Tota Ranveer Katthak Performance: টোটা কলকাতায় দুর্দান্ত কত্থক নাচছেন, রণবীর কর্ণকে ফোন করে বলেছিলেন, 'আমি পারব না'
Rocky Aur Rani Ki Prem Kahani: 'এই নাচের মহড়ার সময়েই রণবীর আমায় একদিন ফোন করে বলেছিল, 'আমার শরীরে বোধহয় একটা হাড়ও নেই, যেটা কত্থক নাচ করতে পারে।'
কলকাতা: পর্দায় যখন 'ডোলা রে...' গানে উচ্ছ্বল নাচের তালে মাতিয়ে দিচ্ছেন রণবীর সিংহ (Ranveer Singh) ও টোটা রায়চৌধুরী (Tota Roychowdhury)... তখন প্রেক্ষাগৃহের অন্ধকারে শুধুই হাততালির শব্দ। মুক্তির পরেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই নাচের দৃশ্যটিও। কিন্তু রণবীরের পক্ষে কতটা কঠিন ছিল এই দৃশ্য ফুটিয়ে তোলা?
'রকি অউর রানি কি প্রেম কাহানি' (Rocky Aur Rani Ki Prem Kahani)-র প্রথম সাংবাদিক বৈঠকে এসে এই দৃশ্য নিয়ে কথা বললেন রণবীর ও কর্ণ। পর্দার রকি বলছেন, 'আমার শরীরে এত মাসল... আমি আশঙ্কা করেছিলাম, আদৌ কত্থক নাচের যে প্রাণ, সেটা আমি ফুটিয়ে তুলতে পারব কি না। আমাদের যেমন শিডিউল থাকে, পর্যাপ্ত মহড়ার সময় পর্যন্ত কম পাই। আমি মুম্বইতে যখন কত্থকেক অনুশীলন করছি, তখনই খবর পাচ্ছি, কলকাতায় টোটা-স্যার দুর্দান্ত নাচ শিখে ফেলেছেন। এই দৃশ্যটা ফুটিয়ে তোলার জন্য প্রচণ্ড পরিশ্রম করছেন। আমার প্রথম প্রথম বেশ ভয়ই লাগত।'
কথার সূত্র ধরে কর্ণ বলেন, 'এই নাচের মহড়ার সময়েই রণবীর আমায় একদিন ফোন করে বলেছিল, 'আমার শরীরে বোধহয় একটা হাড়ও নেই, যেটা কত্থক নাচ করতে পারে।' তবে মাত্র এক সপ্তাহের মধ্যেই নাচটি শিখে ফেলেছিলেন রণবীর। বিশ্বাস রেখেছিলেন নাচের কোরিওগ্রাফারের ওপর। আর তারপরে, পর্দায় এই দৃশ্য যে আলাদাভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, সেটা বলবারই নয়।
পর্দায় রকি আর রানির বিয়ের যে দৃশ্য দেখানো হয়েছে, তা আক্ষরিক অর্থেই স্বপ্নিল। মুক্তোরঙা লেহঙ্গা, স্বপ্নের সাজ... আবেগে, আনন্দের মিশেলে মাখামাখি একটি গানের দৃশ্যপট সত্যিই লার্জার দ্যান লাইফ। আর এদিন সাংবাদিক বৈঠকে, এই গানের শ্যুটিংয়ের কথাই প্রকাশ্যে আনলেন কর্ণ। পরিচালক জানালেন, এই গানটির শ্যুটিং হয়েছিল আলিয়ার বাস্তব জীবনের বিয়ের মাত্র ৪ দিন পরেই!
কর্ণ বলছেন, 'রণবীর কপূরের (Ranbir Kapoor)-এর সঙ্গে আলিয়ার বিয়ের ঠিক ৪ দিনেই মধ্যেই আমরা 'কুরমায়ি' গানটির শ্যুটিং করতে গিয়েছিলাম জয়সলমীরে। হিসেব করলে দেখা যায়, এক সপ্তাহের মধ্যে ২ বার বিয়ে হয়েছিল আলিয়ার। একবার বাস্তব জীবনে আর একবার পর্দায়। আলিয়ার হাতে যে মেহেন্দি রয়েছে, সেটা ওর বিয়েরই মেহেন্দি। ওটাকে আমরা আর একটু গাঢ় করে দিয়েছিলাম। গানটার শ্যুটিং হয়েছিল জয়সলমীরে আর বৈভবি মার্চেন্টের ছোঁয়ায় গানটি দুর্দান্তভাবে শ্যুট করেছিল।'
আরও পড়ুন: Nikhoj Song: রূপমের গলায় মুক্তি পেল ‘নিখোঁজ’-এর নতুন গান, নিজের অভিজ্ঞতা শেয়ার করলেন শিল্পী'