Top Entertainment News Today: সিদ্ধার্থ-কিয়ারার বিয়েতে শিলমোহর? ৭০০ কোটির ব্যবসা 'পাঠান'-এর, বিনোদনের সারাদিন
Top Entertainment News: দিনভর বিনোদন দুনিয়ায় নজর কাড়ল কোন কোন খবর? দেখে নিন বিনোদনের সারাদিন
কলকাতা: বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বলিউডের দুই তারকা সিদ্ধার্থ মলহোত্র (Sidharth Malhotra) ও কিয়ারা আডবাণী (Kiara Advani)। শোনা যাচ্ছে, আগামী ৬ ফেব্রুয়ারি তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হবেন। রাজস্থানের জয়সলমীরের সূর্যগড় প্যালেসে নতুন জীবন শুরু করবেন তাঁরা। বিয়ের সমস্ত প্রস্তুতি শেষ। দুই পরিবার, ঘনিষ্ঠ ব্যক্তিরা উপস্থিত থাকতে পারেন। শোনা যাচ্ছে, ১০০ জন অতিথি আমন্ত্রিত হয়েছেন সিদ্ধার্থ- কিয়ারার বিয়েতে। দুই তারকা বিয়ে সম্পর্কে নিজেদের মুখে কুলুপ এঁটেছেন। কিন্তু সম্প্রতি জয়সলমীরের সূর্যগড় প্যালেসের পক্ষ থেকে এক সোশ্যাল মিডিয়া পোস্টে কমেন্ট করা হয়েছে। সেই কমেন্ট দেখেই আন্দাজ করা যাচ্ছে যে, তাহলে কি তারা সিদ্ধার্থ - কিয়ারার বিয়ের খবর স্বীকার করে নিল? এবার অনশন (hunger strike) শুরু করলেন ইরানের (iran) বিশ্ববন্দিত চিত্রপরিচালক জাফর পানাহি (jafar panahi)। কারণ? সুপ্রিম কোর্ট রায় দেওয়া সত্ত্বেও তেহরানের (tehran) ইভন প্রিজন থেকে মুক্তি পাননি পানাহি। তাই ইরানের বিচারব্যবস্থা ও নিরাপত্তা বাহিনীর ' বেআইনি ও অমানবিক' আচরণের প্রতিবাদে অনশনের পথ বাঁচলেন 'অফসাইড' ছবির নির্মাতা। দিনভর বিনোদন দুনিয়ায় নজর কাড়ল কোন কোন খবর? দেখে নিন বিনোদনের সারাদিন
সিদ্ধার্থ-কিয়ারার বিয়েতে শিলমোহর?
বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বলিউডের দুই তারকা সিদ্ধার্থ মলহোত্র (Sidharth Malhotra) ও কিয়ারা আডবাণী (Kiara Advani)। শোনা যাচ্ছে, আগামী ৬ ফেব্রুয়ারি তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হবেন। রাজস্থানের জয়সলমীরের সূর্যগড় প্যালেসে নতুন জীবন শুরু করবেন তাঁরা। বিয়ের সমস্ত প্রস্তুতি শেষ। দুই পরিবার, ঘনিষ্ঠ ব্যক্তিরা উপস্থিত থাকতে পারেন। শোনা যাচ্ছে, ১০০ জন অতিথি আমন্ত্রিত হয়েছেন সিদ্ধার্থ- কিয়ারার বিয়েতে। দুই তারকা বিয়ে সম্পর্কে নিজেদের মুখে কুলুপ এঁটেছেন। কিন্তু সম্প্রতি জয়সলমীরের সূর্যগড় প্যালেসের পক্ষ থেকে এক সোশ্যাল মিডিয়া পোস্টে কমেন্ট করা হয়েছে। সেই কমেন্ট দেখেই আন্দাজ করা যাচ্ছে যে, তাহলে কি তারা সিদ্ধার্থ - কিয়ারার বিয়ের খবর স্বীকার করে নিল? সম্প্রতি পাপারাৎজ্জিদের পক্ষ থেকে নেট দুনিয়ায় একটি পোস্ট করা হয়েছে। সিদ্ধার্থ মলহোত্র ও কিয়ারা আডবাণীর ছবি পোস্ট করে তাঁরা লিখেছেন যে, সিদ্ধার্থ - কিয়ারার বিয়ে কভার করতে তাঁরা শীঘ্রই জয়সলমীর আসছেন। পাপারাৎজ্জিদের সেই পোস্টেই 'দেখা হচ্ছে শীঘ্রই' বলে কমেন্ট করা হয় সূর্যগড় প্যালেসের সোশ্যাল মিডিয়া হ্যান্ডল থেকে। এরপরই নেট দুনিয়ায় গুঞ্জন রটেছে যে, এভাবেই দুই বলি তারকার বিয়ের খবর নিশ্চিত করল সূর্যগড় প্যালেস? গুঞ্জনের উত্তর দেবে সময়।
প্রয়াত কিংবদন্তি ছবি নির্মাতা কে বিশ্বনাথ
প্রয়াত হলেন কিংবদন্তি ছবি নির্মাতা কে বিশ্বনাথ (K Viswanath)। বৃহস্পতিবার রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। গত কয়েক মাস ধরেই তিনি বয়স জনিত নানা শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। তাঁকে ভর্তি করা হয়েছিল এক বেসরকারী হাসপাতালে। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (K Viswanath Passes Away)। কিংবদন্তি ছবি নির্মাতা কে বিশ্বনাথের প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে বিনোদন মহলে। শোক প্রকাশ করছেন তারকারা। কে বিশ্বনাথ রেখে গেলেন তাঁর স্ত্রী জয়া লক্ষ্মী ও চার সন্তানকে।
আরও পড়ুন: Ayushmann on Pathaan: 'পাঠান'-এর সঙ্গে তুলনা, প্রতিবাদ করে আয়ুষ্মানের জবাব, 'আমি শাহরুখ অনুরাগী'
রায় সত্ত্বেও জেলবন্দি জাফর পানাহি
এবার অনশন (hunger strike) শুরু করলেন ইরানের (iran) বিশ্ববন্দিত চিত্রপরিচালক জাফর পানাহি (jafar panahi)। কারণ? সুপ্রিম কোর্ট রায় দেওয়া সত্ত্বেও তেহরানের (tehran) ইভন প্রিজন থেকে মুক্তি পাননি পানাহি। তাই ইরানের বিচারব্যবস্থা ও নিরাপত্তা বাহিনীর ' বেআইনি ও অমানবিক' আচরণের প্রতিবাদে অনশনের পথ বাঁচলেন 'অফসাইড' ছবির নির্মাতা। জেল থেকে যে বিবৃতি তিনি দিয়েছেন, তার মমার্থ একটাই। ইরানের নিরাপত্তা বাহিনী এই "পণবন্দি" করার যে খেলায় মেতেছে তার প্রতিবাদে অন্ন, জল তো বটেই, জীবনদায়ী ওষুধও নেবেন না পানাহি। তাতে যদি কারাগার থেকে তাঁর নিথর দেহ বেরোয়, তবে তাই হোক। বরেণ্য পরিচালকের কড়া সিদ্ধান্ত জানিয়ে ইনস্টাগ্রামে পোস্ট দিয়েছেন স্ত্রী তাহেরে সইদি ও ছেলে পানাহ পানাহি। তার পর থেকে তোলপাড়।
'ব্যোমকেশ' দেবের পরিচালক বিরসা
এবার ব্যোমকেশের ভূমিকায় দেখা যাবে দেবকে। সেই খবর আগেই জানিয়েছিলেন অভিনেতা। তবে পরিচালকের নাম প্রকাশ্যে আসেনি তখনও। ইতিমধ্যেই বড়পর্দায় ব্যোমকেশ পরিচালনা করেছেন অরিন্দম শীল (Arindam Sil), অঞ্জন দত্তের (Anjan Dutt) মতো পরিচালকেরা। এবার নতুন ব্যোমকেশের হাত ধরছেন তিনি, ব্যোমকেশ ফ্র্যাঞ্চাইজিতে তিনিও প্রথম পা রাখছেন। বিরসা দাশগুপ্ত (Birsha Dashgupta)। আজ সোশ্যাল মিডিয়ায় বিরসা জানান, দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চারর্স -এর পরিচালনায় নতুন ব্যোমকেশ পরিচালনা করছেন তিনি। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের 'দূর্গ-রহস্য' অবলম্বনে তৈরি হবে ছবির গল্প। ইন্ডাস্ট্রিতে নিজের ১৭ বছর পূর্তির দিন নতুন এই খবর জানিয়েছিলেন দেব।
৯দিনেই আমিরের 'দঙ্গল'-এর রেকর্ড ভেঙে দিচ্ছে 'পাঠান'
বক্স অফিসে রাজত্ব করছে 'পাঠান' (Pathaan)। মুক্তি পাওয়ার পর থেকে একের পর এক রেকর্ড ভাঙছে এই ছবি। শুধু দেশেই নয়, 'পাঠান' দুর্দান্তভাবে ব্যবসা করছে বিশ্বজুড়ে। ট্রেড অ্যানালিস্টদের দেওয়া তথ্য অনুযায়ী জানা যাচ্ছে, মাত্র ৯ দিনেই বিশ্বজুড়ে ৭০০ কোটি টাকার ব্যবসা করার পথে এই ছবি। আর তাতেই টেক্কা দিচ্ছে আমির খানের 'দঙ্গল' (Dangal) ছবির বক্স অফিস কালেকশনকে। ট্রেড অ্যানালিস্টদের দেওয়া তথ্য অনুযায়ী জানা যায়, গত ২৫ জানুয়ারি ৫৭ কোটি টাকার ব্যবসা দিয়ে জার্নি শুরু করেছিল 'পাঠান'। ৯ দিন হল মুক্তি পেয়েছে এই ছবি। আর মাত্র ৫ দিনেই বিশ্বজুড়ে ৫০০ কোটি টাকার ব্যবসা করে ফেলে। হিন্দি ছবির ইতিহাসে 'পাঠান'ই প্রথম ছবি। যা মাত্র ৭ দিনেই ৩০০ কোটির ক্লাবে পৌঁছে গিয়েছিল। আর এবার 'দঙ্গল'-এর তৈরি করা রেকর্ড ভেঙে দিচ্ছে।