Top Entertainment News Today: শাহরুখের মাথায় রহস্যময় ট্যাটু, সুনীল শেট্টির মনের কথা, বিনোদনের সারাদিন
Top Entertainment News: দিনভর বিনোদন দুনিয়ায় নজর কাড়ল কোন কোন খবর? দেখে নিন বিনোদনের সারাদিন
কলকাতা: 'জওয়ান' (Jawan)-এর লুক প্রকাশ্যে আসতেই কার্যত ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। আর গোটা প্রিভিউতে সবচেয়ে কথা হয়েছে যে দৃশ্য নিয়ে, তা হল নেড়া মাথায় শাহরুখ খানের (Shah Rukh Khan)-এর মেট্রোর মধ্যে 'বেকরার করকে হামে' গানের নাচের দৃশ্য। নেড়া মাথায় শাহরুখের সেই লুক যেমন ভাইরাল হয়েছে, তেমনই আঁচ পাওয়া গিয়েছে, কিং খানের নেড়া মাথার পাশে থাকা একটি ট্যাটুর! মজার খেলায় সামিল হলেন বলিউডের তারকা (Bollywood Star) অভিনেতা সুনীল শেট্টি (Suniel Shetty)। সম্প্রতি সংবাদ সংস্থা পিটিআইয়ের (PTI) তরফে তাঁর সঙ্গে খেলা হয় 'ফাস্ট ফাইভ' অর্থাৎ দ্রুত পাঁচটি প্রশ্ন (Fast Five with Suniel Shetty) করা হবে। তার উত্তর দিতে হবে সুনীল শেট্টিকে। প্রশ্নের তালিকায় কী কী ছিল? কোন প্রশ্নের কী উত্তর দিলেন অভিনেতা? জানালেন প্রিয় খাদ্য থেকে নিজের প্রিয় ছবির নামও। সারাদিন বিনোদন দুনিয়ায় নজর কাড়ল কোন কোন খবর? দেখে নিন বিনোদনের সারাদিন
শাহরুখের মাথায় রহস্যময় ট্যাটু!
'জওয়ান' (Jawan)-এর লুক প্রকাশ্যে আসতেই কার্যত ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। আর গোটা প্রিভিউতে সবচেয়ে কথা হয়েছে যে দৃশ্য নিয়ে, তা হল নেড়া মাথায় শাহরুখ খানের (Shah Rukh Khan)-এর মেট্রোর মধ্যে 'বেকরার করকে হামে' গানের নাচের দৃশ্য। নেড়া মাথায় শাহরুখের সেই লুক যেমন ভাইরাল হয়েছে, তেমনই আঁচ পাওয়া গিয়েছে, কিং খানের নেড়া মাথার পাশে থাকা একটি ট্যাটুর!সোশ্যাল মিডিয়ায় যে প্রিভিউ ও পোস্টার মুক্তি পেয়েছে, সেখানে স্পষ্ট নয় শাহরুখের মাথায় আদৌ কোনও ট্যাটু রয়েছে কি না বা থাকলে সেখানে কী লেখা রয়েছে। তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে শাহরুখের পাশ থেকে তোলা একটি ছবি। নেড়া মাথার সেই ছবিতে স্পষ্ট শাহরুখের ট্যাটু। সেখানে লেখা রয়েছে 'মা জগৎ জননী'। সংস্কৃত ভাষায় লেখা এই ট্যাটুর বাংলা করলে দাঁড়ায়, জগতের মাতা। তবে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ছবির সত্যতা নিয়ে সন্দেহ রয়েছে। একদিকে যেমন প্রিভিউতে এমন কোনও দৃশ্য চোখে পড়েনি, তেমনই বিশেষ এই ছবি নিয়ে মুখ খোলেননি শাহরুখ বা নির্মাতারাও। রহস্যময় এই ট্যাটুর আসল সত্য কী, তা জানতে দর্শককের অন্তত অপেক্ষা করতে হবে পরের ঝলকের জন্য।
কোন সোশ্যাল মিডিয়া অ্যাপ থেকে প্রতিনিয়ত অনুপ্রাণিত হন সুনীল শেট্টি?
মজার খেলায় সামিল হলেন বলিউডের তারকা (Bollywood Star) অভিনেতা সুনীল শেট্টি (Suniel Shetty)। সম্প্রতি সংবাদ সংস্থা পিটিআইয়ের (PTI) তরফে তাঁর সঙ্গে খেলা হয় 'ফাস্ট ফাইভ' অর্থাৎ দ্রুত পাঁচটি প্রশ্ন (Fast Five with Suniel Shetty) করা হবে। তার উত্তর দিতে হবে সুনীল শেট্টিকে। প্রশ্নের তালিকায় কী কী ছিল? কোন প্রশ্নের কী উত্তর দিলেন অভিনেতা? জানালেন প্রিয় খাদ্য থেকে নিজের প্রিয় ছবির নামও। এই খেলার প্রথম প্রশ্ন ছিল সুনীল শেট্টির নিজের এমন কোনও ছবি বা শো যা তিনি বারবার দেখতে পছন্দ করবেন। একেবারে সময় নষ্ট না করে অভিনেতার উত্তর, 'বর্ডার'। ১৯৯৭ সালে মুক্তি প্রাপ্ত এই ছবিতে ভারতীয় সেনাবাহিনীর অন্যতম সেনা ভৈরব সিংহের ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি। এই ছবি সেই সময় বক্স অফিসে দুর্দান্ত সাফল্য লাভ করে এবং ব্লকবাস্টার ঘোষিত হয়। অভিনেতাকে দ্বিতীয় প্রশ্ন করা হয়, যে তাঁর কমফোর্ট 'গো টু ফুড' কী? অর্থাৎ এমন খাবার যা যে কোনও সময় তিনি খেতে পারেন বা ভালবাসেন। উত্তর এল, 'ডাল ভাত, সঙ্গে অবশ্যই আচার।' তৃতীয় প্রশ্নে জিজ্ঞেস করা হয়, রাতে শুতে যাওয়ার আগে শেষ কোন কাজটা করেন অভিনেতা। এক কথায় ছোট্ট উত্তর, 'প্রার্থনা।'
কাশ্মীরের নতুন প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে শাহরুখ-দীপিকার 'পাঠান'
২৫ জানুয়ারি মুক্তি পায় শাহরুখ খানের (Shah Rukh Khan) ছবি 'পাঠান' (Pathaan)। চার বছর পর মুখ্য চরিত্রে পর্দায় ফিরে বক্স অফিসে ঝড় তোলেন কিং খান। এবার প্রকাশ্য়ে এল নতুন খবর। জানা যাচ্ছে, কাশ্মীরের বারামুল্লা এবং হান্দওয়ারার নতুন খোলা প্রেক্ষাগৃহে প্রদর্শিত হবে এই ছবি। কাশ্মীরের অগ্নিগর্ভ পরিস্থিতির জন্য় ১৯৯০ সালে বন্ধ হয়ে যায় বেশ কিছু প্রেক্ষাগৃহ। ফলে হলে গিয়ে সিনেমা দেখার আনন্দ থেকে বঞ্চিত হন দর্শকরা। তবে গতবছর শ্রীনগরে প্রথম মাল্টিপ্লেক্স আইনক্স খোলার পরে পরিস্থিতির উন্নতি হয়৷ ২০২২ এর ১৮ সেপ্টেম্বর, লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা পুলওয়ামা এবং শোপিয়ান জেলায় অবস্থিত একাধিক সিনেমা হলগুলির উদ্বোধন করেন৷ জাদুজ নামের একটি প্রতিষ্ঠান এই সমস্ত প্রেক্ষাগৃহ পরিচালনার দায়িত্বে রয়েছে। ১৪ জুলাই, মনোজ সিনহা একইভাবে আরও দুটি সিনেমা হলের উদ্বোধন করেন, একটি বারামুল্লায় এবং একটি হান্দওয়ারায়। পুলওয়ামা এবং শোপিয়ান থিয়েটারগুলির মতো, এই নতুন খোলা থিয়েটারগুলিও জাদুজ দ্বারা পরিচালিত হবে এবং এই প্রেক্ষাগৃতে একটি ক্যাফে, সম্মেলন এবং সেমিনার করারও সুবিধা থাকবে বলে জানা যাচ্ছে। রিপোর্ট অনুযায়ী, দুটি থিয়েটারই ১০০ সিটের।
সত্যান্বেষী নয়, প্রথম ঝলকে সৃজিত তুলে ধরলেন ব্যোমকেশ-সত্যবতীর প্রেমের গল্প
দুই ব্যোমকেশ যেন কড়া টক্কর দিচ্ছে একে অপরকে। এক ব্যোমকেশের টিজার মুক্তি তো অন্য ব্যোমকেশের মোশন পোস্টার। একদিকে প্রি-টিজার তো অন্যদিকে পোস্টার। বড়পর্দা আর ওয়েব সিরিজে ব্যোমকেশের মুক্তির দিনও এক। শুক্রবার মুক্তি পেয়েছিল বিরসা দাশগুপ্ত (Birsha Dashgupta) পরিচালিত, দেব (Dev), রুক্মিণী মৈত্র (Rukmini Maitra), অম্বরীশ ভট্টাচার্য্য (Ambarish Bhattacharyya) অভিনীত 'ব্যোমকেশ ও দূর্গরহস্য' ছবির টিজার। আর আজ, মুক্তি পেল 'দূর্গরহস্য' ওয়েব সিরিজে অনির্বাণ ভট্টাচার্য্য ( Anirban Bhattacharyya) ও সোহিনী সরকার (Sohini Sarkar)-এর প্রথম লুক। যদিও এর আগে অনির্বাণকে ব্যোমকেশ হিসেবে দেখেছেন দর্শক। 'হইচই' (Hoichoi)-এর ওয়েব প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে অনির্বাণের ব্যোমকেশ। শেষ মুক্তি পাওয়া 'ব্যোমকেশ ও পিঁজরাপোল'-এ অভিনয়ের পাশাপাশি ক্রিয়েটিভ ডিরেক্টরেরও দায়িত্ব পালন করেছেন অনির্বাণ। তবে এই সিরিজ প্রথমবার পরিচালনা করছেন সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherjee)। সেই সিরিজ ও বড়পর্দার ব্যোমকেশ মুক্তি পাচ্ছে একই দিনে। আজ মুক্তি পেল ওয়েব সিরিজে ব্যোমকেশ ও সত্যবতীর প্রথম লুক। প্রযোজনা সংস্থা এসভিএফের (SVF)-এর পক্ষ থেকে শেয়ার করে নেওয়া হয়েছে এই সিরিজের লুক। তবে রহস্য নয়, সত্যন্বেষণ নয়। ব্যোমকেশ প্রথম লুকে একেবারে প্রেমিক। সত্যবতীর সঙ্গে পায়ে পা মিলিয়ে হাঁটতে হাঁটতে তাঁকে দেখিয়ে দিচ্ছেন দূরের দিকে কিছু। ছবিতে স্পষ্ট হয়ে যায়, সত্যবতী অন্তঃসত্ত্বা। তাঁকে আগলে রয়েছেন ব্যোমকেশ। তাঁর পোশাকে সিঁদুরের দাগ।
সমুদ্রসৈকতে ভিকির বাহুলগ্না 'বার্থ ডে গার্ল'
সকাল থেকেই অপেক্ষা করেছিলেন অনুরাগীরা। প্রিয় মানুষকে জন্মদিনে কী শুভেচ্ছা জানালেন তিনি, তা দেখার অপেক্ষায় ছিল গোটা দুনিয়া। অবশেষে, রাতের দিনে সোশ্যাল মিডিয়ায় যুগলের ছবি পোস্ট করলেন তিনি। সমুদ্র সৈকতে একে অপরের বাহুলগ্না হয়ে দাঁড়িয়ে ক্যাটরিনা কইফ (Katrina Kaif) ও ভিকি কৌশল (Vicky Kaushal)। সোশ্যাল মিডিয়ায় মুহূর্তে ভাইরাল সেই ছবি। সোশ্যাল মিডিয়ায় আর সমুদ্রতীরে ক্যাটরিনার সঙ্গে ছবি শেয়ার করে নিয়েছেন ভিকি। গতকাল অর্থাৎ শনিবারই হাতে হাত রেখে শহর ছেড়েছিলেন ভিক্যাট। বিমানবন্দরে ক্যামেরাবন্দিও হয়েছিলেন তাঁরা। আর আজ, সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে নিয়েছেন তিনি। কাঁচা হলুদ রঙের পোশাকে, খোলা চুলে হাসিতে উচ্ছ্বসিত ক্যাটরিনা। সাদা শার্টে ক্যাটরিনাকে আগলে রয়েছেন ভিকি। লিখেছেন, 'তোমার ম্যাজিকের মায়ায় আমি প্রতিদিন পড়ি। শুভ জন্মদিন আমার ভালবাসা।' সোশ্যাল মিডিয়ায় এই ছবিতে শুভেচ্ছা আর ভালবাসা উপচে দিয়েছেন সহকর্মী থেকে শুরু করে অনুরাগীরা। মুম্বইয়ের বাইরে ভিকি ও ক্যাটরিনা কাটাচ্ছেন তাঁদের বিশেষ দিনটা।
আরও পড়ুন: Katrina Kaif Unknow facts: বলিউডে এসে বদলে ফেলেন আসল নাম, ক্যাটরিনা ভয় পান অন্ধকার আর উচ্চতায়!
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন