Tiku Weds Sheru Trailer: বড়পর্দায় নয়, কঙ্গনা প্রযোজিত 'টিকু ওয়েডস শেরু' মুক্তি পাচ্ছে ওটিটিতে, প্রকাশ্যে ট্রেলার
Tiku Weds Sheru Trailer: এই ছবি প্রযোজনা করেছেন কঙ্গনা রানাউতের সংস্থা মণিকর্ণিকা ফিল্মস (Manikarnika Films)। এই ছবির গল্পের ওঠাপড়া হয় দুটি চরিত্রকে ঘিরে।
কলকাতা: মুক্তি পেল কঙ্গনা রানাউত (Kangana Ranaut) প্রযোজিত, নওয়াজুদ্দিন সিদ্দিকি (Nawazuddin Siddiqui) ও অভনীত কৌর (Avneet Kaur) 'টিকু ওয়েডস শেরু' (Tiku Weds Sheru)-র ট্রেলার। আর ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে হাজির ছিলেন কঙ্গনা, নওয়াজুদ্দিন,অভনীত সহ অন্যান্য কলাকুশলীরাও। সাই কবির শ্রীবাস্তব (Sai Kabir Srivastav) এই ছবি মুক্তি পাবে ২৩ জুন। তবে বড়পর্দায় নয়, অ্যামাজন প্রাইম (Amazon Prime) ভিডিওতে।
এই ছবি প্রযোজনা করেছেন কঙ্গনা রানাউতের সংস্থা মণিকর্ণিকা ফিল্মস (Manikarnika Films)। এই ছবির গল্পের ওঠাপড়া হয় দুটি চরিত্রকে ঘিরে। একজন জুনিয়র আর্টিস্ট ও একজন অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখে এমন মেয়ে। মুম্বইতে দুজনের লড়াই করছে দুজনের স্বপ্নকে খুঁজে পেতে। সেই সূত্রেই আলাপ আর তারপরে বিয়ে! কিন্তু এই জুটির মধ্যে কী হবে? প্রেম নাকি মজায় মোড়ানো সমীকরণ.. কী হবে তাঁদের সমীকরণ, সেই গল্প বলবে 'টিকু ওয়েডস শেরু'।
এই ছবির শ্যুটিং শেষ করে কঙ্গনা সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, 'ভগবানের আশীর্বাদে আমরা মণিকর্ণিকা ফিল্মস প্রাইভেট লিমিটেড-এর প্রথম কাজ 'টিকু ওয়েডস শেরু' ছবির শ্যুটিং শেষ করতে পারলাম। এতজন মানুষের সঙ্গে কাজ করা সত্যিই একটা স্মরণীয় ব্যাপার। এই কাজটার সঙ্গে যুক্ত সবাইকে আমি ধন্যবাদ জানাতে চাই। এই কাজটার অংশ হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি আর প্রত্যেকে যেভাবে খেটেছেন এই কাজটার জন্য সেটা আমায় আবেগতাড়িত করছে। সবাইকে আবারও অনেক ধন্যবাদ। এবার মানুষের সামনে খুব তাড়াতাড়ি নিয়ে আসব এই ছবিকে। খুব তাড়াতাড়ি প্রেক্ষাগৃহে আসছে 'টিকু ওয়েডস শেরু'।
তবে প্রেক্ষাগৃহে মুক্তি পেল না এই ছবি। অ্যামাজন প্রাইমে মুক্তি পাচ্ছে এই ছবি। সোশ্যাল মিডিয়ায় আজ ট্রেলার শেয়ার করে নিয়েছেন প্রযোজক কঙ্গনা নিজেও। আজ ট্রেলার লঞ্চে কালো পোশাকে হাজির হয়েছিলেন কঙ্গনা। অফ হোয়াইট ও হালকা বাদামি ব্লেজারে পরেছিলেন নওয়াজ। অফ সোলডার লাল বডি হাগিং গাউন পরেছিলেন নায়িকা অভনীত।
আরও পড়ুন: Health News : ডায়াবেটিস ও প্রি-ডায়াবেটিসের মধ্যে পার্থক্য কী ? প্রতিরোধের উপায় কী ?
আরও পড়ুন: Benefits of Peanuts: ক্য়ান্সার প্রতিরোধ করতে বিশেষভাবে উপকারী বাদাম, কখন খাবেন?
View this post on Instagram