Tollywood Film: প্রথমবার বড়পর্দায় একসঙ্গে নীল-তৃণা, মুখ্যভূমিকায় পরাণ বন্দ্যোপাধ্যায়
Neel-Trina: এই ছবির গল্প আবর্তিত হবে একটি অনাথ আশ্রমকে ঘিরে। সেই আশ্রমের নামই তিলোত্তমা। এই আশ্রমটি চালান পরাণ বন্দ্যোপাধ্যায়।
কলকাতা: প্রথম বড়পর্দায় একসঙ্গে দেখা যাবে নীল ভট্টাচার্য্য (Neel Bhattacharyya) ও তৃণা সাহা (Trina Saha)-কে। তবে, নতুন এই ছবিতে জুটি বাঁধছেন না তাঁরা। পরিচালক সৌম্যজিৎ আদকের নতুন ছবি 'তিলোত্তমা'-য় থাকছেন পরাণ বন্দ্যোপাধ্যায় (Paran Banerjee), ও ঋতব্রত মুখোপাধ্যায় (Ritobroto Mukherjee)।
এই ছবির গল্প আবর্তিত হবে একটি অনাথ আশ্রমকে ঘিরে। সেই আশ্রমের নামই তিলোত্তমা। এই আশ্রমটি চালান পরাণ বন্দ্যোপাধ্যায়। তিনি শুধু এই আশ্রমটি চালান না, শিশুদের শিক্ষাও দেন। ছবিতে একজন সিঙ্গল মাদারের ভূমিকায় দেখা যাবে তৃণাকে। অন্যদিকে একজন সঙ্গীতশিল্পীর ভূমিকায় দেখা যাবে ঋতব্রতকে।
এই ছবিতে ঋতব্রতকে দেখা যাবে একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্টের ভূমিকায়। অন্যদিকে তাঁর প্রেমিকা রাই একজন কস্টিউম ডিজাইনার। এই অভিনেতা অভিনেত্রী ছাড়াও এই ছবিতে রয়েছেন, রজত গঙ্গোপাধ্যায়, পূষণ দাশগুপ্ত, পূজা সরকার ও অন্যান্যরা। এই সমস্ত চরিত্ররা ও তাঁদের জীবন জড়িয়ে যায় একে অপরের সঙ্গে। তাঁদের সবাইকে কীভাবে জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনবেন আশ্রমের শ্যামাপদবাবু ওরফে পরাণ বন্দ্যোপাধ্যায়... সেটা নিয়েই আবর্তিত হবে ছবির গল্প।
সদ্য জন্মদিন গিয়েছে নীলের। সেইদিনই ঘোষণা করা হয়েছিল নীলের আরও এক নতুন ছবির। এই ছবির পরিচালনার দায়িত্বে থাকছেন পরিচালক নীলাঞ্জন মুখোপাধ্যায় (Nilanjan Mukherjee)। ছবির নাম 'গুডবাই ভেনিস' (Goodbye Venice)। মুখ্যচরিত্রে দেখা যাবে, সৌরভ দাস (Sourav Das), দর্শনা বণিক (Darshana Bonik), নীল ভট্টাচার্য্য (Neel Bhattacharyya) ও দিব্যাশা দাস (Dibyasha Das)-কে।
কলেজের পর সময়ের স্বাভাবিক নিয়মে ছাড়াছাড়ি হয়ে যায় পাঁচ বন্ধুর। এর বহুদিন পর আবার মিলিত হন তাঁরা। একটি রোড ট্রিপের (Road Trip) জন্য একত্রিত হন তাঁরা এবং সেই রোড ট্রিপের শেষে কী হয় তাই নিয়েই এই গল্প। বন্ধুত্ব, সম্পর্কের টানাপোড়েন আর প্রেমের গল্প বলবে এই ছবি। এখনও চূড়ান্ত হয়নি ছবি মুক্তির দিন। ছবির সিনেমাটোগ্রাফির দায়িত্বে আছেন অর্ণব লাহা। ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্বে আছেন সৌম্য ঋত (Soumya Riit)। ছবিটি প্রযোজনা করছেন 'কুইনটেলস স্টুডিও' এবং কার্যনির্বাহী প্রযোজনা করছে 'সিনেনিক স্টুডিও'।
অন্যদিকে, ইতিমধ্যেই একাধিক ছবি ও ওয়েব সিরিজে কাজ করে ফেলেছেন তৃণা। কিছুদিন আগেই শেষ হয়েছে তৃণার ধারাবাহিক বাড়িঝড়। নীল রয়েছেন ধারাবাহিক 'বাংলা মিডিয়াম'-এর মুখ্যচরিত্রে।
View this post on Instagram