Top Entertainment News: সমীরের কেসে শাহরুখ-আরিয়ানের হতে পারে বয়ান রেকর্ড, হানি সিং পেলেন খুনের হুমকি, বিনোদনের সারাদিন
Top Entertainment Update: দিনভর বিনোদন দুনিয়ায় নজর কাড়ল কোন কোন খবর? দেখে নিন বিনোদনের সারাদিন
কলকাতা: প্রাক্তন মুম্বই জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ে (Sameer Wankhede)-কে নিয়ে মামলায় নতুন মোড়। শাহরুখ খান (Shah Rukh Khan) ও তাঁর পুত্র আরিয়ান খান (Aryaan Khan)-এর বয়ান রেকর্ড করতে চায় সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেসনের (Central Bureau of Investigation) তদন্তকারী দল। এবার মৃত্যুর হুমকি পেলেন ব়্যাপার হানি সিং (Yo Yo Honey Singh)। অভিযোগ, গ্যাংস্টার গোল্ডি ব্রার (Goldy Brar)- থেকে হুমকি পেয়েছেন তিনি। শোনা যাচ্ছে, আপাতত নাকি কানাডায় গা ঢাকা দিয়েছেন এই গোল্ডি ব্রার। হানি সিং নাকি একটি ভয়েজ মেসেজের মাধ্যমে খুনের হুমকি পেয়েছেন। এই ঘটনায় দিল্লি পুলিশের বিশেষ সেলে অভিযোগ জানিয়েছেন হানি সিং। দিনভর বিনোদন দুনিয়ায় নজর কাড়ল কোন কোন খবর? দেখে নিন বিনোদনের সারাদিন
বলিউডি ঘরানাকেই মনে করাল 'শুন সজনী'
সদ্য মুক্তি পেয়েছে কিয়ারা আডবাণী (Kiara Advani) আর কার্তিক আরিয়ান (Kartik Aryaan) অভিনীত 'সত্যপ্রেম কি কথা' (Satyaprem Ki Katha)-র নতুন গান। নতুন গান 'শুন সজনী' (Sun Sajni) মূলত গরবা থিমের ওপর তৈরি একটি গান, যার তালে পা মেলাতে দেখা গিয়েছে নায়ক নায়িকাকে। ছবির নায়িকা অর্থাৎ কিয়ারা আগেই জানিয়েছিলেন, গোটা ছবির মধ্যে এই গানটি তাঁর অন্যতম প্রিয় একটি গান। আর আজ সোশ্যাল মিডিয়ায় এই গানটি শেয়ার করে নিয়েও তিনি সেই কথা লিখেছেন। আর মুম্বইতে এই গান লঞ্চের অনুষ্ঠানে হাজির হয়েছিলেন কার্তিক ও কিয়ারা। একটি লাল পালাজোর সঙ্গে ক্রপটপ পরেছিলেন কিয়ারা, সঙ্গে ছিল লাল ফুলেল কাজ করা ফুলহাতা পা ছোঁয়া জ্যাকেট। অন্যদিকে কার্তিক পরেছিলেন গোলাপি কুর্তা। দুজনেই আজ জমিয়ে দিয়েছিলেন গান মুক্তির আসর। মুক্তি পাওয়া গানে জমিয়ে গরবার তালে পা মেলাতে দেখা গেল নায়ক নায়িকাকে। গাঢ় ঝলমলে পোশাকে কার্তিক ও কিয়ারা একেবারে মানানসই।
'লাস্ট স্টোরিজ ২'-তে তমন্না-বিজয় মন কাড়তে পারবেন দর্শকের?
মুক্তি পেল বহু প্রতীক্ষিত 'লাস্ট স্টোরিজ ২' (Lust Stories 2)-এর ট্রেলার। তমন্না ভাটিয়া (Tamannah Bhatia), কাজল (Kajol), বিজয় বর্মা (Vajay Varma), নীনা গুপ্তা (Neena Gupta), ম্রুণাল ঠাকুর (Mrunal Thakur), অঙ্গদ বেদি (Angad Bedi) অভিনীত এই ছবির ট্রেলারের জন্য কার্যত অপেক্ষা করেছিলেন অনুরাগীরা। তার একটা কারণ অবশ্যই বিজয় ও তমন্নার রসায়নের ঝলক দেখার আশায়। কেমন তমন্না ও বিজয়ের রসায়নের ওপর এত নজর? তার কারণ অবশ্য ইতিমধ্যেই জানা সবার। ইন্ডাস্ট্রিতে এখন কান পাতলেই শোনা যায় তমন্না ও বিজয়ের প্রেমের গুঞ্জন। এ নিয়ে অবশ্য রাখঢাকও করেন না তেমন নায়ক নায়িকা। শোনা যায়, এই 'লাস্ট স্টোরিজ ২'-এর শ্যুটিং করার সময় থেকেই তাঁদের আলাপ ও তারপরে ঘনিষ্ঠতা। আজ মুক্তি পাওয়া ট্রেলারে দেখা মিলল মজার মোড়কে বাস্তবের গল্প। প্রেম, সম্পর্ক, চাহিদা ও সমাজের চিরাচরিত ধ্যানধারণাকে এক মজার মোড়কে তুলে ধরতে চলেছে এই ছবি। ২৯ তারিখ ওয়েব প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে (Netflix)-এ মুক্তি পেতে চলেছে এই ছবি।
'আদিপুরুষ' নিয়ে মুখ খুললেন রামানন্দ সাগরের পুত্র
বিতর্ক বা চর্চার কেন্দ্রবিন্দুতে সদ্য মুক্তি পাওয়া পৌরাণিক ছবি 'আদিপুরুষ' (Adipurush)। সংলাপ থেকে শুরু করে বিষয়বস্তু, চিত্রনাট্য.. সব বিষয়েই বিতর্ক, মতবিরোধ রয়েছে। দর্শক থেকে শুরু করে ইন্ডাস্ট্রির নবীন থেকে প্রবীণ শিল্পীরা আপত্তি তুলেছেন এই ছবির বিভিন্ন বিষয়বস্তু নিয়ে। আর এবার এবার আদিপুরুষ নিয়ে মুখ খুললেন রামানন্দ সাগরের পুত্র প্রেম সাগর। সংবাদসংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে প্রেম সাগর বলেছেন, ' এর আগে আমি মনোজ মুন্তাসির যা যা কাজ দেখেছি, ভীষণ ভাল লেগেছে। আমার তো ওঁকে যথেষ্ট জ্ঞানী, হিন্দু ধর্মকে ভালবাসা ও শ্রদ্ধা করা একজন মানুষ বলেই মনে হত। সে ওনার বয়স যতই কম হোক না কেন! কিন্তু 'আদিপুরুষ'-এর মত ছবিতে উনি এই ধরণের সংলাপ লেখার কথা কল্পনাই বা কি করে করলেন! কোথাও কি সিদ্ধান্ত নিতে কোনও ভুল হয়ে গিয়েছিল? নাকি এই কাহিনী বর্তমান প্রজন্মের কথা ভেবে বানানো? কিন্তু যদি বর্তমান প্রজন্মের কথা ভেবেও বানানো হয়, তাহলে রামায়ণের নাম দেওয়ার কী প্রয়োজন ছিল। এটা তো মার্ভেলের গল্প নয়। বদল করার সময় ভুললে চলবে না এই কাহিনীর সঙ্গে বাল্মীকির নাম জড়িয়ে রয়েছে। তাহলে সম্পূর্ণ কল্পিত একটা গল্প বানালেই তো হত। কিন্তু যখনই আপনি বলছেন যে রামায়ণের কাহিনীর ওপর ভিত্তি করে আপনি ছবি বানিয়েছেন, তখন দায়িত্ব অনেক বেড়ে যায়। সেটা নিয়ে ছেলেখেলা চলে না। মানুষ ভক্তি করে এই ছবিটা দেখতে আসে।'
শাহরুখ ও আরিয়ানের বয়ান রেকর্ড করতে চায় সিবিআই
প্রাক্তন মুম্বই জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ে (Sameer Wankhede)-কে নিয়ে মামলায় নতুন মোড়। শাহরুখ খান (Shah Rukh Khan) ও তাঁর পুত্র আরিয়ান খান (Aryaan Khan)-এর বয়ান রেকর্ড করতে চায় সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেসনের (Central Bureau of Investigation) তদন্তকারী দল। ঘটনার সূত্রপাত, ২০২১ সালে। মাদক নেওয়ার অভিযোগে একটি প্রমোদতরণী থেকে গ্রেফতার করা হয়েছিল শাহরুখ পুত্রকে। আর তারপরে অভিযোগ, পাল্টা অভিযোগ.. ঘটনাবহুল দিন গিয়েছে। প্রমাণের অভাবে জেল থেকে ছেড়ে দেওয়া হয়েছে আরিয়ানকে। নিজের জীবনের পথও বেছে নিয়েছেন তিনি ইতিমধ্যেই। তবে এই ঘটনার পরে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছিল ওই অপারেশনের শীর্ষে থাকা অফিসার সমীর ওয়াংখেড়েকে। তাঁর নামে দায়ের করা হয়েছে এফআইআরও।
দিল্লি পুলিশের কাছে সুরক্ষা চাইলেন হানি সিং
এবার মৃত্যুর হুমকি পেলেন ব়্যাপার হানি সিং (Yo Yo Honey Singh)। অভিযোগ, গ্যাংস্টার গোল্ডি ব্রার (Goldy Brar)- থেকে হুমকি পেয়েছেন তিনি। শোনা যাচ্ছে, আপাতত নাকি কানাডায় গা ঢাকা দিয়েছেন এই গোল্ডি ব্রার। হানি সিং নাকি একটি ভয়েজ মেসেজের মাধ্যমে খুনের হুমকি পেয়েছেন। এই ঘটনায় দিল্লি পুলিশের বিশেষ সেলে অভিযোগ জানিয়েছেন হানি সিং। হানি সিংয়ের অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে দিল্লি পুলিশ। বিখ্যাত ব়্যাপার এই ঘটনার পরে দিল্লি পুলিশের কাছে সুরক্ষার আর্জিও জানিয়েছেন। সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে শিল্পী জানিয়েছেন, খুনের হুমকি পাওয়ার পর থেকে ভীষণ আতঙ্কে রয়েছে তাঁর পরিবার। তাঁর কথায়, 'এতকাল অনুরাগীদের কাছ থেকে ভালবাসার বার্তা পেয়ে এসেছি, এই প্রথম খুনের হুমকি পেলাম। তিনি যে পুলিশের কাছে সুরক্ষা চেয়েছেন, সেই খবর তিনি নিজেই জানিয়েছেন। এর আগে, সঙ্গীতশিল্পী সিধু মুসেওয়ালার খুনে অভিযুক্ত হয়েছিল গোল্ডি ব্রার।
আরও পড়ুন: Business Trip: কর্মসূত্রে প্রচুর বাইরে যেতে হয়? নজরে থাকুক এই বিষয়গুলি
আরও পড়ুন:Europe Tour : বিঠোভেনের শহর, রামধনু রং, ঘুমের ওপারে নতুন দেশ...