(Source: ECI/ABP News/ABP Majha)
Top Social Post: মেয়ের জন্য শাহরুখের খোলা চিঠি, অচেনা 'জগদ্ধাত্রী', আজ সোশ্যাল মিডিয়ায় নজর কাড়লেন কারা?
Top Social Post Updates: সোশ্যাল মিডিয়ায় আজ নজর কাড়ল কোন কোন পোস্ট? এক ঝলকে আজকের সোশ্যালের সেরা খবরগুলি
কলকাতা: বলিউডে আত্মপ্রকাশ শাহরুখ খান (Shah Rukh Khan) -কন্যা সুহানার (Suhana Khan)। মুক্তি পেল নতুন ছবি 'দ্য আর্চিজ' (The Archies)-এর ট্রেলার। সোশ্যাল মিডিয়ায় সেই ট্রেলার শেয়ার করে নিলেন খোদ কিং খান। হাতে বন্দুক নেই... নেই সেই ক্ষুরধার চাহনিও... বিনোদিনীর বেশে এ কোন জগদ্ধাত্রী! সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী অঙ্কিতা মল্লিকের (Ankita Mallick) নতুন ছবি দেখে অবাক নেটদুনিয়া। টলিউড থেকে শুরু করে বলিউড... সোশ্যাল মিডিয়ায় আজ নজর কাড়ল কোন কোন পোস্ট? এক ঝলকে আজকের সোশ্যালের সেরা খবরগুলি
বাবার সাম্রাজ্যে পা রাখছেন সুহানা, মেয়েকে নিয়ে কী লিখলেন শাহরুখ?
বলিউডে আত্মপ্রকাশ শাহরুখ খান (Shah Rukh Khan) -কন্যা সুহানার (Suhana Khan)। মুক্তি পেল নতুন ছবি 'দ্য আর্চিজ' (The Archies)-এর ট্রেলার। সোশ্যাল মিডিয়ায় সেই ট্রেলার শেয়ার করে নিলেন খোদ কিং খান। সোশ্যাল মিডিয়ায় আজ মেয়ের প্রথম ওয়েব সিরিজের ট্রেলার শেয়ার করে শাহরুখ লিখেছেন, 'একেবারে সময়োপযোগী একটা বিষয় এবং চরিত্রগুলো কখনও পুরনো হবার নয়। পৃথিবীটাকে যেন বড্ড ভঙ্গুর করে দেয়। এই ছবিটাকে জোয়া কী সরল অথচ বার্তাবহ করে তৈরি করেছে। আমাদের, আমাদের গোটা পৃথিবীর মানুষকে হয়তো পরিবেশ নিয়ে আরও একটু ভাবতে হবে। গোটা টিমকে আমার তরফ থেকে ধন্যবাদ এমন সুন্দর, সরল আর বার্তাবহ একটা ছবি তৈরি করার জন্য।' আগামী ৭ ডিসেম্বর মুক্তি পাবে এই ছবিটি। নেটফ্লিক্সের- প্ল্যাটফর্মে মুক্তি পাবে এই ছবিটি। কেবল সুহানা নয়, এই মিউজি়ক্যাল ফিল্মের হাত ধরে অভিনয় জগতে অভিষেক হচ্ছে আরও দুই তারকা সন্তানের (Star Kid)। একজন শ্রীদেবী (Sridevi) ও বনি কপূরের (Bonny Kapoor)-এর কন্যা খুুশি কপূর (Khushi Kapoor) অপরজন, অমিতাভ বচ্চনের (Amitabh Bacchan)-এর নাতি অগস্ত্য নন্দ (Agastya Nanda)।
View this post on Instagram
'জগদ্ধাত্রী' নাকি বিনোদিনী? অঙ্কিতা মনে করালেন ঋতুপর্ণের 'চোখের বালি'
হাতে বন্দুক নেই... নেই সেই ক্ষুরধার চাহনিও... বিনোদিনীর বেশে এ কোন জগদ্ধাত্রী! সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী অঙ্কিতা মল্লিকের (Ankita Mallick) নতুন ছবি দেখে অবাক নেটদুনিয়া। সদ্য একটি ফটোশ্যুট করিয়েছেন অঙ্কিতা। আর সেখানে তিনি সেজেছেন রবীন্দ্রনাথের উপন্যাস 'চোখের বালি'-র চরিত্র বিনোদিনীর মতো করেই। সাদা শাড়ির সঙ্গে এক গা গয়না.. যেন মনে করিয়ে দেয় ঋতুপর্ণ ঘোষের হাতে গড়া বিনোদিনীকে। ঐশ্বর্য রাইকে (Aishwariya Rai Bacchan)। ঠিক তেমনই গা ভরা গয়নায় সেজেছেন অঙ্কিতা। ধুনোর ধোঁয়ায় তিনি যেন আরও মোহময়ী। আপাতত জি বাংলায় জগদ্ধাত্রী ধারাবাহিকের নামভূমিকায় অভিনয় করছেন তিনি। বেশ জনপ্রিয় এই ধারবাহিক, হামেশাই টিআরপির কড়া টক্করে থাকে এই ধারাবাহিক। একদিকে যেমন জগদ্ধাত্রীর রহস্য উদঘাটন আর সাহসিকতায় মজে দর্শক, তেমনই তাঁদের প্রিয় জগদ্ধাত্রী ও স্বয়ম্ভূর প্রেমও। দুর্গাপুজোর সময় জি বাংলায় মহালয়ার বিশেষ অনুষ্ঠানে মহিষাসুরমর্দ্দিনীর ভূমিকায় দেখা গিয়েছিল অঙ্কিতাকে। বেশ জনপ্রিয় হয়েছিল সেই শো-টি। এই অনুষ্ঠানে পার্বতীর ভূমিকায় দেখা গিয়েছিল দিতিপ্রিয়াকে। মহাদেবের ভূমিকায় দেখা গিয়েছিল 'ফুলকি' -র রোহিত ওরফে অভিষেক বসুকে। অঙ্কিতার জনপ্রিয়তা রয়েছে দর্শকদের মধ্যে। ধারাবাহিকে সাধারণত দুটি লুকে দেখা যায় তাঁকে। জ্যাজ ও জগদ্ধাত্রী। ৪০০ পর্ব পার করে ফেলেছে এই ধারাবাহিক।
View this post on Instagram
আরও পড়ুন: Somu Sarkar Exclusive: অবসরের সঙ্গী গল্পের বই, কোন নায়কের সিনেমা সোমুর দেখা চাই-ই চাই?