Top Entertainment News: ভাইরাল রাঘব-পরিণীতির বিয়ের আমন্ত্রণ পত্র, 'পাঠান'-কে টেক্কা দিচ্ছে 'জওয়ান'?খোঁজ নিল এবিপি লাইভ, বিনোদনের সারাদিন
Today Top Entertainment: চলতি মাসেই বিয়ে রাঘব-পরিণীতির, সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল আমন্ত্রণ পত্র, অন্যদিকে কলকাতা থেকে শুরু করে অন্যান্য শহর.. 'পাঠান'-কে টেক্কা দিচ্ছে 'জওয়ান'? খোঁজ নিল এবিপি লাইভ।
কলকাতা: কলকাতায় প্রথম দিনের প্রথম শো ছিল ভোর ৫টায়। সকাল থেকে মুষলধারে বৃষ্টি আর আকাশের মুখ ভার। তবে তাতে কী টলল 'জওয়ান' ঝড়? ভিড়ে ছবিটা বলে দিচ্ছে, একটুও না। সকাল ৫টা থেকে শুরু করে শহরের একাধিক প্রেক্ষাগৃহে ভিড় জমাচ্ছেন দর্শকেরা। শুধু কলকাতা কেন, গোটা দেশের ছবিটা প্রায় একই রকম। 'এক্স' অ্যাকাউন্টে প্রত্যেকেই শেয়ার করে নিচ্ছেন 'জওয়ান' দেখা অভিজ্ঞতা। 'পাঠান' (Pathaan) -কেও কি টেক্কা দিল 'জওয়ান' (Jawan)? শাহরুখ খানের (Shah Rukh Khan)-এর নতুন ছবি নিয়ে, কী বলছেন দর্শকেরা? কলকাতা থেকে শুরু করে দিল্লি... বিভিন্ন শহরের প্রেক্ষাগৃহ ঘুর দেখল এবিপি লাইভ (ABP Live)।
অন্য়দিকে, চলতি মাসেই সাত পাকে বাঁধা পড়তে চলেছেন পরিণীতি চোপড়া (Parineeti Chopra) ও রাঘব চড্ডা (Raghav Chaddha)। এই খবরেই আপাতত মজে টিনসেল টাউন। শোনা যাচ্ছে, রাজস্থানের এক বিলাসবহুল প্যালেসে নাকি সাত পাকে বাঁধা পড়বেন এই তারকা জুটি। ওবেরয় উদয়ভিলার লীলা প্যালেসে সেপ্টেম্বর মাসেরই ২৩ ও ২৪ তারিখে আয়োজিত হবে এই বিবাহ অনুষ্ঠান। আর এবার সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল হল এই ডুয়োর বিয়ের আমন্ত্রণ কার্ড।
আরও পড়ুন...
'জওয়ান'-জন্য় কিং খানের পারিশ্রমিক ছিল ১০০ কোটি, কত টাকা পেয়েছেন বাকি তারকারা?
এর পাশাপাশি, ফের একবার মহিষাসুরমর্দিনীর (Mahalaya) বেশে দেখা যাবে কোয়েল মল্লিক (Koel Mallick)-কে। মহালয়ার ভোরে ছোটপর্দায় মা দুর্গার বেশে ফের দর্শকদের মুগ্ধ করবেন টলিউডের অন্যতম জনপ্রিয় নায়িকা। আজ চ্যানেলের তরফ থেকে প্রকাশ্যে এসেছে নায়িকার লুক। এই অনুষ্ঠানটি প্রযোজনা করছেন সুরিন্দর ফিল্মস। (Durga Puja 2023)
এছাড়াও দর্শকরা জানেন ইতিমধ্য়েই ওয়েলকাম ৩' (Welcome 3) নিয়েও চড়ছে উন্মাদনার পারদ। এই ছবিতে জ্যাকলিন ফার্নান্ডেজ, দিশা পাটনি, আর্শদ ওয়ারসি ও সঞ্জয় দত্তের মতো অভিনেতারা রয়েছেন। 'ওয়েলকাম' ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবির নাম 'ওয়েলকাম টু দ্য জাঙ্গল' (Welcome To The Jungle)। ২০২৪ সালের বড়দিনের মরশুমে প্রেক্ষাগৃহে হাজির হবে এই ছবি। আর এবার এই ছবি নিয়ে প্রকাশ্য়ে এল নতুন খবর। জানা যাচ্ছে আগামী ৯ সেপ্টেম্বর, অক্ষয় কুমারের (Akshay Kumar) জন্মদিনে এই ছবির আনুষ্ঠানিক ঘোষণা করবে ছবির টিম।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন