Top Entertainment News Today: নটি বিনোদিনীর চরিত্রে কঙ্গনা, সাজিদের বিরুদ্ধে অভিযোগ দায়ের শার্লিনের, বিনোদনের সারাদিন
Top Entertainment News: দিনভর বিনোদন দুনিয়ায় নজর কাড়ল কোন কোন খবর? দেখে নিন বিনোদনের সারাদিন
কলকাতা: পায়ে পায়ে ১০ বছর পার। স্টুডেস্ট অফ দ্য ইয়ার (Student of The Year)-এর সেই সানায়া সিঙ্ঘানিয়া (Shanaya Singhania) থেকে শুরু করে আজকের গঙ্গুবাঈ (Gangubai Kathiawadi)-র বিস্তর ফারাক। বলিউডে ১০ বছর পূরণ করে ফেললন অভিনেত্রী আলিয়া ভট্ট (Alia Bhatt)। শুধু আলিয়া ভট্ট (Alia Bhatt) নয়, বলিউডে ১০ বছর পূর্ণ করলেন বরুণ ধবন (Varun Dhawan), সিদ্ধার্থ মলহোত্র (Siddharth Malhotra)-ও। তিন তারকা প্রথম বলিউডে পা রেখেছিলেন স্টুয়েস্ট অফ দ্য ইয়ার (Student of The Year) ছবির হাত ধরেই। আর আজ সেই ছবি ১০ বছর পূর্ণ হল সেই ছবির। সঙ্গে সঙ্গে যেন ১০ বছরের সফর এক ঝলকে ঝলমলে হয়ে উঠল চোখের সামনে। সোশ্যাল মিডিয়ায় আজ নজর কাড়ল কোন কোন খবর? দেখে নিন বিনোদনের সারাদিন।
আলিয়ার ১০ পূর্তি
পায়ে পায়ে ১০ বছর পার। স্টুডেস্ট অফ দ্য ইয়ার (Student of The Year)-এর সেই সানায়া সিঙ্ঘানিয়া (Shanaya Singhania) থেকে শুরু করে আজকের গঙ্গুবাঈ (Gangubai Kathiawadi)-র বিস্তর ফারাক। বলিউডে ১০ বছর পূরণ করে ফেললন অভিনেত্রী আলিয়া ভট্ট (Alia Bhatt)। এই ১০ বছরে আলিয়ার জীবনে ওঠাপড়া কিছু কম আসেনি। মহেশ ভট্ট কন্যার বলিউডে পা রেখেই জুটেছিল স্টারকিড তকমা। বার বার প্রশ্ন উঠেছিল তাঁর অভিনয় নিয়েও। কিন্তু হাইওয়ে (Highway) থেকে শুরু করে রাজি (Raaji), উড়তা পঞ্জাব (Udta Panjaab), ডিয়ার জিন্দেগী (Dear Zindegi), গাল্লি বয় (Gully Boy)... একের পর এক ছবিতে নিজের অভিনয় দক্ষতার প্রমাণ দিয়েছেন আলিয়া। কেবল অভিনয় নয়, সম্পর্কের টানাপোড়নেও একাধিকবার জড়িয়েছেন আলিয়া। তবে এখন আলিয়া রণবীর কপূরের ঘরনী, দিন গুনছেন সন্তানের অপেক্ষায়। আজ সোশ্যাল মিডিয়ায় নিজের একটি ছবি পোস্ট করেছেন আলিয়া। অভিনেত্রী প্রযোজক লিখছেন, 'আজ ১০ বছর। আমি ভীষণভাবে কৃতজ্ঞ.. প্রত্যেকটা দিনের জন্য। কথা দিচ্ছি.. আমি আরও ভাল হব। আরও গভীরভাবে স্বপ্ন দেখব। আরও খেটে কাজ করব। এই ম্যাজিকটার জন্য ধন্যবাদ। শুধু ভালবাসা।'
বলিউডে ১০ বছর পার করলেন বরুণ-সিদ্ধার্থও
শুধু আলিয়া ভট্ট (Alia Bhatt) নয়, বলিউডে ১০ বছর পূর্ণ করলেন বরুণ ধবন (Varun Dhawan), সিদ্ধার্থ মলহোত্র (Siddharth Malhotra)-ও। তিন তারকা প্রথম বলিউডে পা রেখেছিলেন স্টুয়েস্ট অফ দ্য ইয়ার (Student of The Year) ছবির হাত ধরেই। আর আজ সেই ছবি ১০ বছর পূর্ণ হল সেই ছবির। সঙ্গে সঙ্গে যেন ১০ বছরের সফর এক ঝলকে ঝলমলে হয়ে উঠল চোখের সামনে। সোশ্যাল মিডিয়ায় প্রথমে ১০ বছর পূর্তি হওয়ার আবেগ ভাগ করে নিয়েছিলেন আলিয়া ভট্ট। এরপর বরুণ ও সিদ্ধার্থও ধীরে ধীরে ভাগ করে নেন তাঁদের অভিজ্ঞতা। আপাতত নিজের নতুন ছবি ভেড়িয়া (Bhediya) মুক্তির অপেক্ষায় বরুণ। ছবির প্রচারে এসে নিজের ১০ বছর আগের সফরে যেন ফিরে গেলেন বরুণ। সাংবাদিকদের সামনে বরুণ বলেন, 'আমি সবসময় শোনার চেষ্টা করতাম আমার দর্শক আমায় কী বলতে চাইছেন। যদি মনে হত আমি ছবিতে আমার সেরাটা দিয়ে কাজ করিনি, সবসময় নিজেকে শুধরে আরও ভালো কাজ করার চেষ্টা করতাম। তবে একটা সময় ছিল যখন আমি এভাবে ভাবতে শিখিনি। আমি ভাবতাম, জীবনে সব ঠিক আছে, তাহলে আমি মানুষের কথায় কান দেব কেন? ধীরে ধীরে আমি বুঝতে শিখেছি মানুষের মতামত শোনাটা আমার কর্তব্য।'
ফের প্রযোজক অঙ্কুশ
বুধবার সকালেই সোশ্যাল মিডিয়ায় অভিনেতা প্রযোজক অঙ্কুশ হাজরা (Ankush Hazra) জানিয়েছিলেন, বড় কোনও চমক আসতে চলেছে। এরপর বিকেল গড়াতেই সোশ্যাল মিডিয়াতেই নতুন ছবি ঘোষণা করে দিলেন অঙ্কুশ। আসতে চলেছে রক্তিম চট্টোপাধ্যায়ের (Raktim Chatterjee) ‘নেক্সজেন ভেঞ্চারস’-এর (Nexgen Ventures) প্রযোজনায় এবং ‘অঙ্কুশ হাজরা মোশন পিকচার্স’-এর নিবেদিত নতুন ছবি ‘বেঙ্গল পুলিশ’ (Bengal Police)। এই ছবি পরিচালনার দায়িত্ব রয়েছে সায়ন্তন ঘোষালের কাঁধে। তবে ছবির ঘোষণা হলেও এখনও পর্যন্ত ছবির চরিত্রায়ণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
নটি বিনোদিনীকে পর্দায় ফুটিয়ে তুলবেন কঙ্গনা রানাউত
এবার বাংলার কিংবদন্তির চরিত্র বড় পর্দায় ফুটিয়ে তুলবেন বলিউডের 'কুইন'! ‘পরিণীতা’-খ্যাত পরিচালক প্রদীপ সরকার এবার পর্দায় নিয়ে আসতে চলেছেন বাংলার ইতিহাসের এক চরিত্রকে। নটি বিনোদিনী (Noti Binodini)। আর চমক রইল সেই চরিত্রায়ণে। বাংলার কিংবদন্তির চরিত্রে পর্দায় দেখা যাবে কঙ্গনা রানাউত (Kangana Ranaut)-কে। আজ ইনস্টাগ্রাম স্টোরিতে নটি বিনোদিনীর একটি ছবি শেয়ার করে নিয়েছেন কঙ্গনা। যদিও এই প্রথম নয়, এর আগেও ঐতিহাসিক চরিত্রে দেখা গিয়েছিল কঙ্গনা রানাউতকে। ‘মণিকর্ণিকা: দ্য কুইন অফ ঝাঁসি’ (Manikarnika: The Queen of Jhansi) ছবিতে রানি লক্ষ্মী বাঈ (Laxmi Bai), ‘থালাইভি’-তে (Thalaivi) জয়ললিতা (Joylalita) এবং ‘এমার্জেন্সি’ (Emergency) ছবিতে ইন্দিরা গাঁধীর (Indira Gandhi) চরিত্রে দেখা গিয়েছিল কঙ্গনাকে। আর এবার তাঁকে দেখা যাবে বাংলার এক আইকনের চরিত্রে।
সাজিদ খানের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ দায়ের শার্লিন চোপড়ার
পরিচালক সাজিদ খানের (Sajid Khan)-এর বিরুদ্ধে এবার যৌন হেনস্থার অভিযোগ দায়ের করলেন শার্লিন চোপড়া ( Sherlyn Chopra)। এর আগেই 'হ্যাশট্যাগ মি টু'-তে যাঁদের বিরুদ্ধে অভিযোগ ছিল, তাঁদের মধ্যে অন্যতম ছিলেন সাজিদ খান। সেসময়ও সাজিদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ জানিয়েছিলেন শার্লিন। আজ জুহু থানায় পরিচালকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন শার্লিন। যদিও শার্লিনের সাজিদের বিরুদ্ধে যে অভিযোগ, তা সদ্য নয়। জুহু থানায় অভিযোগ দায়ের করে বেরিয়ে আসার পরে, সংবাদমাধ্যম শার্লিনকে প্রশ্ন করে, কেন ১৭ বছর আগের একটি ঘটনা নিয়ে ২০২২ সালে এসে অভিযোগ দায়ের করলেন শার্লিন? উত্তরে অভিনেত্রী জানান, ঘটনার সময় প্রতিবাদ করার সাহস পাননি শার্লিন। কিন্তু 'মি টু' আন্দোলন তাঁকে সাহস জুগিয়েছে প্রতিবাদ করার।