Ujaan Ganguly: ২০১০-এর শীতের ছেলেবেলা 'আটকে' রাখার চেষ্টায় ২৪ বছর বয়সী উজান
Ujaan Ganguly Post: সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেন উজান গঙ্গোপাধ্যায়। আঁকার খাতার পাতা। তাতে কালো রঙের সারমেয়র ছবি আঁকা। নিজেই জানালেন ছবিটি যখন এঁকেছিলেন তখন তাঁর বয়স ছিল ১২।
কলকাতা: ছোট্ট ড্রয়িং খাতা, জলরং, ১২ বছরের বালকের তুলির টানে সাদা পাতায় রূপ পেয়েছিল 'কালি'। নিজের সোশ্যাল মিডিয়ায় (Social Media) হ্যান্ডলে আঁকার খাতার একটি বিশেষ পাতার ছবি পোস্ট করলেন টলিউডের (Tollywood) 'লক্ষ্মী ছেলে' উজান গঙ্গোপাধ্যায় (Ujaan Ganguly)। সঙ্গে নিজের ছোটবেলার একটি ছবি। সেই সঙ্গে বড় ক্যাপশন।
১২ বছরের উজানের কল্পনায় 'কালি'
সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেন উজান গঙ্গোপাধ্যায়। আঁকার খাতার পাতা। তাতে কালো রঙের সারমেয়র ছবি আঁকা। নিজেই জানালেন ছবিটি যখন এঁকেছিলেন তখন তাঁর বয়স ছিল ১২। ফোন না থাকায়, ছিল না এঁকেই ছবি তুলে পোস্ট করার তাগিদ। বরং ছিল, 'শুধু পৌষ মাসের পড়ন্ত রোদে ব্যাডমিন্টন, অসময়ে শুরু করা হোমওয়ার্ক সময়ে শেষ করা, আর সুপুরি গাছের ঝিমুনি দেখতে দেখতে জলরং দিয়ে ছোট্ট ড্রয়িং খাতায় হারিয়ে যাওয়া'।
পোস্টের দ্বিতীয় ভাগে কালির পরিচয় দিয়েছেন উজান। কালি তাঁদের গড়িয়ার কানুনগো পার্কের সারমেয়। অভিনেতা লিখছেন, '২০০০-২০১০, গড়িয়ার কানুনগো পার্ক পাড়ায় বড় হওয়া মানে বাড়ি ফেরার সময় কালিকে দেখা। কালি কিন্তু কালো ছিল না। সাদাও ছিল, খয়েরিও ছিল। ব্যক্তিত্বও ছিল রঙিন। শোনা যেত যে পাড়ার সব কুকুরই তার বংশধর, তাই রোলের দোকান থেকে খাবার আদায় করার মুহূর্ত গুলো ছাড়া বেশ সম্ভ্রান্ত ছিলেন তিনি। লোকের আদর খাওয়ার আগে দশ বার ভাবতেন। তাই, আমাদের পাড়ার চার পায়ের এই রানীর ছবি আঁকতে বাধ্য হয়েছিল তাঁর গুণমুগ্ধ শিশু-ভক্ত।'
View this post on Instagram
সময়ের সঙ্গে গঙ্গোপাধ্যায় পরিবারের ঠিকানা বদল ঘটেছে। তাঁরা আর ওই পাড়ায় থাকেন না। কালের নিয়মে পৃথিবী ছেড়ে গেছে কালিও। কিন্তু পোস্ট পড়ে বোঝাই যাচ্ছে, কালির 'শিশু-ভক্ত' আজও তার কথা মনে করেন। তাই তো ২০১০ সালের ছেলেবেলার শীতের ক্লান্ত দুপুর এভাবেই সোশ্যাল মিডিয়া পেজে ধরে রাখলেন উজান।
আরও পড়ুন: Tunisha Sharma Death Case: হাসপাতালে ভর্তি শিজান খানের দিদি, 'আমাদের দোষ কী?' প্রশ্ন অভিনেতার মায়ের