Tunisha Sharma Case: তুনিশা মৃত্যুকাণ্ডে হেফাজতের মেয়াদ বাড়ল প্রধান অভিযুক্ত অভিনেতা শিজান খানের
Tunisha Sharma: গত শনিবার অভিনেত্রী তুনিশা শর্মাকে তাঁর শ্যুটিং সেটের শৌচাগারে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে রবিবার ২৭ বছর বয়সী অভিনেতা শিজান খানকে গ্রেফতার করা হয়।
নয়াদিল্লি: টেলি অভিনেত্রী তুনিশা শর্মা মৃত্যুর ঘটনায় (Tunisha Sharma Murder Case) শোকের ছায়া বিনোদন দুনিয়ায়। পরিবারের পাশাপাশি, অভিনেত্রীর সহকর্মীরাও স্তব্ধ। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের সম্মুখীন তুনিশার সহ-অভিনেতা ও প্রাক্তন প্রেমিক শিজান খান (Sheezan Khan)। আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে শিজানকে গ্রেফতার করা হয় এবং তিনি সেই ২২ জনের মধ্যে অন্যতম যাঁদের বয়ান রেকর্ড করেছে পুলিশ।
তুনিশা মৃত্যুকাণ্ডে নয়া মোড়
সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, বাসাই আদালতের তরফে অভিনেতা শিজান খানের পুলিশের হেফাজতের (Police Custody) মেয়াদ বাড়ানো হয়েছে আরও দুই দিন। এএনআই-এর ট্যুইটে লেখা হয়েছে, 'অভিযুক্ত শিজান খানকে ২ দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে বাসাই আদালত।' প্রসঙ্গত, এর আগে শিজান খানকে ৪ দিনের হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছিল। অর্থাৎ তাঁকে শুক্রবার পর্যন্ত হেফাজতে থাকতে হবে।
Actor Tunisha Sharma death case | Maharashtra: Vasai Court sends accused Sheezan Khan to 2-day police custody.
— ANI (@ANI) December 28, 2022
গত শনিবার ২১ বছর বয়সী অভিনেত্রী তুনিশা শর্মাকে তাঁর শ্যুটিং সেটের শৌচাগারে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে রবিবার ২৭ বছর বয়সী অভিনেতা শিজান খানকে গ্রেফতার করা হয়। প্রয়াত অভিনেত্রীর মায়ের অভিযোগ, শিজান তাঁর মেয়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে এবং তিন-চার মাস ধরে তাঁকে 'ব্যবহার' করেছে।
View this post on Instagram
আরও পড়ুন: Rhea Chakraborty: সুশান্ত সিংহর মৃত্যু নিয়ে মর্গকর্মীর দাবির পর বিস্ফোরক রিয়া
সম্প্রতি হাসপাতালের একটি সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়েছে যেখানে প্রথম তুনিশাকে নিয়ে যাওয়া হয়। সেখানে ধারাবাহিকের অন্যান্য সদস্যদের সঙ্গে শিজান খানকেও দেখা যায়, অভিনেত্রীকে হাসপাতালে নিয়ে যেতে। এখন, হাসপাতালের একজন চিকিত্সক জানিয়েছেন যে তুনিশার মৃত্যুর সন্দেহভাজন শিজান, হাসপাতালে থাকাকালীন অভিনেত্রীকে বাঁচানোর জন্য ক্রমাগত কাঁদতে থাকেন এবং তাঁকে বাঁচানোর জন্য অনুরোধ করতে থাকেন। বাসাই হাসপাতালে, অভিনেত্রীকে মৃত বলে ঘোষণা করা হয়। গতকালই শেষকৃত্য সম্পন্ন হয়েছে অভিনেত্রীর। হাজির ছিলেন টেলি দুনিয়ার একাধিক তারকা।