Tollywood Celebrities Update: 'প্রকৃতির মাঝে' প্রেম যাপন, ভিডিও পোস্ট গৌরব-ঋদ্ধিমার
Tollywood Celebrities Update: ঘুরতে যেতে যে খুব ভালবাসেন এই তারকা জুটি তা তাঁদের পোস্ট দেখেই বেশ বোঝা যায়। কাজ থেকে ছুটি পেলেই কোথাও বেড়িয়ে আসেন গৌরব ও ঋদ্ধিমা। পোস্ট করেন অজস্র ছবি।
কলকাতা: ফের সোশ্যাল মিডিয়ায় রোম্যান্টিক ভিডিও পোস্ট করলেন তারকা জুটি গৌরব চক্রবর্তী ও ঋদ্ধিমা ঘোষ (Gaurav Chakrabarty and Ridhima Ghosh)। বাংলা ছবি ও ধারাবাহিকের অন্যতম জনপ্রিয় দুই অভিনেতা গৌরব ও ঋদ্ধিমা। সোশ্যাল মিডিয়ায়ও বেশ সক্রিয় এই দম্পতি। জন্মদিন হোক বা বিবাহ বার্ষিকী, বা প্রেমের বর্ষপূর্তি উদযাপন, সোশ্যাল মিডিয়ায় তাঁদের রোম্যান্টিক পোস্ট আসবেই।
তেমনই একটি ভিডিও নিজেদের সোশ্যাল হ্যান্ডলে পোস্ট করলেন দম্পতি। গাছের ফাঁক দিয়ে ক্যামেরা গিয়ে ধরছে দম্পতিকে। একে অন্যের সঙ্গে আড্ডা-মশকরায় ব্যস্ত তাঁরা। পাহাড়ের কোলে, এক বাড়ির ছাদে, সোনা রোদ মেখে আদুরে আড্ডায় গৌরব-ঋদ্ধিমা। ব্যাকগ্রাউন্ডে সেই চিরন্তন প্রেমের সুর, 'সাথিয়া' (Saathiya)।
View this post on Instagram
ঘুরতে যেতে যে খুব ভালবাসেন এই তারকা জুটি তা তাঁদের পোস্ট দেখেই বেশ বোঝা যায়। কাজ থেকে ছুটি পেলেই কোথাও বেড়িয়ে আসেন গৌরব ও ঋদ্ধিমা। পোস্ট করেন অজস্র ছবি। তেমনই সম্প্রতি তাঁরা 'ভেকেশন'-এ গিয়েছিলেন মুসৌরিতে। সেখানেই তৈরি করা হয় এই ভিডিও। পোস্ট করলেন আজ। সঙ্গে কোলাজ করে লাগালেন পাহাড়ের ছবিও। ক্যাপশনে লিখলেন, 'প্রকৃতির মাঝে আমরা আনন্দ খুঁজে পাই।'
আরও পড়ুন: Anindya Chatterjee: 'আমি কখনও নিখুঁত হওয়ার ভান করিনি,' জীবনকে খোলা চিঠি অনিন্দ্য চট্টোপাধ্যায়ের