Top Social Post: নয়া রেকর্ড শাহরুখের, 'বাদামি হায়নার কবলে' আবির! নজরে সোশ্যালে সেরা পোস্টগুলি
Top Social Posts of Today: সোশ্যাল মিডিয়ায় নজর কেড়ে নিল কোন কোন খবর? দেখে নিন আজকের সোশ্যালের সেরা পোস্টগুলি
কলকাতা: সোশ্যাল মিডিয়া এখন তারকাদের সঙ্গে সাধারণ মানুষের যোগাযোগের মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। যেমন একদিনে তারকাদের কাজ ও নতুন নতুন সব চমকের খবর পাওয়া যায় এই সোশ্যাল মিডিয়াতে, তেমনই অনেকেই আবার ভাগ করে নেন ব্যক্তিগত জীবনের খবরও। সোশ্যাল মিডিয়ায় নজর কেড়ে নিল কোন কোন খবর? দেখে নিন আজকের সোশ্যালের সেরা পোস্টগুলি
ছয় দিনে ৬০০ কোটির ক্লাবে শাহরুখ-নয়নতারার 'জওয়ান'
জওয়ান (Jawan) জ্বরে কাবু গোটা বিশ্ব। শাহরুখ খানের (Shah Rukh Khan) এই ছবি এবছরের তৃতীয় ছবি যেটি ৩০০ কোটি অতিক্রম করল। ইতিমধ্য়েই বিশ্বব্য়াপী ৬০০ কোটি টাকারও বেশি ব্য়বসা করে ফেলেছে এই ছবি। শাহরুখের এই অ্যাকশন থ্রিলার মুক্তি পায় ৭ সেপ্টম্বর।। শুরুতেই পাঠান-র রেকর্ডও ভেঙে দেয় 'জওয়ান।' বলিউডে এর আগে সবচেয়ে ওপেনিং করেছিল পাঠান। যা মূলত ৫৭ কোটি। জওয়ান সেই রেকর্ড ভেঙে ওপেনিংয়েই হিন্দি-তামিল মিলিয়ে ৭৫ কোটির গন্ডি ছোঁয়। তথ্য় অনুসারে, জওয়ান ভারতে পঞ্চম দিনে সমস্ত ভাষায় ৩০ কোটির ব্য়বসা করেছে। জওয়ান প্রথম দিনে ৭৫ কোটি (হিন্দি: ৬৫.৫ কোটি, তামিল: ৫.৫ কোটি এবং তেলেগু: ৪ কোটি) উপার্জন করেছে; দ্বিতীয় দিনে ৫৩.২৩ কোটি (হিন্দি: ৪৬.২৩ কোটি, তামিল: ৩.৮৭ কোটি, তেলেগু: ৩.১৩ কোটি); তৃতীয় দিনে ৭৭.৪৩ কোটি (হিন্দি: ৬৮.৭২ কোটি, তামিল: ৫.৩৪ কোটি, তেলেগু: ৩.৭৭ কোটি) এবং দিনে ৮০.১ কোটি (হিন্দি: ৭১.৬৩ কোটি; তামিল: ৫ কোটি; তেলেগু: ৩.৪৭ কোটি) চার এখন পর্যন্ত ভারতে ছবিটির মোট সংগ্রহ ৩১৬.১৬ কোটি।
View this post on Instagram
পরাণের কলমে নতুন গোয়েন্দার রূপ পেলেন আবির
দেবালয় ভট্টাচার্য্য (Debaloy Bhattacharyya)-র পরিচালনায় নতুন গোয়েন্দার ভূমিকায় আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee)। আর তাঁর গল্প নাকি লিখছেন শ্রীস্বপনকুমার ওরফে পরাণ বন্দ্যোপাধ্যায় (Paran Banerjee)! আজ মুক্তি পেল এসভিএফ প্রযোজনা সংস্থার (SVF) নতুন ছবি 'শ্রীস্বপনকুমারের বাদামি হায়নার কবলে'-র মোশন পোস্টার। এই গল্পে, দীপক চট্টোপাধ্যায়ের ভূমিকায় দেখা যাবে আবিরকে। ফের আরও এক গোয়েন্দার চরিত্রে আবিরকে দেখা গেলেও, এই চরিত্র বেশ আলাদা হবে বলেই আশা নির্মাতাদের। আজ মোশন পোস্টারের সঙ্গে সঙ্গে মুক্তি পেয়েছে আবির ও পরাণ বন্দ্যোপাধ্যায়ের লুক। আবিরের লুকের সঙ্গে অনেকটা মিল পাওয়া যায় শার্লক হোমসের। তাঁর মাথায় বাদামি টুপি, গায়ে বাদামি লম্বা কোট ও হাতে রিভলবার। অন্যদিকে, তাঁরই পিছনে দাঁড়িয়ে রয়েছেন পরাণ। তাঁর এক হাতে একটি লাল খেলন হেলিকপ্টার, অন্য হাতে টর্চ। চোখে চশমা কিন্তু তাঁর মুখে বেশ রসিক হাসি।
View this post on Instagram