Mon Phagun: বাংলা ধারাবাহিকে 'পুষ্পারাজ'! 'মনফাগুন'-এ শনের নতুন লুক, সংলাপ মনে করাচ্ছে অল্লু অর্জুনকে
Mon Phagun Serial: গল্পের মোড় অনুযায়ী আপাতত বিচ্ছেন ঋষিরাজ আর নায়িকা পিহু-র। গল্পের নায়িকার অবশ্য বিশ্বাস, তার টুবাইদা ফিরবেই
কলকাতা: ধারাবাহিক 'মনফাগুন'-এ এবার 'পুষ্পা' ছোঁয়া! ধারাবাবিকের নায়ক ডায়গল আওড়াচ্ছেন এক্কেবারে 'পুষ্পা'-র স্টাইলে, এমনই প্রায় অবিকল হাতের ভঙ্গিও! 'মনফাগুন'-এর নতুন প্রোমো সামনে আসতেই নজর কাড়ল ছোটপর্দার রোমিও-র কথা বলার ধরণ।
গল্পের মোড় অনুযায়ী আপাতত বিচ্ছেন ঋষিরাজ আর নায়িকা পিহু-র। গল্পের নায়িকার অবশ্য বিশ্বাস, তার টুবাইদা ফিরবেই। সৃজিলা গুহ (Srijila Guha) ওরফে পিহু ফিরেছে নিজের ট্যুর গাইডের পেশায়। সুন্দরবনে বেশ কিছু পর্যটককে নিয়ে মোহনা ঘুরে দেখাতে এসেছে সে। আর সেখানে এসেই সে মুখোমুখি হয় 'রেশমদিঘীর রবিনহুড রোমিওর'। কিন্তু সত্যিই কী মুখোমুখি? ধারাবাহিকের প্রোমো বলছে, এখনও সেই রোমিওর মুখও দেখতে পায়নি পিহু।
আরও পড়ুন: Murder By The Sea: পেশা বদলে এবার চিত্রগ্রাহক রূপঙ্কর, সঙ্গীতশিল্পী তৃণা, বই লিখছেন অনন্যা!
কিন্তু দর্শক ইতিমধ্যেই দেখে ফেলেছেন সেই 'রেশমদিঘীর রবিনহুড রোমিওকে'। সেই চরিত্রেও স্বমহিমায় দেখা যাচ্ছে শন বন্দ্যোপাধ্যায় (Sean Banerjee) কেই। প্রোমোতে তাঁর মুখে শোনা গেল, 'রোমিও শুনে লাভার ভাবলে নাকি? আমি লাভার নয়, আগুনের লাভা। ছুঁলেই ছবি।' এই সংলাপ মনে করিয়ে দিচ্ছে পুষ্পা - দ্য রাইজ (Pushpa The Rise) ছবির সেই সংলাপ.. 'পুষ্পা শুনকে ফায়ার সমঝা থা কেয়া? ফারার নেহি, ফায়ার হ্যায় ম্যায়'
View this post on Instagram