'Sohag Chand': দেখতে দেখতে ৫০০ পর্ব পার, কেক কেটে-ভুরিভোজে জমজমাট 'সোহাগ চাঁদ'-এর সেট
Daily Serial Update: সোহাগের চরিত্রে এই ধারাবাহিকে অভিনয় করেন অন্বেষা রায় মুখোপাধ্যায়, অন্যদিকে অভিষেক বীর শর্মাকে দেখা যায় চাঁদের চরিত্রে। একাধিক সামাজিক বিষয় নিয়ে এই ধারাবাহিকে গল্প এগোয়।
কলকাতা: আরও এক নতুন মাইলফলক পার করল কালার্স বাংলার (Colors Bangla) জনপ্রিয় ধারাবাহিক 'সোহাগ চাঁদ' (Sohag Chand)। দেখতে এই জনপ্রিয় শো পার করে ফেলল ৫০০ পর্ব (500 Episodes Completed)। ২০২২ সালের ২৮ নভেম্বর শুরু করে এই শো পথচলা। দুই ভিন্ন ধরনের মানুষের একে অপরের কাছে আসার গল্প, তাদের একসঙ্গে পথচলার গল্প বলে এই ধারাবাহিক। অবশ্যই, তারা সোহাগ ও চাঁদ। সেই সঙ্গে একাধিক সামাজিক বিষয় তুলে ধরা হয় এই ধারাবাহিকে। ৫০০ পর্বের পূর্তি কীভাবে পালন করা হল?
৫০০ পর্ব পার করল 'সোহাগ চাঁদ'
এই বিশেষ দিনটিকে স্মরণীয় করে রাখতে 'সোহাগ চাঁদ' টিম এক বিশেষ আয়োজন করেছিল। ধারাবাহিকের পুরো স্টারকাস্ট হাজির হন সেটে। হৈ হৈ করে কাটা হয় কেক, একে অপরের মুখে কেক তুলে দেওয়ার মাঝেই খুনসুটি, সবটাই ধরা পড়ল ক্যামেরায়। এদিন পুরো টিম একসঙ্গেই সারেন দুপুরের খাওয়া দাওয়া। আনন্দের আবহাওয়া ছিল এদিন 'সোহাগ চাঁদ'-এর সেটে।
'সোহাগ চাঁদ' ধারাবাহিকের গল্প এক ঝলকে
সোহাগ একজন 'প্লাস সাইজ' আদ্যন্ত রোম্যান্টিক মহিলা। সে ব্যাঙ্ক কর্মচারী। তাঁর চেহারার জন্য প্রায় ৩৪ জন পাত্র তাঁকে বাতিল করেছে। কিন্তু তথাকথিত 'নিখুঁত' মহিলা হয়ে উঠতে একেবারেই রাজি নয় সে। বলা ভাল, সে বিশেষ ভাবিতও নয় সেই বিষয়ে। সে বিশ্বাস করে যে একদিন সে নিজের 'প্রিন্স চার্মিং'কে খুঁজে পাবে যে তাঁকে তাঁর ভিতরের সৌন্দর্য্যের জন্য ভালবাসবে। অন্যদিকে চাঁদ 'ফিটনেস ফ্রিক'। সে নিজের একটা স্পোর্টস অ্যাকাডেমি খুলতে চায়। সে নিজের জন্য এমন একজন পাত্রী খুঁজছে যে সুন্দরী ও নিখুঁত, ভারী ওজনের একেবারেই নয়। যদিও সোহাগ ও চাঁদ ছোটবেলার বন্ধু ও প্রতিবেশী। গল্পের ফেরে তাঁদের শেষ পর্যন্ত বিয়ে হয়। তারপর ধীরে ধীরে জীবনের নানা চড়াই উতরাই পেরিয়ে এখন তারা একে অপরের পরিপূরক।
সোহাগের চরিত্রে এই ধারাবাহিকে অভিনয় করেন অন্বেষা রায় মুখোপাধ্যায়, অন্যদিকে অভিষেক বীর শর্মাকে দেখা যায় চাঁদের চরিত্রে। এছাড়াও ধারাবাহিকে ভরত কল, সমতা দাস, অনুরাধা মুখোপাধ্যায়ের মতো অভিনেতা-অভিনেত্রীরা রয়েছেন একাধিক গুরুত্বপূর্ণ চরিত্রে।
ধারাবাহিকে এখন 'বাউন্সার' সোহাগ
সোহাগের বাবা তপন এক দুর্নীতি কাণ্ডের শিকার হয়। সারা জীবনের পুঁজি হারিয়ে প্রায় সর্বহারা অবস্থা এখন তার। এই ধাক্কা সামলাতে না পেরে, গুরুতর হৃদরোগে আক্রান্ত হয় সোহাগের বাবা। এই সময় পরিবারের পাশে এসে দাঁড়ায় সোহাগ, এক নতুন রূপে। ব্যাঙ্কের চাকরি হারিয়ে সোহাগও এখন কর্মহীন। তাহলে কীভাবে সে নেবে পরিবারের দায়িত্ব? নিজের 'বডি পসিটিভিটি'কে হাতিয়ার করে এবার সোহাগ হবে 'বাউন্সার'। কিন্তু বাউন্সারদের কাজের ক্ষেত্রে মূলত পুরুষদেরই আধিপত্য। সোহাগের এই রূপ দেখে চাঁদের মাথায় হাত! 'বাউন্সার সোহাগ' কি পারবে বাজিমাত করতে? এরপর কী হবে?
'সোহাগ চাঁদ' ধারাবাহিকে কী হচ্ছে, গল্প কোন দিকে এগোবে, সব জানতে নজর রাখতে হবে, কালার্স বাংলায় প্রত্যেক দিন, সন্ধ্যা ৭টায়।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।