Aman Jaiswal : ভয়াবহ সড়ক দুর্ঘটনা, মাত্র ২৩ বছরেই প্রাণ হারালেন এই টেলি-অভিনেতা
TV Actor Aman Jaiswal: সড়ক দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হওয়ার পরে সঙ্গে সঙ্গেই নিকটবর্তী মুম্বইয়ের কামা হাসপাতালে তাঁকে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য, সেখানে মাত্র আধ ঘণ্টা পরেই তাঁর মৃত্যু হয়।

মুম্বই: টেলিভিশনে অন্যতম জনপ্রিয় ধারাবাহিক 'ধরতিপুত্র নন্দিনী'র অভিনেতা অমন জয়সওয়ালের দুর্ভাগ্যজনক মৃত্যু। ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মাত্র ২৩ বছরেই প্রাণ হারান তিনি। সংবাদসূত্রে জানা গিয়েছে, এই ধারাবাহিকের চিত্রনাট্যকার ধীরজ মিশ্র জানিয়েছেন, অমন জয়সওয়াল (Aman Jaiswal) তাঁর বাইকে চড়ে একটি অডিশনের (TV Actor) জন্য আসছিলেন। আর সেই সময়েই যোগেশ্বরী হাইওয়েতে তাঁর বাইকে একটি ট্রাক এসে ধাক্কা মারে এবং গুরুতর আহত অবস্থায় তাঁকে নিয়ে যাওয়া হয় নিকটবর্তী হাসপাতালে।
জানা গিয়েছে, সড়ক দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হওয়ার পরে সঙ্গে সঙ্গেই নিকটবর্তী মুম্বইয়ের কামা হাসপাতালে তাঁকে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য, সেখানে মাত্র আধ ঘণ্টা পরেই তাঁর মৃত্যু হয়। ধীরজ মিশ্র এই ধারাবাহিকের চিত্রনাট্যকার এবং পরিচালকও, তিনি অমনের মৃত্যুতে একটি শোকবার্তা দিয়েছেন ইনস্টাগ্রামে।
সেই পোস্টে ধীরজ মিশ্র লেখেন, 'তুমি আমাদের স্মৃতিতে বেঁচে থাকবে। ঈশ্বর যে কখনও কখনও এত নিষ্ঠুর হয়ে ওঠেন, তা তোমার মৃত্যুর কারণে আমাদের বিশ্বাস করতে হচ্ছে। বিদায়...' অমন জয়সওয়ালের ইনস্টাগ্রামে শেষ পোস্ট ছিল তাঁর ধারাবাহিক 'ধরতিপুত্র নন্দিনী'কে নিয়েই। আর সেই পোস্টে তিনি লেখেন কীভাবে নিজের স্বপ্নের পিছনে ছোটার জন্য পরিবারের বিরুদ্ধেও গিয়ে দাঁড়াতে হয় মাঝেমাঝে।
কে অমন জয়সওয়াল ?
উত্তরপ্রদেশের বালিয়ায় জন্ম ও বেড়ে ওঠা অমন জয়সওয়ালের। হিন্দি টেলিভিশন ধারাবাহিক 'ধরতিপুত্র নন্দিনী'-র মুখ্য চরিত্রে অভিনয়ের মাধ্যমেই জনপ্রিয়তা পেয়েছেন তিনি। মডেল হিসেবে নিজের কর্মজীবন শুরু করেছিলেন তিনি। রবি দুবে ও সরগুন মেহতার প্রযোজনায় 'উড়াইয়াঁ' টেলিভিশন শো-তে তাঁকে শেষবার দেখা গিয়েছিল। এছাড়াও সোনি টিভির 'পুণ্যশ্লোক অহল্যাবাই' ধারাবাহিকে যশবন্ত রাও ফাঁসের চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে অমন জয়সওয়ালকে। ২০২১ সালের জানুয়ারি থেকে ২০২৩ সালের অক্টোবর মাস পর্যন্ত একটানা চলেছিল এই ধারাবাহিক।
কিছুদিন আগে গুরগাঁওতে মাত্র ২৫ বছরেই রহস্যজনকভাবে মৃত্যু হয় জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার আরজে সিমরন সিংয়ের। পুলিশ সন্দেহ করছিল যে আত্মঘাতী হয়েছেন সিমরন। মৃতদেহ পাঠানো হয়েছিল ময়না তদন্তে। পুলিশসূত্রে জানা গিয়েছে গুরগাঁওয়ের সেক্টর ৪৭-এ নিজের অ্যাপার্টমেন্ট থেকে সিমরনের মৃতদেহ খুঁজে পাওয়া যায়। সিমরনের বন্ধুরাই প্রথম সংবাদ জানায় পুলিশকে। জম্মু কাশ্মীরের বাসিন্দা হিসেবে তাঁকে তাঁর অনুরাগীরা 'জম্মু কি ধরকন' বলেও ডাকতেন।
আরও পড়ুন: Saif Ali Khan Update: আটক করেও ধরে রাখা গেল না সন্দেহভাজনকে ! সেফ আলি খানের হামলার তদন্তে নয়া মোড়






















