TIKILAND: যদি ভাইরাসে পরিণত হয় সোশ্যাল মিডিয়ার জনপ্রিয় শব্দ 'ফোমো'? আসছে 'টিকিল্যান্ড'
'ফোমো' (FOMO)। নেটদুনিয়ায় অবাধ বিচরণ কিন্তু এই শব্দটির সঙ্গে পরিচিতি হয়নি এমন মানুষ কমই রয়েছেন। মজার ছলে আবিষ্কার করে ফেলা এই শব্দ যদি আস্ত একটা ভাইরাস হয়ে ঢুকে পড়ে শরীরে?
কলকাতা: 'ফোমো' (FOMO)। নেটদুনিয়ায় অবাধ বিচরণ কিন্তু এই শব্দটির সঙ্গে পরিচিতি হয়নি এমন মানুষ কমই রয়েছেন। 'ফিয়ার অফ মিসিং আউট' অর্থাৎ একটা দলে থেকেও কোনও কিছু না শোনা, না উপলদ্ধি করা বা না জানার ভয়কেই ছোট করে ফোমো বলতে পছন্দ করছে নেটদুনিয়া। কিন্তু মজার ছলে আবিষ্কার করে ফেলা এই শব্দ যদি আস্ত একটা ভাইরাস হয়ে ঢুকে পড়ে শরীরে? সেটা কী বর্তমান অতিমারি পরিস্থিতির মতোই ভয়ঙ্কর হয়ে উঠবে? এই প্রেক্ষাপটেই তৈরি হয়েছে অভিষেক চৌধুরীর নতুন ছবি 'টিকিল্যান্ড'।
মোজোপ্লেক্স অরিজিনালস-এর নতুন ছবি 'টিকিল্যান্ড'-এর ট্রেলার মুক্তি পেয়েছে ইতিমধ্যেই। কেফি মিডিয়া অ্যান্ড এন্টারটেনমেন্ট প্রাইভেট লিমিটেড প্রযোজিত এই ছবি প্রযোজনার দায়িত্বে রয়েছেন আকাংশা মঙ্গলানি। ছবির কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন দেবতনু (Devtanu), শুভমিতা মুখোপাধ্যায় (Suvosmita Mukherjee), ঋ সেন (Rii Sen), তরুণিমা চক্রবর্তী (Tarunima Chakraborty), যুধাজিৎ সরকার (Judhajit Sarkar) ও অন্যান্যরা।
ছবির ট্রেলারেই বেশ স্পষ্ট ছবির বিষয়বস্তু। ভার্চুয়াল দুনিয়ার নেশায় বুঁদ মানুষ ভুলতে বসেছে তাদের অস্তিত্ব, মানবিকতা। জীবন জোড়া যেন সোশ্যাল মিডিয়া। এই ছবি কিছুটা কল্পবিজ্ঞানের ধাঁচের। সেই ছোঁয়া দেখা গিয়েছে চারপাশের পরিবেশ থেকে শুরু করে সবার হাতে থাকা মোবাইল ফোনেও। সাধারণ মোবাইলের বদলে সবার হাতে দেওয়া হয়েছে একধরণের স্বচ্ছ, পাতলা গ্যাজেট।
ছবি নিয়ে পরিচালক অভিষেক বলছেন, 'গত ২ বছর থেকে আমি আর দেবতনু এই প্রোজেক্টটায় কাজ করছি। প্রথমে কথা ছিল, 'টিকিল্যান্ড' একটা স্বল্প দৈর্ঘ্যের ছবি হবে। এরপর এটিকে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তির জন্যই বানানো হয়। আমাদের এই কাজটা করার পথটা নেহাত সহজ ছিল। একাধিক প্রযোজকের সঙ্গে চিত্রনাট্য নিয়ে কথা বলেছি। অনেকেই ছবিটা করতে রাজি হননি। অবশেষে আকাংশা মঙ্গলানি ও তাঁর প্রযোজনা সংস্থা এই কাজটা করতে রাজি হয়।'
ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন দেবতনু। অভিনেতা বলছেন, 'এই কাজটা আমার হৃদয়ের খুব কাছের। এই ছবির চিত্রনাট্য ও সংলাপ এমনভাবে সাজানো হয়েছে যে দর্শকদের মন ছুঁয়ে যাবে খুব সহজেই। পর্দায় আমার চরিত্রের নাম সপ্তক। আমি আপ্রাণ চেষ্টা করেছি এই চরিত্রটাকে ফুটিয়ে তোলার। গত ২ বছর এই প্রোজেক্টে কাজ করছি। বাকি সিদ্ধান্ত দর্শকেরা নেবেন। আমি আমার অভিনয় দিতে তাঁদের চমকে দিতে চাই।'