Akshay Kumar Birthday: 'শুভ জন্মদিন আমার স্ক্র্যাবল মাস্টার', অক্ষয়ের জন্মদিনে মিষ্টি শুভেচ্ছা ট্যুইঙ্কলের
Twinkle Khanna wishes Akshay Kumar: স্ত্রীয়ের পোস্টে অক্ষয়ের মন্তব্য 'ধন্যবাদ', সঙ্গে হার্ট ইমোজি। প্রসঙ্গত, অক্ষয় কুমারের মায়ের মৃত্যুবার্ষিকীর ঠিক একদিন পরেই তাঁর জন্মদিন।
![Akshay Kumar Birthday: 'শুভ জন্মদিন আমার স্ক্র্যাবল মাস্টার', অক্ষয়ের জন্মদিনে মিষ্টি শুভেচ্ছা ট্যুইঙ্কলের Twinkle Khanna wishes 'Scrabble Master' Akshay Kumar on his birthday Akshay Kumar Birthday: 'শুভ জন্মদিন আমার স্ক্র্যাবল মাস্টার', অক্ষয়ের জন্মদিনে মিষ্টি শুভেচ্ছা ট্যুইঙ্কলের](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/09/10/fcf198615faed24545837a35173e7f791662748847952229_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: ৫৫-এ পা দিলেন অক্ষয় 'খিলাড়ি' কুমার (Akshay Kumar)। স্বামীর জন্মদিনে (Happy Birthday Akshay Kumar) মিষ্টি পোস্টে শুভেচ্ছা জানালেন ট্যুইঙ্কল খন্না (Twinkle Khanna)। কী লিখলেন তিনি?
অক্ষয় কুমারকে শুভেচ্ছা ট্যুইঙ্কল খন্নার
এদিন ইনস্টাগ্রামে 'মেলা' অভিনেত্রী একটি লম্বা পোস্টে বেশ মজা করেই শুভেচ্ছা জানালেন অক্ষয়কে।
নিজেদের একটি ছবি পোস্ট করে তিনি লেখেন, 'বার্থডে বয় যে প্রত্যেকটা গেম জিতে যায়। হ্যাঁ। ও আমাকে ব্যাকগ্যামনে হারিয়ে দেয়।' ট্যুইঙ্কলের পোস্টে স্পষ্ট খিলাড়িকে 'স্ক্র্যাবল'-এ হারানোও কঠিন। ট্যুইঙ্কল আরও লেখেন, 'শ্রেষ্ঠ ব্যাপার, এক বন্ধু অক্ষয়ের জন্য হালুয়া কেক নিয়ে এসেছে ঠিক যেমন ওঁর মা প্রত্যেক বছর তৈরি করতেন জন্মদিনে। শুভ জন্মদিন আমার স্ক্র্যাবল মাস্টার।'
View this post on Instagram
ছবিতে দেখা যায়, 'বচ্চন পাণ্ডে' অভিনেতা রয়েছেন আর্মি লুকে। অন্যদিকে ট্যুইঙ্কল একটি সাদা শার্ট পরে রঙিন চুলে। স্ক্র্যাবল খেলায় মত্ত দম্পতি।
স্ত্রীয়ের পোস্টে অক্ষয়ের মন্তব্য 'ধন্যবাদ', সঙ্গে হার্ট ইমোজি। প্রসঙ্গত, অক্ষয় কুমারের মায়ের মৃত্যুবার্ষিকীর ঠিক একদিন পরেই তাঁর জন্মদিন। তাঁর স্মৃতিতে একটি ফ্যামিলি ছবিও শেয়ার করেন ট্যুইঙ্কল।
View this post on Instagram
অন্যদিকে, অক্ষয় কুমারকে এরপর দেখা যাবে 'রামসেতু' ছবিতে জ্যাকলিন ফার্নান্ডেজ, নুসরত ভারুচার সঙ্গে। ২০২২ সালের দীপাবলিতে মুক্তি পাবে ছবিটি।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)