দুজনের সম্পর্ক নিয়ে বলিউডে জোর চর্চা শুরুও হয়ে যায়। এরপর বিপাশার সঙ্গেও নাম জরিয়ে যায় হরমনের।
তবে সম্পর্ক ছাড়াও হরমনের হৃত্বিকের সঙ্গে চেহারার সাদৃশ্য এবং তাঁর স্টাইলে নাচার অসাধারণ ক্ষমতা সকলের নজরে এনে দিয়েছিল নবাগতকে। যদিও অভিনয়ের জগতে তেমন ছাপ ফেলতে পারেননি তিনি। 'ভিক্টরি' (২০০৯), 'হোয়াটস ইওর রাশি' (২০০৯),' ঢিশকিঁয়াও' (২০১৪), অভিনেতার একের পর এক ছবি মুখ থুবড়ে পড়ে বক্স অফিসে। মাঝে শোনা গিয়েছিল একটি অ্যাকশন থ্রিলারের হাত ধরে ফের তিনি ফিরবেন রুপোলি পর্দায়। তবে এখনও পর্যন্ত এবিষয়ে কোনও ঘোষণা শোনা যায়নি কোনও তরফে।welcome to the priyanka-harman fanpage???? my fav otp for so many years???????? • #priyankachopra #harmanbaweja #bollywood A post shared by Priyanka & Harman FC (@priyankaxharman) on
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
জেলার
জেলার
ক্রিকেট
Advertisement