Top Social Post: শাহরুখ, রানি, কর্ণের বিশেষ চমক, 'বগলামামা' হচ্ছেন খরাজ, নজরে সোশ্যাল মিডিয়ার সেরা পোস্টগুলি
Top Social Post Update: আজ টলিউড থেকে বলিউডে সোশ্যাল মিডিয়ায় নজর কাড়ল কোন কোন পোস্ট? দেখে নিন বিনোদন দুনিয়ার সেরা সোশ্যাল পোস্টগুলি।
কলকাতা: সম্প্রতি বিনোদন ইন্ডাস্ট্রিতে ২৫ বছর (25 Years) পূর্তির উদযাপন করেন পরিচালক ও প্রযোজক কর্ণ জোহর (Karan Johar)। এবার তাঁকে দেখা গেল প্রেম-বন্ধুত্বের ২৫ বছর উদযাপন করতে। তাঁর হিট ও অবশ্যই পরিচালিত প্রথম ছবি 'কুছ কুছ হোতা হ্যায়' (Kuch Kuch Hota Hai) মুক্তির ২৫ বছর পূর্ণ হচ্ছে ১৬ অক্টোবর। জনপ্রিয় এই ছবির মুখ্য তিন চরিত্রে দেখা গিয়েছিল কিং খান শাহরুখ (Shah Rukh Khan), রানি মুখোপাধ্যায় (Rani Mukerji) ও কাজলকে (Kajol)। এবার 'বগলা মামা'-র চরিত্রে খরাজ মুখোপাধ্যায় (Khoraj Mukherjee)। জল্পনা ছিল আগেই, তবে সেই জল্পনাকে সত্যি করেই এবার প্রকাশ্যে এল ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের (Dhruba Banerjee) পরিচালিত 'বগলা মামা-যুগ যুগ জিও'-তে খরাজের প্রথম লুক। খরাজ ছাড়াও অন্যান্য ছবিতে দেখা যাবে ঋদ্ধি সেন (Riddhi Sen), দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy) ও অন্যান্যরা। অনেক খবরের ভিড়ে, আজ টলিউড থেকে বলিউডে সোশ্যাল মিডিয়ায় নজর কাড়ল কোন কোন পোস্ট? দেখে নিন বিনোদন দুনিয়ার সেরা সোশ্যাল পোস্টগুলি।
'কুছ কুছ হোতা হ্যায়'র বিশেষ স্ক্রিনিংয়ে হাজির শাহরুখ-রানি-কর্ণ
সম্প্রতি বিনোদন ইন্ডাস্ট্রিতে ২৫ বছর (25 Years) পূর্তির উদযাপন করেন পরিচালক ও প্রযোজক কর্ণ জোহর (Karan Johar)। এবার তাঁকে দেখা গেল প্রেম-বন্ধুত্বের ২৫ বছর উদযাপন করতে। তাঁর হিট ও অবশ্যই পরিচালিত প্রথম ছবি 'কুছ কুছ হোতা হ্যায়' (Kuch Kuch Hota Hai) মুক্তির ২৫ বছর পূর্ণ হচ্ছে ১৬ অক্টোবর। জনপ্রিয় এই ছবির মুখ্য তিন চরিত্রে দেখা গিয়েছিল কিং খান শাহরুখ (Shah Rukh Khan), রানি মুখোপাধ্যায় (Rani Mukerji) ও কাজলকে (Kajol)। আড়াই দশক পেরনোর পর এই ছবির বিশেষ স্ক্রিনিংয়ের আয়োজন করা হয় রবিবার, মুম্বইয়ে। উপস্থিত ছিলেন কর্ণ, রানি ও শাহরুখ। যদিও অন্য কাজের জন্য কাজল এদিন উপস্থিত থাকতে পারেননি। প্যাস্টেল গোলাপী শাড়িতে নজর কাড়লেন ঝলমলে অভিনেত্রী রানি মুখোপাধ্যায়। তাঁর দুই পাশে দুই সুদর্শন পুরুষ, কর্ণ ও শাহরুখ, দেখা গেল তাঁদের 'সিগনেচার' কালো পোশাকে। বিশেষ স্ক্রিনিং-জুড়ে একাধিক আবেগঘন মুহূর্তের সাক্ষী থাকলেন অনুরাগীরা। তার মধ্যে অন্যতম অবশ্যই মঞ্চে ওঠার সময় রানির শাড়ির আঁচল ধরে তাঁকে সাহায্য করতে দেখা গেল কিং খানকে। বলাই বাহুল্য যে বন্ধুত্বের ঝলক দর্শক ২৫ বছর আগে পর্দায় দেখেছিলেন, তা এখনও অটুট। মুম্বইয়ে বিশেষ এই স্ক্রিনিংয়ে হঠাৎই দর্শককে সারপ্রাইজ ভিজিট দিতে পৌঁছে যান কর্ণ জোহর, রানি মুখোপাধ্যায় ও শাহরুখ খান। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এদিনের অজস্র ভিডিও। সকলেই এই ক্লাসিক ছবি ফের বড়পর্দায় উপভোগ করতে এসেছিলেন কিন্তু কেউই ভাবেননি চোখের সামনে হাজির হবেন তাঁদের প্রিয় তারকারা। একসঙ্গে তাঁদের দেখে আবেগে, চোখের জলেও ভাসেন অনেকেই। উল্লাসে ফেটে পড়ে প্রেক্ষাগৃহ। শোনা যায় আনন্দে চিৎকার।
View this post on Instagram
ছোটদের জন্য 'বগলামামা' নিয়ে ফিরছেন ধ্রুব, মুখ্যচরিত্রে খরাজ
এবার 'বগলা মামা'-র চরিত্রে খরাজ মুখোপাধ্যায় (Khoraj Mukherjee)। জল্পনা ছিল আগেই, তবে সেই জল্পনাকে সত্যি করেই এবার প্রকাশ্যে এল ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের (Dhruba Banerjee) পরিচালিত 'বগলা মামা-যুগ যুগ জিও'-তে খরাজের প্রথম লুক। খরাজ ছাড়াও অন্যান্য ছবিতে দেখা যাবে ঋদ্ধি সেন (Riddhi Sen), দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy) ও অন্যান্যরা। একাধিক সাক্ষাৎকারে পরিচালক বলেছেন, তিনি ছোটদের জন্য ছবি তৈরি করতে চান। যাঁরা নতুন দর্শক, তাঁদের কথা সবসময়েই ছবি তৈরি করার আগে কাজ করে ধ্রুবর মাথায়। সোনাদা ফ্রাঞ্চাইজির পরে এবার মজার ছবি নিয়ে আসছেন পরিচালক। জিও স্টুডিওজ ও এসভিএফের যৌথ প্রযোজনায় আসতে চলেছে এই ছবিটি। এর আগেই অবশ্য এই একই যৌথ সংস্থা নিয়ে আসবে 'বাদামি হায়নার কবলে' ছবিটি। ধ্রুবর নতুন ছবির গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন, রজতাভ দত্ত (Rajatabha Dutta), অপরাজিতা আঢ্য (Aparajita Adhya), কৌশিক সেন (Kaushik Sen), দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy), উজান চট্টোপাধ্যায় (Ujaan Chatterjee) ও ঋদ্ধি সেন (Riddhi Sen)। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে খরাজ সহ কিছু অভিনেতা অভিনেত্রীদের লুক। তবে অপরাজিতা বা রজতাভকে কোন চরিত্রে দেখা যাবে, তার জন্য এখনও অপেক্ষা করতে হবে দর্শকদের।
View this post on Instagram
আরও পড়ুন: Top Entertainment News: দ্বিতীয়বার বাবা হলেন জিৎ, মুক্তি পেল 'টাইগার ৩'-এর ট্রেলার, বিনোদনের সারাদিন