Besharam Rang: 'বেশরম রং' গানে রিল! নেট দুনিয়ায় ঝড় তুললেন দেবলীনা দত্ত
Debleena Dutt: বলিউড থেকে টলিউড তারকারা এই গানে রিল বানাতে শুরু করেছেন 'বেশরম রং' গানে। এবার টলিউড অভিনেত্রী দেবলীনা দত্তকে দেখা গেল 'বেশরম রং' গানে ভিডিও করতে।
কলকাতা: নেট দুনিয়ায় ঝড় তুলেছে শাহরুখ খান (Shah Rukh Khan) ও দীপিকা পাড়ুকোনের (Deepika Padukone) 'পাঠান' (Pathaan) ছবির প্রথম গান 'বেশরম রং' (Besharam Rang)। শুধু ঝড়ই তোলেনি, তার সঙ্গে বিতর্কও তৈরি হয়েছে গানটি নিয়ে। তার পাশাপাশি বলিউড থেকে টলিউড তারকারা এই গানে রিল বানাতে শুরু করেছেন। এবার টলিউড অভিনেত্রী দেবলীনা দত্তকে দেখা গেল 'বেশরম রং' গানে ভিডিও করতে।
'বেশরম রং' গানে দেবলীনার রিল ভিডিও-
এদিন টলিউড অভিনেত্রী দেবলীনা দত্ত তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি ভিডিও শেয়ার করেছেন। ভিডিওতে দেখা যাচ্ছে স্যুইমিং পুলে নাচে মগ্ন তিনি। ভিডিওর ব্যাকগ্রাউন্ডে চলছে 'পাঠান' ছবির 'বেশরম রং' গানটি। ভিডিও পোস্ট করার সঙ্গে সঙ্গে নেট দুনিয়ায় কমেন্টে ভরিয়েছেন নেটিজেনরা। কেউ এই গানে দেবলীনার নাচের প্রশংসা করেছেন। কেউ আবার তাঁকে মৎস্যকন্যার সঙ্গে তুলনা করেছেন।
">
">
আরও পড়ুন - Top Entertainment News Today: হলি-বলি-টলি, একনজরে আজকের সেরা বিনোদনের খবরগুলি