'Sohag Chand': ৬ বছর পর চরকির হাত ধরে ফের সোহাগের মুখোমুখি চাঁদ? কিন্তু মাঝে কোন তৃতীয় ব্যক্তির আগমন?
Bangla Serial Update: নতুন বন্ধু পেয়েছে চরকি। তার সঙ্গেই তো মা সোহাগকে দেখা করাতে চায় সে। কিন্তু ভাগ্যের এমনই পরিহাস, যে হঠাৎই এবার মুখোমুখি হতে চলেছে চাঁদ আর সোহাগ! তারপর?
কলকাতা: পেরিয়ে গিয়েছে প্রায় বছর ৬। ফের মুখোমুখি সোহাগ ও চাঁদ (Sohag Chand)। ধারাবাহিকের গল্পে এবার নতুন মোড়। কোথায় দাঁড়িয়ে দুই মুখ্য চরিত্রের জীবন? কীভাবে একে অপরের মুখোমুখি হবে তারা? (Bangla Serial Update)
'সোহাগ চাঁদ' ধারাবাহিকে ৬ বছর পর এবার কোথায় দাঁড়িয়ে গল্প?
নতুন বন্ধু পেয়েছে চরকি। তার সঙ্গেই তো মা সোহাগকে দেখা করাতে চায় সে। কিন্তু ভাগ্যের এমনই পরিহাস, যে হঠাৎই এবার মুখোমুখি হতে চলেছে চাঁদ আর সোহাগ!
যানজট ভর্তি এক রাস্তা। তারই মধ্যে ছোট্ট চরকি রীতিমতো দৌড় করাচ্ছে সোহাগকে। বন্ধু তো প্রায় চলেই আসবে, দেরি যেন কোনওভাবেই না হয়ে যায়। ওদিকে চাঁদও রওনা হয়েছে চরকির সঙ্গে দেখা করতে। গন্তব্যে পৌঁছে চাঁদ যেই মুহূর্তে গাড়ি থেকে নামে, দূরে সে দাঁড়িয়ে থাকতে দেখে সোহাগকে, চরকির হাত ধরে। চাঁদ যেন বিশ্বাস করতে পারছে না নিজের চোখকে। সেই সোহাগ যে ৬ বছর আগে ঘর ছেড়ে চলে আসে, কাউকে কিছু না জানিয়ে।
ইতিমধ্যে চরকির নজর পরে তার বন্ধুর ওপর। আনন্দে চরকি মায়ের হাত ধরে টানলে, সোহাগের কাঁধ থেকে ব্যাগটি পড়ে যায় এবং সমস্ত জিনিস ছড়িয়ে ছিটিয়ে পরে। ব্যাগটা আবার গুছিয়ে তুলতে গিয়ে সোহাগ দেখার চেষ্টা করে কাকে চরকি বন্ধু বলে সম্বোধন করছিল। হঠাৎ তার সামনে দিয়ে একটা বড় আয়না চলে যাওয়ার দরুণ, মুখটা দেখতে পায় না, কিন্তু সামনে চলে আসে ওর নিজের পুরনো এক বন্ধু যে সদ্য আমেরিকা থেকে ফিরেছে। দুই বন্ধুর আচমকা দেখা হয়েছে, তাদের হাসিটা যেন দূরে দাঁড়িয়ে থাকা চাঁদের মনটাকে ভেঙে টুকরো করে দেয়। কে এই নতুন মানুষটি? সোহাগ কি সত্যি নিজের জীবনে অনেকটা এগিয়ে গেল?
এরপর কী হবে? কোন খাতে বইবে সোহাগ ও চাঁদের জীবন? চরকি কি আদৌ নিজের বন্ধুর সঙ্গে মায়ের দেখা করাতে পারবে সে? এই নতুন মানুষটি কীভাবে তাদের জীবন প্রভাবিত করতে পারবে? সমস্তটা জানতেই দেখুন 'সোহাগ চাঁদ' ধারাবাহিক, প্রতিদিন সন্ধ্যা ৭টায় কালার্স বাংলায় আর যেকোনও সময়ে জিও সিনেমায়।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।