Tiasha's Birthday: গোলাপি ঝলমলে পোশাক, রেড ভেলভেট কেক, তিয়াসার জন্মদিন জমজমাট
Tiasha's Birthday Celebration: সোনালি সাজানো বেলুনের মধ্যে ঝলমলে নায়িকা। পরনে গোলাপি ঝলমলে পোশাক, মুখে হাসি। কখনও হাতে তুলে নিচ্ছেন রেড ভেলভেট কেক, চেখে দেখছেন। কখনও আবার ঝরঝরিয়ে হেসে ফেলছেন।
কলকাতা: গোলাপি ঝলমলে পোশাকে 'বার্থ ডে গার্ল'। সোশ্যাল মিডিয়ায় জন্মদিন উদযাপনের ছবি শেয়ার করে নিলেন ছোটপর্দার শ্যামা ওরফে অভিনেত্রী তিয়াসা। সোশ্যাল মিডিয়ায় গোলাপি পোশাকে একাধিক ছবি ভাগ করে নিলেন অভিনেত্রী।
ছোটপর্দায় 'কৃষ্ণকলি' ধারাবাহিকের মুখ্য চরিত্র শ্যামা এখনও বেশ জনপ্রিয় দর্শকদের মধ্যে। যদিও ধারাবাহিক শেষ হয়ে গিয়েছে বেশ কিছুদিন আগেই। এরপর একটি শো-তে সঞ্চালিকা হিসেবেও দেখা গিয়েছে তিয়াসাকে। আজ নায়িকার জন্মদিন। সোনালি সাজানো বেলুনের মধ্যে ঝলমলে নায়িকা। পরনে গোলাপি ঝলমলে পোশাক, মুখে হাসি। কখনও হাতে তুলে নিচ্ছেন রেড ভেলভেট কেক, চেখে দেখছেন। কখনও আবার ঝরঝরিয়ে হেসে ফেলছেন।
সোশ্যাল মিডিয়ায় নিজের জন্মদিনের একাধিক ছবি শেয়ার করে তিয়াসা লিখেছেন, 'সারাদিন ধরে আমার কাছে যত ভালোবাসা, বার্তা, আশীর্বাদ এসেছে, সবকিছু আমায় ভীষণ ছুঁয়ে গিয়েছে। আমি ভীষণ খুশি। সবার মেসেজের উত্তর দিতে পারিনি। জন্মদিনে সারারাত ঘুমাইনি, সবার সঙ্গে মজা করেছি।'
আরও পড়ুন: Nigel Akkara Exclusive: বিশেষভাবে সক্ষমদের নিয়ে থিয়েটার, নাইজেল বলছেন, 'ওরাও তো শিল্পী'
View this post on Instagram
সোশ্যাল মিডিয়ায় একটি রিল ভিডিও শেয়ার করে নিয়েছেন তিয়াসা। সেখানে তাঁকে দেখা যাচ্ছে জন্মদিনের কেক চেখে দেখতে। একাধিক কেক আনা হয়েছিল তাঁর জন্মদিনে। তিয়াসা জানিয়েছেন, খুব তাড়াতাড়ি তাঁর ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে জন্মদিনের ভ্লগ।
View this post on Instagram