(Source: Poll of Polls)
Tota Roychowdhury: 'রকি-রানি'-তে বাজিমাত করেছিলেন কত্থকে, এবার ছবি আঁকবেন, খুনও করবেন টোটা?
Tota Roychowdhury News: কেবল অ্যাকশন নয়... পিকাসো হিসেবে পাকা হাতে ক্যানভাসে তুলির টানে ছবিও ফুটিয়ে তুলতে দেখা গেল টোটাকে।
কলকাতা: তিনি কি কেবল চিত্রশিল্পী, নাকি খুনিও! যিনি কর্ণ জোহরের (Karan Johar) ছবিতে কত্থকের ছন্দে হলভর্তি দর্শককে মুগ্ধ করতে পারেন, তিনি কি কোনও নৃশংস খুনি হতে পারেন? সদ্য মুক্তি পাওয়া ওয়েব সিরিজ 'পিকাসো'-র ট্রেলার তুলে দিয়ে যায় এই প্রশ্নই। ক্লিক (Klikk) ওটিটি প্ল্যাটফর্মে সামনেই মুক্তি পাবে রাজা চন্দ (Raja Chanda) পরিচালিত এই থ্রিলার। আর তারই মুখ্যভূমিকায় রয়েছেন টোটা রায়চৌধুরী (Tota Roychowdhury)।
চলতি মাসেই মুক্তি পাবে এই ওয়েব সিরিজ। এই সিরিজের অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন সৌরভ দাস (Sourav Das), সৃজলা গুহ (Srijla Guha), রোজা পারমিতা দে (Roza Paromita De), দেবপ্রসাদ হালদার (Debproshad Haldar), রাহেলী ও কাভ্য়া ভৌমিক ও অন্যান্যরা। থ্রিলার জুড়ে একটি গান ব্যবহার করা হয়েছে যা সিরিজটির মেজাজ বুঝিয়ে দিয়েছে। সেইসঙ্গে অ্যাকশন সিকোয়েন্সেও দেখা গিয়েছে টোটাকে। তবে কেবল অ্যাকশন নয়... পিকাসো হিসেবে পাকা হাতে ক্যানভাসে তুলির টানে ছবিও ফুটিয়ে তুলতে দেখা গেল তাঁকে।
এই কাহিনী মূলত থ্রিলার। গল্পের শুরু হয় একজন সাংবাদিককে নিয়ে। তিনি তাঁর বন্ধুর কাছ থেকে অদ্ভূত একটা খবর পান। পলাশ মুখোপাধ্যায় নামে জাতীয় পুরস্কারপ্রাপ্ত একজন চিত্রশিল্পী রয়েছেন উত্তর কলকাতায়। তাঁকে সবাই পিকাসো বলে ডাকে। তিনি প্রখ্যাত চিত্রশিল্পী। কিন্তু দুটি প্রতিকৃতি আঁকার পরে একটি অদ্ভুত ঘটনা ঘটে তাঁর সঙ্গে। যাদের ছবি তিনি আঁকেন, রহস্যজনক ভাবে তাদের দুজনেরই অকাল মৃত্যু হয়। এই ঘটনা নিয়ে খবর করতে যায় ওই সাংবাদিক। এরপরে আবার ওই ঘটনার পুরনাবৃত্তি ঘটে। এই ঘটনার পিছনে কে কে রয়েছে.. সেই গল্পেরই রহস্য উদঘাটন হবে এই ওয়েব সিরিজে।
এই চিত্রকরের চরিত্রে অভিনয় নিয়ে টোটা বলছেন, 'ক্লিক ওয়েব প্ল্যাটফর্মের সঙ্গে এই প্রথম আমার কাজ। গোটা টিমের সঙ্গে কাজ করে খুব ভাল লাগল। আমার চরিত্র একজন চিত্রকরের। এই চরিত্রে আমি আগে অভিনয় করলেও পলাশ মুখোপাধ্যায়ের চরিত্রটা বেশ আলাদারকম। আমি চাই দর্শক সিরিজের মধ্যে দিয়েই আমার চরিত্রটাকে আবিস্কার করুক।'
View this post on Instagram