Top Entertainment News Today: জিতু-নবনীতার 'পুলিশি হেনস্থা', এবার কলকাতায় 'চঞ্চল হাওয়া', বিনোদনের সারাদিন
Top Entertainment News: দিনভর বিনোদন দুনিয়ায় নজর কাড়ল কোন কোন খবর? দেখে নিন বিনোদনের সারাদিন
কলকাতা: রাশিদ খান-এর পরিবারের পরে জিতু কমল (Jeetu Kamal)। পুলিশি হেনস্থার অভিযোগ তুললেন অভিনেতা জিতু ও তাঁর স্ত্রী নবনীতা দাসের (Nabanita Das)। গাড়িতে করে আসছিলেন দম্পতি। নিমতায় তাঁদের গাড়িতে ধাক্কা মারে অন্য একটি গাড়ি। কিন্তু পুলিশ অভিযোগ নিতে রাজি হয়নি বলে অভিযোগ। এফআইআর দায়ের করতেও অস্বীকার করা হয় বলে অভিযোগ। 'হাওয়া' (Hawa) এবার কলকাতায়। যে ছবি দেখতে চলচ্চিত্র উৎসবে প্রেক্ষাগৃহের বাইরে লাইন দিয়েছিল দর্শক, ভিড় সামলাতে কার্যত হিমসিম খেয়েছিল নন্দন কর্তৃপক্ষ ও পুলিশ, সেই ছবি এবার মুক্তি পাচ্ছে প্রেক্ষাগৃহে! আগামী ১৬ ডিসেম্বর এই রাজ্যের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে চঞ্চল চৌধুরী (Chanchal Chowdhury)-র 'হাওয়া'। দিনভর বিনোদন দুনিয়ায় নজর কাড়ল কোন কোন খবর? দেখে নিন বিনোদনের সারাদিন
মাতৃহারা মনোজ বাজপেয়ী
প্রয়াত অভিনেতা মনোজ বাজপেয়ী (Manoj Bajpayee)-র মা গীতা দেবী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। আজ নয়াদিল্লির একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেতার মা। সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, আজ, অভিনেতার মুখপাত্র এই খবর সংবাদমাধ্যমের সঙ্গে ভাগ করে নেন। আজ সকাল সাড়ে ৮টা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। গত ২০ দিন ধরেই অসুস্থ ছিলেন অভিনেতার মা। ম্যাক্স সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ৮০ বছরের গীতাদেবী। মনোজ ছাড়াও গীতাদেবীর আরও দুই পুত্র ও ৩ কন্যাসন্তান রয়েছেন। গত বছরের অক্টোবর মাসে, ৮৩ বছর বয়সে দিল্লিতেই মনোজ বাজপেয়ীর বাবা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। এক বছর পরে চলে গেলেন অভিনেতার মা-ও।
কলকাতা ও জেলার প্রেক্ষাগৃহে চঞ্চল চৌধুরীর 'হাওয়া'
'হাওয়া' (Hawa) এবার কলকাতায়। যে ছবি দেখতে চলচ্চিত্র উৎসবে প্রেক্ষাগৃহের বাইরে লাইন দিয়েছিল দর্শক, ভিড় সামলাতে কার্যত হিমসিম খেয়েছিল নন্দন কর্তৃপক্ষ ও পুলিশ, সেই ছবি এবার মুক্তি পাচ্ছে প্রেক্ষাগৃহে! আগামী ১৬ ডিসেম্বর এই রাজ্যের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে চঞ্চল চৌধুরী (Chanchal Chowdhury)-র 'হাওয়া'। সোশ্যাল মিডিয়ায় আজ এই খবর শেয়ার করে নিয়েছেন চঞ্চল চৌধুরী নিজেই। কলকাতা ও পশ্চিমবঙ্গে এই ছবি মুক্তি পাবে ১৬ তারিখ। সব ঠিক থাকলে গোটা ভারতে এই ছবি মুক্তি পাওয়ার কথা ৩০ ডিসেম্বর। তবে এখনও পর্যন্ত কিছু ছাড়পত্র পাওয়া বাকি।
জিতু-নবনীতার 'পুলিশি হেনস্থা'
রাশিদ খান-এর পরিবারের পরে জিতু কমল (Jeetu Kamal)। পুলিশি হেনস্থার অভিযোগ তুললেন অভিনেতা জিতু ও তাঁর স্ত্রী নবনীতা দাসের (Nabanita Das)। গাড়িতে করে আসছিলেন দম্পতি। নিমতায় তাঁদের গাড়িতে ধাক্কা মারে অন্য একটি গাড়ি। কিন্তু পুলিশ অভিযোগ নিতে রাজি হয়নি বলে অভিযোগ। এফআইআর দায়ের করতেও অস্বীকার করা হয় বলে অভিযোগ। আজ ঘটনাস্থল থেকে ফেসবুক লাইভ করে গোটা ঘটনা নিয়ে সরব হন জিতু পত্নী নবনীতা। তাঁর অভিযোগ, ধাক্কা মারার পরে গাড়ির চালক হুমকি দেন তাঁদের। নিরাপত্তাবোধ না করায় থানার মধ্যেই বসে থাকেন নবনীতা। কিন্তু ঘণ্টার পর ঘণ্টা বসে থাকার পরেও পুলিশের কাছ থেকে কোনও সহযোগিতা তাঁরা পাননি বলে অভিযোগ। ফেসবুক লাইভে সেই ঘটনার কথাই জানিয়েছেন নবনীতা।
আরও পড়ুন: Deepika Ranveer: গুঞ্জন সার, দীপবীর আছেন দীপবীরেই! ক্যামেরায় ধরা পড়ল সেই চেনা রসায়ন
রোহিত শেট্টির নতুন ছবিতে দীপিকা
সদ্য মুক্তি পেয়েছে রোহিত শেট্টি (Rohit Shetty) পরিচালিত ছবি 'সার্কাস' (Circus)-এর একটি গান। আর সেই গানে ছবির নায়ক রণবীর সিংহ (Ranbir Singh) -এর পাশে নাচ করতে দেখা গিয়েছে দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)-কে। 'কারেন্ট লাগা রে' ইতিমধ্যেই হিট। আর এবার, দীপিকাকে নিয়েই নতুন ছবির ঘোষণা করলেন রোহিত শেট্টি। সিংহম (Singham)-এর সিক্যুয়ালে একজন মহিলা পুলিশ অফিসারের ভূমিকায় দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে। 'সিংঘম এগেন' (Singham Again) নাম দিয়ে 'সিংঘম'-এর নতুন সিক্যুয়াল নিয়ে আসছে রোহিত শেট্টি। এর আগে 'সিংঘম'-এ অভিনয় করেছিলেন অজয় দেবগণ। দর্শকদের কাছে তাঁর অভিনয় প্রশংসিতও হয়েছিল। তবে এবার 'সিংঘম' সিরিজে নতুন সংযোজন হতে চলেছেন দীপিকা পাড়ুকোন।
চণ্ডীগড়ে কিয়ারা-সিদ্ধার্থের বিয়ে
ডিসেম্বর যেন বিয়ের মাস। টলিউড থেকে বলিউড, একাধিক তারকা জুটি বাঁধা পড়ছেন বিবাহ বন্ধনে। তবে শুরু এই বছর নয়, গতবছর এই ডিসেম্বর মাসেই সাত পাকে বাঁধা পড়েছিলেন ভিকি কৌশল (Vicky Kaushal) ও ক্যাটরিনা কইফ (Katrina Kaif)। কয়েক বছর আগে নিক জোনাস (Nick Jonas)-এর সঙ্গে এই ডিসেম্বরেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন প্রিয়ঙ্কা চোপড়া (Priyanka Chopra)। আর এবার কি সেই তালিকায় নাম লেখাতে চলেছেন কিয়ারা আডবাণী (Kiara Advani) আর সিদ্ধার্থ মলহোত্র (Siddharth Malhotra)-ও? বলিউডে এখন সবচেয়ে চর্চিত জুটি তাঁরাই। শোনা যাচ্ছে খুব তাড়াতাড়িই বিয়ে সেরে ফেলবেন তাঁরা। তবে চলতি মাসে নয়, আগামী বছর অর্থাৎ ২০২৩ সালের প্রথম দিকেই নাকি বিবাহবন্ধনে বাঁধা পড়বেন এই জুটি। সদ্য পাওয়া খবর অনুযায়ী, ইতিমধ্যেই নাকি বিয়ের ভেন্যুও পাকা করে ফেলেছেন তাঁরা। সিদ্ধার্থের পরিবার থাকে চণ্ডীগড়ে। আর তাই, চণ্ডীগড়ের ওবেরয় সুখভিলা থেকেই শুরু হবে 'শেরশাহ' জুটির নতুন জীবন।