Neem Phuler Madhu: ছোটপর্দায় জনপ্রিয় তাঁর 'বাবুউউ' ডাক, রাস্তাঘাটে তারই ফল ভোগ করছেন অরিজিতা?
Arijita Mukherjee: ধারাবাহিক 'দিদি নম্বর ওয়ান' যেন গল্পের আসর। সেখানেই অতিথি হিসেবে এসে নিজেদের বিভিন্ন জীবনের গল্প, অভিজ্ঞতা শোনান সাধারণ মানুষ থেকে শুরু করে অভিনেতা অভিনেত্রীরাও
কলকাতা: ছোটপর্দার ধারাবাহিকের চরিত্ররা কখন যে একেবারে বৈঠকখানার চরিত্র হয়ে যায়, ঢুকে পড়ে সাধারণ মানুষের কথায়.. তা হয়তো অভিনেতা অভিনেত্রীরা বুঝতে পারেন না নিজেই। আর তেমন একটি গল্পই, 'দিদি নম্বর ওয়ান' (Didi No.1)-এর মঞ্চে এসে শোনালেন অরিজিতা মুখোপাধ্যায় (Arijita Mukherjee)।
ধারাবাহিক 'দিদি নম্বর ওয়ান' যেন গল্পের আসর। সেখানেই অতিথি হিসেবে এসে নিজেদের বিভিন্ন জীবনের গল্প, অভিজ্ঞতা শোনান সাধারণ মানুষ থেকে শুরু করে অভিনেতা অভিনেত্রীরাও। আর সদ্য, সেখানে অতিথি হয়ে এসেছিল টিম 'নিম ফুলের মধু'। আর সেখানে, অরিজিতা ওরফে 'বাবুর মা' জানালেন, রাস্তাঘাটেও নাকি তাঁকে লোকে ডাকেন 'বাবুউউ' বলে!
কেন? কারণটা এই ধারাবাহিক যাঁরা দেখেছেন সবাই জানেন। পর্দায় কৃষ্ণা দত্তর তাঁর ছেলেকে ডাকার বিশেষ একটি সুর রয়েছে। ছেলেকে তিনি ডাকেন 'বাবু' বলে। কিন্তু তাঁর সেই বিশেষ সুর এতটাই জনপ্রিয় যে রাস্তাঘাটে নাকি অরিজিতাকে দেখলে মানুষ ওই বিশেষ সুরে 'বাবু' বলে ডাকছেন তাঁকে। অরিজিতার এই কথা শুনে হাসির রোল... সঙ্গত করেন রচনা বন্দ্যোপাধ্যায় (Rachana Banerjee) -ও।
কৃষ্ণা দত্তের চরিত্রে অভিনয় করতে গিয়ে সমালোচিত ও ট্রোলড দুইই হয়েছেন অরিজিতা। তবুও কৃষ্ণা দত্ত তাঁর বড় প্রিয়। কেন? এবিপি লাইভকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রী বলেছিলেন, 'দ্বন্দ্ব তো সব জায়গায় থাকে। দ্বন্দ্ব না থাকলে নতুন কিছু তৈরি হবে কি করে! আমার কাছে চরিত্রটা ইতিবাচক না নেতিবাচক সেটার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ, চরিত্রটা গল্পের কোন জায়গায় রয়েছে। যদি সঠিক কারণ থাকে, তাহলে আমি নেতিবাচক চরিত্র করতে রাজি চিরকাল। আমি একটা চাকরি ছেড়ে ধারাবাহিকে এসেছি শুধুমাত্র প্যাশনের জন্য। আমার হাতে অস্ত্র বলতে সেই অভিনয়টাই। সেটা দিয়ে যদি মানুষের মধ্যে একটা কোনও ভাল বার্তা দিতে পারি, সেটাই আমার সাফল্য। ভাল চরিত্রকে তুলে ধরতে তো তার বিপরীতে একটা খারাপ চরিত্র থাকা প্রয়োজন। আমি না হয় সেই খারাপটাই হলাম। আমি চাই, যাঁরা সন্ধেবেলা ছোটপর্দায় আমায় দেখবেন, আমার অভিনয় যেন তাঁদের ভাবায়, কিছু বার্তা দেয়। আমার কাছে এমন অনেক ফোন আসে, যাঁরা বলেন, 'নিম ফুলের মধু' ধারাবাহিক নাকি তাঁদের শাশুড়ির ব্যবহারে পরিবর্তন এনেছে। আসলে কৃষ্ণা দত্তের মতো চরিত্ররা আমাদের ঘরে ঘরে রয়েছেন। একসময় আমি চাকরি করতাম, তখন আমার সহকর্মীদের মুখে তাঁদের বাড়ির কথা শুনতাম। এখন আমার বিশ্বাস করতে অসুবিধা হয় না, এমন চরিত্র সত্যিই রয়েছে। আমি তো এই চরিত্রটাকে সেলিব্রেট করি, কারণ আমার চরিত্রটা রয়েছে বলেই পর্ণার লড়াইগুলো দর্শকের কাছে গ্রহণযোগ্য হয়।'
View this post on Instagram
আরও পড়ুন: Tollywood News: রাহুলের ওয়েব সিরিজে নতুন ভূমিকায় সত্যম, 'দাদু' হয়ে থাকছেন পরাণও!