Toolsidas Junior trailer: প্রকাশ্যে 'তুলসীদাস জুনিয়র' ছবির ট্রেলার, চমক দিলেন সঞ্জয় দত্ত-রাজীব কপূর
ছবির ট্রেলার দেখে এক অনুরাগী কমেন্টে লিখেছেন, 'ছবিটি পরিবারের সঙ্গে বসে দেখার মতো। এর সঙ্গে এই ছবি প্রেরণা দেবে আমাদের। ছবির বিষয়বস্তু ট্রেলার দেখেই বেশ ভালো লাগল। দেখার অপেক্ষায় থাকলাম।'
মুম্বই: গতকালই মুক্তির দিন ঘোষণা হয়েছিল 'তুলসীদাস জুনিয়র' (Toolsidas Junior) ছবির। আগামী ৪ মার্চ সিনেমা হলে মুক্তি পাবে এই ছবি। বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত (Sanjay Dutt) এবং প্রয়াত অভিনেতা রাজীব কপূরকে (Rajiv Kapoor) দেখা যাবে এই ছবিতে। সঙ্গে বরুণ বুদ্ধদেব। আজ এই ছবির ট্রেলার মুক্তি পেল। ট্রেলারে বিশেষভাবে চমক দিলেন সঞ্জয় দত্ত এবং রাজীব কপূর। নেট দুনিয়ায় ছবির ট্রেলার মুক্তি পেতেই দর্শকের সংখ্যা চোখে পড়ার মতো। মাত্র কয়েক ঘণ্টাতেই প্রায় ১০ লক্ষ ভিউ হয়ে গিয়েছে ইতিমধ্যেই।
'তুলসীদাস জুনিয়র' ছবির ট্রেলার মুক্তি পেতেই অনুরাগীরা কমেন্টে তাঁদের প্রতিক্রিয়া দিয়েছেন। এক অনুরাগী কমেন্টে লিখেছেন, 'ছবিটি পরিবারের সঙ্গে বসে দেখার মতো। এর সঙ্গে এই ছবি প্রেরণা দেবে আমাদের। ছবির বিষয়বস্তু ট্রেলার দেখেই বেশ ভালো লাগল। দেখার অপেক্ষায় থাকলাম।' আরও এক নেট নাগরিক লিখেছেন, 'কী অসাধারণ ছবির ট্রেলার দেখলাম। দীর্ঘদিন পর এমন একটা ট্রেলার দেখলাম, যা পরিবারের সকলের সঙ্গে বসে দেখতে পারলাম। আপনিও আপনার পরিবারের সকলের সঙ্গে বসে দেখুন। কোনও সংশয় নেই ছবিটি দেখার জন্য দর্শক কতটা উত্তেজিত।' 'অসাধারণ ট্রেলার' বলে কমেন্ট করেছএন বহু মানুষ। সঞ্জয় দত্তের পাশাপাশি প্রয়াত অভিনেতা রাজীব কপূরের প্রশংসায় ভরিয়ে দিয়েছেন নেট নাগরিকরা।
আরও পড়ুন - Farhan Shibani Wedding: কবে শিবানী ডান্ডেকরের সঙ্গে সম্পর্ক শুরু হয় ফারহান আখতারের?
গতকাল নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ 'তুলসীদাস জুনিয়র' ছবির মুক্তির দিন ঘোষণা করে লেখেন, 'সঞ্জয় দত্ত, রাজীব কপূর, আশুতোষ গোয়াড়িকর, ভূষণ কুমার অবশেষে তাঁদের ছবির মুক্তির দিন নির্ধারিত করলেন। 'তুলসীদাস জুনিয়র'। স্পোর্টস ড্রামা এই ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে সঞ্জয় দত্ত, রাজীব কপূর এবং বরুণ বুদ্ধদেবকে। পরিচালক মৃদুলের এই ছবি মুক্তি পাবে আগামী ৪ মার্চ তারিখে। 'তুলসীদাস জুনিয়র' ছবিটি প্রযোজনা করেছেন ভূষণ কুমার, কৃষ্ণ কুমার, আশুতোষ গোয়াড়িকর এবং সুনীতা গোয়ারিকর।' প্রসঙ্গত, কিংবদন্তি শিল্পী রাজ কপূরের ছোট ছেলে রাজীব কপূর প্রয়াত হন ২০২১ সালের ৯ জানুয়ারি। জানা যায়, হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন তিনি।