Top Entertainment News Today: 'শিশুশ্রম প্রতিরোধ দিবস'-এ বিশেষ বার্তা আয়ুষ্মানের, ফ্যাশন ডিজাইনারের মৃত্যু, বিনোদনের সারাদিন
Top Entertainment News: দিনভর বিনোদন দুনিয়ায় নজর কাড়ল কোন কোন খবর? দেখে নিন বিনোদনের সারাদিন
কলকাতা: আজ 'বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস' (World Day Against Child Labour)। দিনটির লক্ষ্য শিশু শ্রমিকদের (child labourers) শোষণের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি করা। আর এই বিশেষ দিনে বিশেষ বার্তা দিলেন বলিউড তারকা আয়ুষ্মান খুরানা (Ayushmann Khurrana), যিনি 'ইউনিসেফ'-এর (UNICEF) বিশ্বব্যাপী 'এন্ডিং ভায়োলেন্স এগেনস্ট চিলড্রেন' ক্যাম্পেনের সেলিব্রিটি অ্যাডভোকেট হিসেবে যোগদান করেছেন। আমাদের দেশ থেকে শিশুশ্রমের প্রথা নির্মূল করার উদ্যোগ নিয়েছেন তিনি। পরমব্রত চট্টোপাধ্যায়ের (Parambrata Chatterjee) অঙ্গুলিহেলনে রান্না করছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhasree Ganguly)! ঘটনাটা সত্যি, তবে বাস্তবে নয়, ছবির পর্দায়। পরমব্রতর নতুন ছবি 'বৌদি ক্যান্টিন'-এর নায়িকা শুভশ্রী। এই ছবিতে রয়েছেন সোহম চক্রবর্তী (Soham Chakraborty) ও। আজ মুক্তি পেয়েছে এই ছবির পোস্টার। দিনভর বিনোদন দুনিয়ায় নজর কাড়ল কোন কোন খবর? দেখে নিন বিনোদনের সারাদিন
'বৌদি ক্যান্টিন'-এর পোস্টার
পরমব্রত চট্টোপাধ্যায়ের (Parambrata Chatterjee) অঙ্গুলিহেলনে রান্না করছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhasree Ganguly)! ঘটনাটা সত্যি, তবে বাস্তবে নয়, ছবির পর্দায়। পরমব্রতর নতুন ছবি 'বৌদি ক্যান্টিন'-এর নায়িকা শুভশ্রী। এই ছবিতে রয়েছেন সোহম চক্রবর্তী (Soham Chakraborty) ও। আজ মুক্তি পেয়েছে এই ছবির পোস্টার। 'অভিযান'-এর পর এখন 'বৌদি ক্যান্টিন' নিয়ে ব্যস্ত পরমব্রত। একটি মধ্যবিত্ত বাড়ির বধূর জীবনের বিভিন্ন ওঠাপড়া নিয়ে সামাজিক চিত্রকে তুলে ধরবে এই ছবি। এই ছবির মুখ্য চরিত্রে রয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhasree Ganguly), সোহম চক্রবর্তী (Soham Chakraborty) ও পরমব্রত চট্টোপাধ্যায় নিজে। এই ছবি একজন সাধারণ গৃহবধূর উত্থানের গল্প বলবে। নারীশক্তির উত্থানের গল্প বলবে এই ছবি। দুর্গাপুজোর সময়ে নারীশক্তির এই গল্প দর্শকের মনে জায়গা করে নেবে বলেই আশা পরিচালকের।
'শিশুশ্রম প্রতিরোধ দিবস'-এ বিশেষ বার্তা আয়ুষ্মান খুরানার
আজ 'বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস' (World Day Against Child Labour)। দিনটির লক্ষ্য শিশু শ্রমিকদের (child labourers) শোষণের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি করা। আর এই বিশেষ দিনে বিশেষ বার্তা দিলেন বলিউড তারকা আয়ুষ্মান খুরানা (Ayushmann Khurrana), যিনি 'ইউনিসেফ'-এর (UNICEF) বিশ্বব্যাপী 'এন্ডিং ভায়োলেন্স এগেনস্ট চিলড্রেন' ক্যাম্পেনের সেলিব্রিটি অ্যাডভোকেট হিসেবে যোগদান করেছেন। আমাদের দেশ থেকে শিশুশ্রমের প্রথা নির্মূল করার উদ্যোগ নিয়েছেন তিনি। এই বিশেষ দিনে আয়ুষ্মান খুরানা বলেন, 'শিশুদের স্থান কারখানা, ওয়ার্কশপ, কৃষিজমি বা বাড়ির কাজের লোক হিসেবে নয়, ওদের স্থান স্কুল ও খেলার মাঠে। শিশুশ্রম তাদের অধিকার লঙ্ঘন করে এবং তাদের শিক্ষা, বৃদ্ধি এবং সুযোগ থেকে বঞ্চিত করে। এটি তাদের আঘাত, শোষণ এবং অপব্যবহারের কাছেও ঝুঁকিপূর্ণ করে তোলে।' তিনি আরও বলেন, 'যে সকল শিশুদের নিয়মিত স্কুলে যাওয়ার সুযোগ আছে, তাদের ভবিষ্যতে রোজগার করার সুযোগ বেশি। এরফলে আমাজের সমাজে যে চিরন্তন দারিদ্রের চক্র তা শেষ হতে সাহায্য করবে।'
বাথরুম থেকে ফ্যাশন ডিজাইনারের দেহ উদ্ধার
তারকা ফ্যাশন ডিজাইনার প্রত্যুষা গরিমেলার (Prathyusha Garimella) মৃতদেহ উদ্ধার। শনিবার, সন্দেহজনক অবস্থায় প্রত্যুষার হায়দরাবাদের (Hyderabad) বানজারা হিলসের বাড়ি থেকে দেহ উদ্ধার হয়েছে। নিজের নামে তৈরি ফ্যাশন লেবেল শুরু করেন প্রত্যুষা গরিমেলা। বানজারা হিলসেই তাঁর ফ্যাশন স্টুডিও। দক্ষিণী সিনে দুনিয়া থেকে শুরু করে বলিউডের একাধিক তারকা তাঁর ক্লায়েন্ট ছিলেন। এছাড়া অন্যান্য কর্মক্ষেত্রের মানুষের মধ্যেও তাঁর কাজ বিখ্যাত। বানজারা হিলসের সার্কেল ইন্সপেক্টর জানিয়েছেন যে প্রত্যুষাকে তাঁর বাথরুমে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। এরপর তাঁর দেহ উদ্ধার করে ওসমানিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয় ময়না তদন্তের জন্য। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে প্রত্যুষা আত্মহত্যা করেছেন।
ট্রোলড 'যুগ যুগ জিও'-র ঝলক
গোলাপি পোশাকে ডান্স ফ্লোর মাতাচ্ছেন কিয়ারা আডবাণী (Kiara Advani)। সেইসঙ্গে পাল্লা দিচ্ছেন বরুণ ধবনও (Varun Dhawan)। কিন্তু 'যুগ যুগ জিও' (Jug Jug Jio) ছবি নতুন গান ঘিরে হাসির ফোয়ারা নেটদুনিয়ায়। কেন? কারণ গানের নাম 'দুপাট্টা'। কিন্তু গোটা গানে চিহ্ন নেই 'দুপাট্টা'-র! দিব্যি পাশ্চাত্য আবেদনময়ী পোশাকে গানের তালে পা মেলালেন কিয়ারা-বরুণ। পরিচালক রাজ মেহতার এই ছবি মুক্তি পাবে আগামী ২৪ জুন। সদ্য মুক্তি পাওয়া ‘যুগ যুগ জিয়ো’ ছবির দোপাট্টা গানটিতে দেখা যাচ্ছে বরুণ ধবন ও কিয়ারা আডবাণীকে। রয়েছেন অনিল কপূর, মণীশ পালও। ঝলমলে গোলাপি ল্যাটেক্স ড্রেসে মোহময়ী কিয়ারা। সঙ্গে রয়েছেন এক ঝাঁক তরুণী। গানের লাইন বলছে, ‘দোপাট্টা তেরা সাতরং দা’। নেই শুধু সেই দোপাট্টাই। আর তাতেই হেসে কুটিপাটি দর্শক কুল।
বসিরহাটের শো বাতিল করলেন সিধু
দফায় দফায় ভাঙচুর, গাড়ি আটক, প্রতিবাদ মিছিল.. কলকাতা থেকে শুরু করে জেলা পয়গম্বর নিয়ে বিজেপি (BJP) নেত্রীর মন্তব্যের প্রতিবাদে রাজ্য জুড়ে একাধিক অশান্তির ছবি। একাধিক জায়গায় বন্ধ করা হয়েছে ইন্টারনেট পরিষেবা। আর এই পরিস্থিতিতেই কী 'নিরাপত্তাহীনতায়' ভুগছেন সঙ্গীতশিল্পী সিধু (Sidhu)? আজ সকালে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন সিধু। ১২ তারিখ অর্থাৎ আজ বসিরহাটে অনুষ্ঠান করার কথা ছিল ব্যান্ড ক্যাকটাসের। বিকেল ৪টে থেকে এই অনুষ্ঠান হওয়ার কথা ছিল। কিন্তু সোশ্য়াল মিডিয়ায় আজ সিধু পোস্ট করে জানিয়েছেন, এই অনুষ্ঠান বাতিল করছেন তিনি। সিধু লিখেছেন, 'রাজ্যের বর্তমান পরিস্থিতিকে মাথায় রেখে, কলকাতা থেকে বসিরহাট এতটা দূরত্বে যাতায়াত করা ঠিক হবে না বলেই মনে হচ্ছে ! সাধারণ নাগরিক হিসেবে, পথে বেরিয়ে নিরাপত্তাহীনতায় ভুগব! তাই, খুবই আবেগের টান ও প্রবল ইচ্ছে থাকা সত্ত্বেও আজ বসিরহাট মিউজিক ফোরম - এর আয়োজিত বাস্কিং ইভেন্টে যোগদান করতে পারছি না। মনটা তোমাদের সঙ্গেই রইল। সবার জন্য শুভকামনা। শারীরিকভাবে উপস্থিত না থাকতে পারলেও ভার্চুয়ালি অবশ্যই তোমাদের সঙ্গে থাকব। সবাইকে ভালোবাসি।'