Top Social Post: বিরাটকে আগলে অনুষ্কা, ভাইরাল ছবি, ভারতীয় দলের পাশে শাহরুখ, আজকের সোশ্যালের সেরা পোস্টগুলি
Top Social Post Today: সোশ্যাল মিডিয়ার আজকের সেরা পোস্টে রইল সেই সব শিল্পীদের কথা, ভারতীয় দলকে নিয়ে যাঁদের লেখা মন ছুঁয়ে গেল সবার
কলকাতা: বিশ্বকাপ ভারতের হাতছাড়া হওয়ায় মন মরা গোটা দেশ। তবে বিরক্তি নয়, ক্ষোভ উগরে দেওয়া নয়... ব্যর্থতার পরেও গোটা দেশকে দেখা গেল দলের পাশেই দাঁড়াতে। এও এক অনন্য নজির। তারকা থেকে শুরু করে সাধারণ মানুষ.. সকলেই পিঠ চাপড়ে দিলেন সেই দলের যারা গোটা টুর্নামেন্ট অপরাজেয় থেকেছে। সোশ্যাল মিডিয়ার আজকের সেরা পোস্টে রইল সেই সব শিল্পীদের কথা, ভারতীয় দলকে নিয়ে যাঁদের লেখা মন ছুঁয়ে গেল সবার
ভাইরাল 'বিরুষ্কা'-র ছবি
প্রায় দুই দশক পর বিশ্বকাপ ফাইনালে (ODI World Cup 2023) মুখোমুখি হয়েছিল ভারত ও অস্ট্রেলিয়া (India vs Australia)। কিন্তু শেষ অবধি একরাশ মনখারাপ নিয়ে ঘরে ফিরতে হল। স্বাভাবিকভাবেই বিশ্বকাপের হারের পর দেশজুড়ে শোকের পরিবেশ। আর এহেন পরিস্থিতিতেই আবেগঘন অবস্থায় দেখা গিয়েছে 'বিরুষ্কা'কে। ভারতের হারের পর বিরাটকে জড়িয়ে ধরেন অনুষ্কা। স্বাভাবিকভাবেই অনুষ্কার চোখেমুখে বিষন্নতা ধরা পড়েছে। ইতিমধ্যেই সেই ছবি ভাইরাল। নেটদুনিয়ায় ইতিমধ্যেই অনুরাগীরা নানা কথা লিখেছেন। একজন লিখেছেন, প্রত্যেকেরই অনুষ্কার মতোই জীবনসঙ্গী দরকার। যে সবসময় আপনার দুঃখকষ্টে পাশে থাকবে। বিরাট কোহলি খুবই ভাগ্যবান।' পাশাপাশি অন্য একজন লিখেছেন- 'অনুষ্কা যেভাবে বিরাটকে সমর্থন করেছেন, তা সত্যিই হৃদয় ছুঁয়ে যায়'। আরও একজন অনুরাগী এই ছবির কমেন্টে গিয়ে লিখেছেন, 'এটা প্রমাণ করছে যে , আমরা একসঙ্গে আছি।' এবার, অনুষ্কা শর্মা ছাড়াও, শাহরুখ খানও তাঁর পরিবারের সাথে বিশ্বকাপ ২০২৩ ম্যাচ দেখতে এসেছিলেন। একই সঙ্গে দীপিকা পাড়ুকোন, রণবীর সিং, আয়ুষ্মান খুরানা, আশা ভোঁসলের মতো অনেক তারকাই এই ম্যাচে ভারতকে উৎসাহিত করেছেন।
View this post on Instagram
হারের পরও টিম-রোহিতকে ভালবাসায় ভরালেন শাহরুখ
২০০৩-এর বদলা হল না ২৩-এ। ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হার মানল ২৩-এর বিশ্বকাপে অজেয় টিম-রোহিত। ভারতকে ৬ উইকেটে হারিয়ে ষষ্ঠবার বিশ্বচ্যাম্পিয়ন হল ব্যাগি গ্রিন ব্রিগেড। রবিবার রাতে মন ভাঙল আসমুদ্রহিমাচলের। তবে মন খারাপের মাঝে টিম-রোহিতের পাশে দাঁড়িয়ে তাঁদের বাহবায় ভরিয়ে দিলেন কিং খান (Shah Rukh Khan )। রবিবার আমদাবাদে মাঠে (Narendra Modi Stadium )উপস্থিত ছিলেন তিনি। সঙ্গে ছিলেন স্ত্রী ও পুত্র-কন্যা। আগাগোড়া টিম-ইন্ডিয়ার জন্য গলা ফাটিয়েছেন শাহরুখ। আর সেই স্পিরিট বজায় রাখলেন ভারত ম্যাচ হেরে যাওয়ার পরেই। সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিলেন ইতিবাচক বার্তা ( Shah Rukh Khan on World Cup loss )। অস্ট্রেলিয়া ম্যাচ জেতার পর, শাহরুখ তার এক্স হ্যান্ডেলে টিম ইন্ডিয়াকে বিশেষ বার্তা দেন। তিনি লেখেন, “ভারতীয় দল যেভাবে এই পুরো টুর্নামেন্ট খেলেছে তা সম্মানের বিষয় এবং তারা দুরন্ত মনোবল এবং ধৈর্যের নিদর্শন দেখিয়েছে। এটি একটি খেলা এবং সবসময় এর একটি বা দুটি খারাপ দিন আসে। দুর্ভাগ্যবশত আজ এটি ঘটেছে...কিন্তু টিম ইন্ডিয়াকে ধন্যবাদ ক্রিকেটে আমাদের ক্রীড়াজগতে সাফল্যের উত্তরাধিকার নিয়ে আমাদের এত গর্বিত করার জন্য .. সারা ভারতকে এত আনন্দ উপহার দেওয়ার জন্য ধন্যবাদ, শ্রদ্ধা ও ভালবাসা। তোমরা আমাদের গর্বিত করেছ।”
The way the Indian team has played this whole tournament is a matter of honour and they showed great spirit and tenacity. It’s a sport and there are always a bad day or two. Unfortunately it happened today….but thank u Team India for making us so proud of our sporting legacy in…
— Shah Rukh Khan (@iamsrk) November 19, 2023
আরও পড়ুন: Arjun on Anurager Chowa: দীর্ঘদিন পরে ছোটপর্দায় ফিরছেন অর্জুন, দীপার জীবনে কি নতুন 'অনুরাগের ছোঁয়া'?