এক্সপ্লোর

Top Entertainment News Today: কিং খানের আবেগমাখা জন্মদিন, দেবশ্রীর প্রথম ওয়েব সিরিজের শ্যুটিং, বিনোদনের সারাদিন

Top Entertainment News: দিনভর বিনোদন দুনিয়ায় নজর কাড়ল কোন কোন খবর? দেখে নিন বিনোদনের সারাদিন

কলকাতা: ২ নভেম্বর। কিং খানের জন্মদিন। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বাস্তব... আজ শাহরুখ খানকে নিয়ে আবেগে ভাসল গোটা পৃথিবী। আর নিজের আগামী ছবির ঝলক প্রকাশ করার জন্য শাহরুখও বেছে নিলেন এই দিনটিকেই। পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় নজর কাড়ল আর কোন কোন খবর? দেখে নিন বিনোদনের সারাদিন।

 

অনুরাগীদের শুভেচ্ছায় আপ্লুত শাহরুখ

'আমি আপনাদের ভালবাসার স্বপ্নেই বেঁচে আছি... সকালে দেখা হচ্ছে পর্দায় এবং পর্দার বাইরে'! ২ নভেম্বর, একেবারে সকাল সকাল শাহরুখ খানের স্যোশাল মিডিয়ার দেওয়ালে জ্বলজ্বল করছে কয়েকটা বাক্য। জন্মদিনের সকালেই অনুরাগীদের শুভেচ্ছা জানিয়েছেন বার্থ ডে বয়। আজকের এই দিনটাই অগনিত ফ্যান মহলের ক্যালেন্ডারে 'এসআরকে দিবস'। উদযাপনের দিন। আর তাই রাত ১২টার পর থেকেই শুভেচ্ছা বার্তায় ভরে গিয়েছেন তিনি। সকাল হতে না হতে তারই কৃতজ্ঞতা জানিয়েছেন। লিখেছেন, 'এটা অবিশ্বাস্য যে আপনারা এত রাতে এসেছেন এবং আমাকে শুভেচ্ছা জানিয়েছেন, কিন্তু আমি নিছকই একজন অভিনেতা। আপনাদের সামান্য খুশী করতে পারার চেয়ে আনন্দের আর কিছু নেই। আপনাদের ভালবাসার স্বপ্নেই আমি বেঁচে আছি। আমাকে আপনাদের বিনোদন দেওয়ার সুযোগের জন্য অনেক ধন্যবাদ। সকালে দেখা হচ্ছে পর্দায় এবং পর্দার বাইরে'। ১ নভেম্বর রাতেই শাহরুখ বাড়ির সামনে পৌঁছে যান অগুনতি ভক্ত। এত রাতেও ভক্তদের হতাশ করেননি তিনি। রাত ১২টা বাজার পরেই চলে এলেন বাড়ি লাগোয়া সেই বারান্দায়। পরনে ডেনিম জিন্‌স, কালো রঙের টি-শার্ট, মাথায় কালো টুপি এবং চোখে চশমা। বারান্দায় এসে হাত নাড়লেন ভক্তদের উদ্দেশে। প্রতি জন্মদিনেই আরব পাড়ের মন্নতের ছাদে হাজির হন শাহরুখ, হাত নাড়েন সকলের উদ্দেশে, মুখে লেগে থাকে হাসি। 'ভগবান'-কে কয়েকঝলক দেখতে মন্নতের সামনে তখন অসংখ্য অনুরাগীদের ভিড়। উপছে পড়া শুভেচ্ছাবার্তা। সেলিব্রেশন। প্রত্যেক ২ নভেম্বরের এই চিরাচরিত দৃশ্যের সঙ্গে পরিচিত সকলেই। কাজেই পর্দার বাইরে যে আজও আবারও তিনি ফ্য়ানদের দেখা দেবেন তা তো নিশ্চিত।

 

শাহরুখের জন্মদিনেই মুক্তি পেল 'ডাঙ্কি'র প্রথম ঝলক

 অপেক্ষার অবসান। আজ শাহরুখ খানের ৫৮ তম জন্মদিনে মুক্তি পেল ডাঙ্কির টিজার। সকাল ১১টায় মুক্তি পেয়েছে এই টিজারটি। জন্মদিনে ফ্যানদের রিটার্ন গিফট দিলে বলিউডের বাদশা। চলতি বছর বড়দিনের ছুটিতে ফের বলিউডে ফিরছে শাহরুখ ম্যাজিক। আর তারই প্রথম ঝলক মিলল আজ। রাজকুমার হিরানির (Rajkumar Hirani) পরিচালনায় এই প্রথম অভিনয় করতে দেখা যাবে শাহরুখ খানকে। ডিসেম্বরে মুক্তি পাবে 'ডাঙ্কি'। তার আগে মুক্তি পেল  ১ মিনিট ৪৭ সেকেন্ডের টিজার। টিজার বলছে, বন্ধুত্ব, ভালবাসার মোড়কে সাধারণ মানুষের জীবনের স্বপ্নপূরণের গল্প বলবে ছবিটি। রাজকুমার হিরানির (Rajkumar Hirani) পরিচালনায় এই প্রথম অভিনয় করতে দেখা যাবে শাহরুখ খানকে। এটিই রাজু হিরানি ও কিং খানের প্রথম একসঙ্গে কাজ। ছবিতে শাহরুখের চরিত্রের নাম হার্ডি। ‘ডাঙ্কি’ যে একটি কমেডি ছবি হতে চলেছে ইতিমধ্যেই তার ইঙ্গিত পাওয়া গিয়েছে। টিজার বলছে, ছবির প্রেক্ষাপট পঞ্জাব। যেখানে তরুণ প্রজন্মের  উন্নত জীবনের আশায় দেশান্তরে যাওয়ার গল্প তুলে ধরা হবে। বাদশার সঙ্গে ডাঙ্কি সফরে দেখা মিলবে তাপসী পান্নু, ভিকি কৌশলের। এদিন এক্স হ্যান্ডেলে টিজারটি শেয়ার করে শাহরুখ খান লিখেছেন, 'কয়েকজন সাধারণ মানুষের জীবনের স্বপ্নপূরণের গল্প। বন্ধুত্ব, ভালবাসা, একতায় সমৃদ্ধ এক সম্পর্ক, যার নাম বাড়ি।' তিনি আরও লিখেছেন, এই পথ চলার অংশীদার হতে পারে আমি সম্মানিত। আশা করি আপনারাও সঙ্গে আসবেন'। টিজারের ক্যাপশনে Drop1 কথাটি হ্যাশট্যাগে উল্লেখ করেছেন শাহরুখ খান। অর্থাৎ এর পর টিজারের আরও একটি পার্ট আসবে বলেই মনে করা হচ্ছে।

 

'জীবনের সবচেয়ে বড় ম্যাজিক', আকৃতির কোলে এল পুত্রসন্তানূ

মা হলেন সঙ্গীতশিল্পী আকৃতি কক্কর (Akriti Kakkar), কোলে এল পুত্রসন্তান। সোশ্যাল মিডিয়ায় এই খবর নিজেই ঘোষণা করেন শিল্পী। গতকাল অর্থাৎ ১ নভেম্বর তাঁর কোলে এসেছে একরত্তি। ২০১৬ সালে চিরাগ আরোরার (Chirag Arora)-র সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন আকৃতি। সোশ্যাল মিডিয়ায় একটি মিষ্টি ছবি পোস্ট করে আকৃতি জানালেন, তাঁদের জীবনে এসেছে এক নতুন সদস্য। আকৃতি মা হওয়ার খবর দেওয়ার সঙ্গে সঙ্গে ধন্যবাদ জানিয়েছেন তাঁর পরিবারকে, চিকিৎসকদের ও অনুরাগীদের। সবার আশীর্বাদেই নতুন এই ম্যাজিককে জীবনে পেয়েছেন আকৃতি-চিরাগ। আকৃতি লিখেছেন, ১ তারিখ আমার পরিবার দৈর্ঘ্যে ২ ফুট আর একটা একটা সুন্দর হৃদয় নিয়ে বাড়ল। পরিবারে আমাদের ছোট্ট ছেলে এল। ব্রহ্মান্ড যেন আমাদের একটা নতুন ম্যাজিক দিয়ে আশীর্বাদ করল।' আকৃতিকে শুভেচ্ছা জানিয়েছেন বলিউডের অনেকেই। আকৃতি জনপ্রিয় সঙ্গীতশিল্পী। বলিউডের একাধিক হিট গান তিনি গেয়েছেন। ২০১৬ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। বলিউডে ‘স্যাটারডে স্যাটারডে’, ‘ইনশাহ আল্লা’-র মতো একাধিক সুপারহিট গান গেয়েছেন আকৃতি। বাংলা ছবিতে বা টলিউডেও তাঁর গাওয়া একাধিক গান জনপ্রিয় হয়েছে। বিভিন্ন মিউজিক ভিডিও হিট হয়েছে আকৃতির। আকৃতির দুই বোন সুকৃতি এবং প্রকৃতিও পেশাদার সঙ্গীতশিল্পী। তাঁরাও ভীষণ খুশি আকৃতির জীবনে এই শিশুপুত্রের আগমনে।

 

খোলা চুল, ভয় ধরানো চাহনি... এ কোন উষসী!

লম্বা চুল এলোমেলো হয়ে ছড়িয়ে আছে মুখের চারিদিকে। চোখের চাউনিতে রহস্য? নাকি ভৌতিক কিছু? 'পেত্নি'-র বেশে এ কোন উষসী রায় (Ushashi Ray)! আজ প্রকাশ্যে এল 'আড্ডা টাইমস' (Adda Times)-এর নতুন ওয়েব সিরিজ 'পেত্নি' (Patni)-র টিজার ও ফার্স্ট লুক। অভিমুন্য মুখোপাধ্যায় (Abhimanyu Mukherjee) পরিচালিত এই ওয়েব সিরিজের মুখ্যভূমিকায় রয়েছেন উষসী। অন্যান্য ভূমিকায় রয়েছেন জেসমিন রায় (Jasmine Roy), কাঞ্চন মল্লিক (Kanchan Mullick), শুভ্রজিৎ দত্ত (Subhrajit Dutta) ও অর্ণব বন্দ্যোপাধ্যায় (Arnab Banerjee)। আদ্যপান্ত রহস্য আর হাড়হিম করা ভয়ে মোড়া এই ওয়েব সিরিজ মুক্তি পাবে চলতি মাসেই। 'আড্ডা টাইমস'-এর ওয়েব প্ল্যাটফর্মে।  এই গল্পের শুরু হয় চার বন্ধুকে নিয়ে। নীলেষ, জুঁই, শোভন ও রাকা সেন। চার বন্ধু মিলে মধ্যরাতে একটি ড্রাইভে বেরোয়। উদ্দেশ্য নিছক মজা। কিন্তু এই সফরেরই পরিণতি হয় ভয়াবহ। হঠাৎ এক অলৌকিকভাবে দুর্ঘটনার কবলে পড়ে তাদের গাড়ি। আর তারপর থেকেই, হঠাৎ নিরুদ্দেশ হয়ে যায় বন্ধু রাকা। কিন্তু ঠিক কোন উপায়ে রাকাকে ফিরিয়ে আনবে বন্ধুরা? এখানে পুলিশের ভূমিকায় দেখা যাবে কাঞ্চনকে। এই প্রথম ওয়েব সিরিজে কাজ করছেন অর্ণবও। 

 

দীর্ঘ বিরতির পরে প্রথম ওয়েব সিরিজ দেবশ্রীর, শ্যুটিং সেটে 'কেমিস্ট্রি'-র খোঁজ নিল এবিপি লাইভ

পার্ক স্ট্রিটের বার্কমাইয়ার হোস্টেল চত্বরে গেট ঠেলে পা রাখতেই চোখে পড়ল গাড়ির সারি। সেই সমস্ত পেরিয়ে, উঠোন পর্যন্ত এসেও তেমন কর্মব্যস্ততা চোখে পড়ল না। একটা বিশাল হলঘরের একদিকে তৈরি করা হয়েছে কোর্টরুম। পরিচালকের খোঁজ করতেই একজন সহকারী ওপরে উঠে যেতে বললেন। পুরনো দিনের সিঁড়ি ভেঙে ওপরে উঠতেই বদলে গেল ছবিটা। দোতলার একটি ঘরকে চলছে হাসপাতালের শ্যুটিংয়ের দৃশ্য। শট বুঝিয়ে দিচ্ছেন পরিচালক আর অন্যান্যদের সঙ্গে মন দিয়ে তা শুনে নিচ্ছেন 'কেমিস্ট্রি মাসি'। ক্লান্তি নেই, বিরক্তি নেই... ফ্যান বন্ধ করে একের পর এক শট নেওয়া চলছে। ১০ বছর পরে, তাঁকে অভিনয়ে ফেরালেন সৌরভ চক্রবর্তী (Sourav Chakraborty)... মনিটরে চোখ রেখে পরিচালক নির্দেশ দিলেন... 'দেবশ্রীদি, শটে যাব এবার.. অ্যাকশন'। জোরকদমে চলছে ওয়েব সিরিজ 'কেমিস্ট্রি মাসি'-র শ্যুটিং। মুখ্যভূমিকায় দেবশ্রী রায় (Debashree Roy)। একসময় রাজনীতির সৌজন্যে অভিনয় থেকে দূরে ছিলেন তিনি। গত ১০ বছরে ছোটপর্দার একটি ধারাবাহিকে অভিনয় করেছেন কেবল। আর কাজ ফিরিয়ে দিয়েছেন অজস্র। কিন্তু সুরচিতার চরিত্র শুনে তাঁর মনে হয়েছিল, ওয়েব সিরিজে পা রাখার জন্য এটাই বোধহয় সেরা চরিত্র। দুটো শটের মাঝখানে একটু জিরিয়ে নেওয়ার সময়। সেই ফাঁকে সেটেই এবিপি লাইভ (ABP Live) খোঁজ নিল দেবশ্রীর শ্যুটিং-পাঁচালির। পর্দায় কেমিস্ট্রি পড়ালেও, ছোটবেলার নাকি রসায়ন একেবারেই পছন্দ ছিল না দেবশ্রীর! অভিনেত্রী বলছেন, 'সৌরভ যখন এই চরিত্রটা অফার করে, একটু ভয়ই পেয়েছিলাম। রসায়নের শিক্ষিকা মানে তো সাবলীল হতে হবে। তবে সৌরভ আর ঈশিতা বলেছিল, আমায় ছাড়া নাকি কাজটাই করবে না। শ্যুটিং প্রায় শেষ হয়ে এল। চেষ্টা করছি সুরচিতার চরিত্রটাকে ফুটিয়ে তোলার। সৌরভ ভীষণ সিরিয়াসলি কাজ করে। একটা সময় রাজনীতির জন্য অভিনয়ে একটা বিরতি নিয়েছিলাম। এখন মনে হয়, ক্যামেরার সামনেই নিজেকে সবচেয়ে বেশি খুঁজে পাই। এটাই আসল আমি। গত ১০ বছরে প্রচুর কাজকে না বলেছি। তবে 'কেমিস্ট্রি মাসি'-র অফার ফেরাতে পারলাম না।'

আরও পড়ুন: Debashree Roy Exclusive: রাজনীতিতে অস্বস্তি হচ্ছিল, মনে হল অভিনয়েই ফেরা উচিত: দেবশ্রী

আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement

সেরা শিরোনাম

India vs Australia Innings Highlights: একা কুম্ভ হয়ে লড়াই করলেন বুমরা, রানের পাহাড়ে অস্ট্রেলিয়া, পরীক্ষা এবার কোহলিদের
একা কুম্ভ হয়ে লড়াই করলেন বুমরা, রানের পাহাড়ে অস্ট্রেলিয়া, পরীক্ষা এবার কোহলিদের
Contai Co-operative Election: কেন্দ্রীয় বাহিনী দিয়ে সমবায় ভোট; শুভেন্দু-গড়ে ধরাশায়ী বিজেপি, উড়ল সবুজ আবির
কেন্দ্রীয় বাহিনী দিয়ে সমবায় ভোট; শুভেন্দু-গড়ে ধরাশায়ী বিজেপি, উড়ল সবুজ আবির
West Bengal News Live: বাংলাদেশ ইস্যুতে সর্বদলীয় বৈঠকের ডাক প্রদেশ কংগ্রেসের
বাংলাদেশ ইস্যুতে সর্বদলীয় বৈঠকের ডাক প্রদেশ কংগ্রেসের
IND vs AUS Test Live: হেড, স্মিথের সেঞ্চুরি, শেষবেলায় ক্যারির আগ্রাসী ব্যাটিং, দ্বিতীয় দিনশেষে অজ়িদের স্কোর ৪০৫/৭
হেড, স্মিথের সেঞ্চুরি, শেষবেলায় ক্যারির আগ্রাসী ব্যাটিং, দ্বিতীয় দিনশেষে অজ়িদের স্কোর ৪০৫/৭
Advertisement
ABP Premium

ভিডিও

TMC News: সংখ্যালঘুরা সংখ্যাগুরু হবে,ফিরহাদ মন্তব্যকে হাতিয়ার করে পাল্টা হুঁশিয়ারি কার্তিক মহারাজেরBangladesh News: বাংলাদেশে নৈরাজ্যের আবহে আজ 'বিজয় দিবস'। কলকাতা ফোর্ট উইলিয়ামে বিশেষ অনুষ্ঠানKolkata News: কলকাতায় বসেই এশিয়ার নানা দেশের হরেক খাবার চেখে দেখার সুযোগ! কোথায়?Kolkata News: কিছুদিন পরেই বড়দিন, এরই মধ্যে ক্যালকাটা ক্লাবে আয়োজিত হল ৩৩ তম ‘বেকারি কার্নিভাল’

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
India vs Australia Innings Highlights: একা কুম্ভ হয়ে লড়াই করলেন বুমরা, রানের পাহাড়ে অস্ট্রেলিয়া, পরীক্ষা এবার কোহলিদের
একা কুম্ভ হয়ে লড়াই করলেন বুমরা, রানের পাহাড়ে অস্ট্রেলিয়া, পরীক্ষা এবার কোহলিদের
Contai Co-operative Election: কেন্দ্রীয় বাহিনী দিয়ে সমবায় ভোট; শুভেন্দু-গড়ে ধরাশায়ী বিজেপি, উড়ল সবুজ আবির
কেন্দ্রীয় বাহিনী দিয়ে সমবায় ভোট; শুভেন্দু-গড়ে ধরাশায়ী বিজেপি, উড়ল সবুজ আবির
West Bengal News Live: বাংলাদেশ ইস্যুতে সর্বদলীয় বৈঠকের ডাক প্রদেশ কংগ্রেসের
বাংলাদেশ ইস্যুতে সর্বদলীয় বৈঠকের ডাক প্রদেশ কংগ্রেসের
IND vs AUS Test Live: হেড, স্মিথের সেঞ্চুরি, শেষবেলায় ক্যারির আগ্রাসী ব্যাটিং, দ্বিতীয় দিনশেষে অজ়িদের স্কোর ৪০৫/৭
হেড, স্মিথের সেঞ্চুরি, শেষবেলায় ক্যারির আগ্রাসী ব্যাটিং, দ্বিতীয় দিনশেষে অজ়িদের স্কোর ৪০৫/৭
Bangladesh: ফোনে চার্জ দেওয়া নিয়ে সংঘর্ষ! সিলেটে নামল সেনা, আহত ৬০
ফোনে চার্জ দেওয়া নিয়ে সংঘর্ষ! সিলেটে নামল সেনা, আহত ৬০
RG Kar Protest: সন্দীপ-অভিজিতের জামিনের প্রতিবাদ, ধর্নায় বসার সিদ্ধান্ত সিনিয়র চিকিৎসকদের
সন্দীপ-অভিজিতের জামিনের প্রতিবাদ, ধর্নায় বসার সিদ্ধান্ত সিনিয়র চিকিৎসকদের
Aadhaar Card Money Fraud: সাবধান ! আধার কার্ড দিয়ে টাকা তুলছেন, একটি ভুলেই খালি হবে অ্য়াকাউন্ট
সাবধান ! আধার কার্ড দিয়ে টাকা তুলছেন, একটি ভুলেই খালি হবে অ্য়াকাউন্ট
Allu Arjun: পুষ্পা ২-এ নিয়েছেন ৩০০ কোটি টাকা ! জানেন বছরে কত ট্যাক্স দিয়েছেন অল্লু অর্জুন ?
পুষ্পা ২-এ নিয়েছেন ৩০০ কোটি টাকা ! জানেন বছরে কত ট্যাক্স দিয়েছেন অল্লু অর্জুন ?
Embed widget