'Tomar Khola Haowa’: নতুন ধারাবাহিক 'তোমার খোলা হাওয়া'য় 'সর্বকনিষ্ঠ শাশুড়ি'র চরিত্রে স্বস্তিকা দত্ত, বিপরীতে শুভঙ্কর
New Serial Update: শুভঙ্কর ও স্বস্তিকা ছাড়াও অভিনয়ে দেখা যাবে খেয়ালি দস্তিদার, অর্পিতা মুখোপাধ্যায়, তথাগত, দিয়া চক্রবর্তী, সৌরভ দাসকে। এই প্রথম একসঙ্গে জুটি বাঁধতে চলেছেন শুভঙ্কর ও স্বস্তিকা।
কলকাতা: বাঙালির ঘরে ঘরে এবার সর্বকনিষ্ঠ শাশুড়ির আগমন। ১২ ডিসেম্বর, জি বাংলায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক 'তোমার খোলা হাওয়া' (Tomar Khola Hawa)। মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে শুভঙ্কর সাহা (Subhankar Saha) ও স্বস্তিকা দত্তকে (Swastika Dutta)। আনুষ্ঠানিক ঘোষণার সঙ্গে হয়ে গেল লঞ্চ অনুষ্ঠান।
নতুন বাংলা ধারাবাহিক 'তোমার খোলা হাওয়া'
১২ তারিখ থেকে শুরু হয়েছে এই ধারাবাহিক। শুভঙ্কর ও স্বস্তিকা ছাড়াও অভিনয়ে দেখা যাবে খেয়ালি দস্তিদার, অর্পিতা মুখোপাধ্যায়, তথাগত, দিয়া চক্রবর্তী, সৌরভ দাসকে। এই প্রথম একসঙ্গে জুটি বাঁধতে চলেছেন শুভঙ্কর ও স্বস্তিকা। তাঁদের পর্দায় রসায়ন দর্শকদের মন জয় করবে বলেই বিশ্বাস নির্মাতাদের। এই ধারাবাহিকেই প্রথমবার মুখ্য মহিলা চরিত্রকে একজন ভেন্ট্রিলোকুইস্টের ভূমিকায় দেখা যাবে।
'তোমার খোলা হাওয়া' আবির ও ঝিলমিলের অসম প্রেমের গল্প। ঝিলমিল সরকারের চরিত্রে স্বস্তিকা দত্ত, বনগাঁর একজন হাসিখুশি মেয়ের চরিত্রে অভিনয় করছেন যে একজন ভেন্ট্রিলোকুইস্ট। সে তার জীবনের প্রতিটি মুহূর্ত সুখ ও আনন্দে উপভোগ করে। তার মতে, নিয়ম তো ভাঙার জন্য তৈরি হয়। অন্যদিকে শুভঙ্কর দত্ত দ্বারা চিত্রিত আবির অত্যন্ত সুরক্ষিত, সুশৃঙ্খল ব্যক্তি যে তার পরিবারের সমস্ত দায়িত্ব নিজের কাঁধে নেয়৷ আবিরকে বিয়ে করার পর, তার ভাগ্নেদের বউয়েদের সর্বকনিষ্ঠ শাশুড়ি হয়ে ওঠে৷ অর্থাৎ তিন মহিলার মধ্যে তার বয়সই সবচেয়ে কম। যদিও ঝিলমিলের কাজ আবিরকে বিরক্ত করে, তবুও সে তাকে রক্ষা করে এবং সমর্থন করে। ঝিলমিল ধীরে ধীরে আত্মবিশ্বাসী হয়ে ওঠে এবং তার প্রেমে পড়তে থাকে আবির। আগামী দিনে তার পরিবারের সদস্য এবং স্বামীর সঙ্গে ঝিলমিলের সম্পর্ক কীরকম হয়ে ওঠে তা নিয়েই গল্প।
আরও পড়ুন: Shah Rukh Khan: ধর্মীয় ভাবাবেগে আঘাত দিয়েছে 'পাঠান', নিষিদ্ধ করার দাবিতে এক সুর শাসক-বিরোধীর
'তোমার খোলা হাওয়া' সোমবার থেকে শুক্রবার, দেখা যাবে ঠিক রাত সাড়ে ৯টায়, জি বাংলায়। পরিচালনায় বাবো বণিক।